Description
মুসলিম কি চার মাযহাবের কোন এক মাযহাব মানতে বাধ্য?
মুসলিম কি চার মাযহাবের কোন এক মাযহাব মানতে বাধ্য?
সহিহ ইবনে মাজাহ ২০৭১
আবদুল্লাহ বিন আমর ইবনল আস [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] বলেন, চার ধরণের দম্পতির মধ্যে লিআনের বিধান প্রযোজ্য নয়ঃ মুসলিম ব্যক্তির বিবাহাধীন খ্রিস্টান নারী, মুসলিম ব্যক্তির বিবাহাধীন ইহূদী নারী, ক্রিতদাসের বিবাহাধীন স্বাধীনা নারী এবং স্বাধীন পুরুষের বিবাহাধীন ক্রীতদাসী। [২০৭১] [২০৭১] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। যইফাহ ৪১২৭। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ জইফ। উক্ত হাদিসের রাবি ১. দমারাহ বিন রাবীআহ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সালিহ। আবু সাঈদ বিন ইয়ুনুস আল-মিসরী বলেন, তিনি তাহাদের যুগে একজন ফকিহ ছিলেন। আহমাদ বিন শুআয়ব আন-নাসাঈ ও আহমাদ বিন সালেহ আল-জায়লী বলেন, তিনি সিকাহ। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কিছু সন্দেহ করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ২৯৩৮, ১৩/৩১৬ নং পৃষ্ঠা] ২. [উসমান] ইবন আতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তিনি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তাহার থেকে হাদিস গ্রহন করা যায় তবে তা দলীলযোগ্য নয়। আহমাদ বিন শুআয়ব আন-নাসাঈ বলেন, তিনি সিকাহ নয়। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি দুর্বল। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩৮৪৬, ১৯/৪৪১ নং পৃষ্ঠা] ৩. আতা বিন আবু মুসলিম সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। শুবাহ ইবনল হাজ্জাজ বলেন, তিনি হাদিস ভুলে যেয়েন। আহমাদ বিন হাম্বল বলেন, তাহার হাদিস প্রত্যাখ্যানযোগ্য নয়। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩৯৪১, ২০/১০৬ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
কোন বৈধ বিষয় হারাম করা সম্পর্কে।
সহিহ ইবনে মাজাহ ২০৭২
আয়িশা [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] তাহাঁর স্ত্রীদের সংস্পর্শে না আসার শপথ [ঈলা] করে হালালকে হারাম করেন। ফলে তিনি [তাহাঁর জন্য] হালাল বিষয়টি হারাম করিলেন এবং শপথ ভঙ্গের জন্য কাফফারা প্রদানের ব্যবস্থা করেন। [২০৭২][২০৭২] তিরমিজি ১২০১, তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। তালীক ইবন মাজাহ্। উক্ত হাদিসের রাবি মুসলিম বিন আলকামাহ সম্পর্কে আহমাদ বিন শুআয়ব আন-নাসাঈ বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। আব্দুর রহমান বিন মাহদী তাহার হাদিস বর্জন করিয়াছেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ৫৯৫৭, ২৭/৫৬৫ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
মুসলিম কি চার মাযহাবের কোন এক মাযহাব মানতে বাধ্য?
Reviews
There are no reviews yet.