Description
রাসূল (সা)-এর সালাতের বিবরণ
রাসূল (সা)-এর সালাতের বিবরণ
সহিহ ইবনে মাজাহ ৩০৬৩
ইবন উমার [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসুলাল্লাহ [সাল্লাল্লাহু আঃ] মক্কা বিজয়ের দিন কাবা ঘরে প্রবেশ করেন। তাহাঁর সাথে ছিলেন বিলাল ও উসমান বিন শায়বাহ [রাজি.]। তাঁরা ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। তাঁরা বেরিয়ে এলে আমি বিলালাকে জিজ্ঞেস করলাম, রাসুলাল্লাহ [সাল্লাল্লাহু আঃ] কোন স্হানে নামায পড়েছেন? তিনি আমাকে অবহিত করেন যে, তিনি ভিতরে প্রবেশ করে ডান দিকের দুস্তম্ভের মাঝখানে দাড়িয়ে তাহার দিকে মুখ করে সলাত আদায় করেন। অতপর আমি নিজেকে তিরস্কার করলাম যে, আমি কেন জিজ্ঞেস করলাম না যে, রাসুলাল্লাহ [সাল্লাল্লাহু আঃ] কত রাকাত নামায পরেছেন। [৩০৬৩]
তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
[৩০৬৩] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৩৯৭, ৪৬৮, ৫০৪, ৫০৫, ৫০৬, ১১৭১, ১৫৯৮, ১৫৯৯, ২৯৮৮, ৪৪০০, মুসলিম ১৩২৯, তিরমিজি ৮৭৪, নাসাঈ ৬৯২, ৭৪৯, ২৯০৫, ২৯০৬, ২৯০৭, ২৯০৮, আবু দাউদ ২০২৩, আহমাদ ৪৮৭৩, ৫১৫৪, ৫৮৯১, ৫৯৮৩, ৬১৯৫, ২৩৩৭৭, ২৩৩৮৮, ২৩৪০২, মুয়াত্তা মালিক ৯১০,দারেমী ১৮৬৬, সহীহ আবু দাউদ ১৭৬৪-১৭৬৬। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহিহ ইবনে মাজাহ ৩১১৮
আনাস বিন মালিক [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
আমরা আবু ইকালের সাথে বৃষ্টির মধ্যে [বাইতুল্লাহ] তাওয়াফ করলাম এবং তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমের পেছনে এলাম। তখন আবু ইকাল বলেন, আম আনাস বিন মালিক [রাজি.]-র সাথে বৃষ্টির মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করেছি। আমরা তাওয়াফ শেষে মাকামে [ইবরাহীম] এসে দু রাকআত নামায পড়েছি। অতঃপর আনাস [রাজি.] আমাদের বলেন, এখন নতুনভাবে নিজেদের আমলের হিসাব রাখো। তোমাদের পূর্বের গুনাহ মাফ করে দেয়া হইয়াছে। রাসূলূল্লাহ [সাল্লাল্লাহু আঃ] আমাদের এরূপই বলেছেন এবং আমরা তাহাঁর সাথে বৃষ্টির মধ্যে তাওয়াফ করেছি। [৩১১৮]
তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সানাদটি খুবই দুর্বল।
[৩১১৮] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ জইফ। উক্ত হাদিসের রাবি দাউদ বিন আজলান সম্পর্কে আবু আহমাদ বিন আদী বলেন, তিনি দুর্বল। আবু জাফার আল-উকায়লী বলেন, তিনি হাদিস বর্ণনা করিয়াছেন কিন্তু তাহার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু সাঈদ বিন আমর ও আবু আবদুল্লাহ আল-হাকিম আন-নায়সাবুরী বলেন, তিনি আবু ইকাল থেকে একাধিক জাল হাদিস বর্ণনা করিয়াছেন। ইবন হাজার আল-আসকালনী ও ঈমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। [তাহজিবুল কামালঃ রাবী নং ১৭৭৪, ৮/৪১৭ নং পৃষ্ঠা] ২. আবু ইকাল সম্পর্কে আহমাদ আল-হাকিম বলেন, তাহার হাদিস নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি কুফুরী নয় এমন কওলী বা আমালী কোন ফিসক এর সাথে জড়িত। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত। ঈমাম যাহাবী বলেন, তিনি জাল [বানোয়াট] হাদিস বর্ণনার অভিযোগে অভিযুক্ত। [তাহজিবুল কামালঃ রাবী নং ৬৬১৮, ৩০/৩৩৪ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ খুবই দুর্বল
রাসূল (সা)-এর সালাতের বিবরণ
Reviews
There are no reviews yet.