Select Page

ব্যাংকের সুদ কি হালাল?

৳ 50.00

Description

ব্যাংকের সুদ কি হালাল?

ব্যাংকের সুদ কি হালাল?

যে ব্যক্তি বলে, বাকি লেনদেনই সুদ হয়।
সুনানে ইবনে মাজাহ ২২৫৭
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আবু সাঈদ আল-খুদরী [রাজি.] কে বলিতে শুনিয়াছি, দিরহামের বিনিময়ে দিরহাম, দীনারের বিনিময়ে দীনার [ওজনে সমান ও নগদ আদান প্রদান] হইতে হইবে। আমি বললাম, আমি ইবন আব্বাস [রাজি.] কে অন্য রকম বলিতে শুনিয়াছি। আবু সাঈদ [রাজি.] বলেন, আমি ইবন আব্বাস [রাজি.]-এর সাথে সাক্ষাত করে বললাম, আমাকে অবহিত করুন যে, মুদ্রার বিনিময় সম্পর্কে আপনি যা বলেন, তা কি আপনি রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর নিকট শুনেছেন, না আল্লাহর কিতাবে পেয়েছেন? তিনি বলেন, আমি তা আল্লাহর কিতাবেও পাইনি এবং রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]- এর নিকটও শুনিনি, বরং উসামা বিন যায়েদ [রাজি.] আমাকে অবহিত করিয়াছেন যে, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ ধার-কর্জের ক্ষেএেই কেবল [কম বেশি করিলে] সুদ হয়। [২২৫৭] [২২৫৭] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ২১৭৬, ২১৭৭, ২১৭৯, মুসলিম ১৫৮৪, তিরমিজি ১২৪১, নাসাঈ ৪৫৬৫, ৪৫৮১, আহমাদ ১১০৮৮, ইরওয়া ১৩৩৮। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনানে ইবনে মাজাহ  ২২৬০
উমার ইবনল খাত্তাব [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
[মালিক] বলেন, আমি একথা বলিতে বলিতে সামনে অগ্রসর হলাম, কে রৌপ্য মুদ্রা বদল করিবে? তালহা বিন উবাইদুল্লাহ [রাজি.] তখন উমার ইবনল খাত্তাব[রাজি.]- এর নিকট উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদেরকে তোমার সোনা দেখাও এবং [কিছুক্ষণ পর] আমাদের নিকট এসো। আমাদের কোষাধ্যক্ষ এসে গেলেই [তোমাকে তোমার প্রাপ্য] রুপা দিয়ে দিবো। তখন উমার [রাজি.] বলেন কক্ষনো নয়। আল্লাহর শপথ! হয় এখনই তুমি তাহাকে রৌপ্য মুদ্রা দিয়ে দাও, নতুবা তাহার সোনা তাহাকে ফেরত দাও। কেননা রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ নগদ আদান-প্রদান না হলে সোনার সাথে রুপার বিনিময়ে সুদ হইবে। [২২৬০] [২২৬০] মাজাহ ২২৫৯, ২২৫৩, সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ২১৩৪, ২১৭০, ২১৭৪, মুসলিম ১৫৮৬, তিরমিজি ১২৪৩, নাসাঈ ৪৫৫৮, আবু দাউদ ৩৩৪৮, আহমাদ ১৬৩, ২৪০, ৩১৬, মুয়াত্তা মালিক ১৩২৮, ১৩৩৩, দারেমী ২৫৭৮। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুদ সম্পর্কে কঠোর বানী।
সুনানে ইবনে মাজাহ ২২৭৩
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেন, মিরাজের রাতে আমাকে একদল লকের কাছে নিয়ে আসা হলো। তাহাদের পেট ছিল ঘরের মত বিশাল, তাহার মধ্যে সাপ ভর্তি ছিলো, যা বাইরে থেকে দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাঈল! এরা কারা? তিনি বলেনঃ এরা সুদখোর। [২২৭৩] [২২৭৩] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। মিশকাত ২৮২৮, জইফ আল জামি ১৩৩। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ জইফ। উক্ত হাদিসের রাবি আলী বিন যায়দ বিন জুদআন সম্পর্কে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান বলেন, তাহার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। আহমাদ বিন হাম্বল ও ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি নির্ভরযোগ্য নন। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তিনি সিকাহ সালিহ। আল আজালী বলেন, কোন সমস্যা নাই। [তাহজিবুল কামালঃ রাবী নং ৪০৭০, ২০/৪৩৪ নং পৃষ্ঠা] ২. আবুস সালত সম্পর্কে আবুল মুহসিন, আবু মুহাম্মাদ বিন হাযম ও ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ঈমাম যাহাবী বলেন, তাহার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়না। [তাহজিবুল কামালঃ রাবী নং ৭৪৪৩, ৩৩/৪২৮ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

ব্যাংকের সুদ কি হালাল?

Reviews

There are no reviews yet.

Be the first to review “ব্যাংকের সুদ কি হালাল?”

Your email address will not be published. Required fields are marked *