Description
হাফেযী কুরআন মাজীদ
হাফেযী কুরআন মাজীদ
সুনান আবু দাউদ ৩১৩৬
আনাস ইবন মালিক {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃ হামযাহ {রাদি.}-এর {লাশের} পাশ দিয়ে অতিক্রমকালে দেখলেন, তার লাশ বিকৃত করা হয়েছে। তিনি বলিলেনঃ সাফিয়্যাহ্ {হামযাহ্র বোন} যদি কষ্ট না পেতো তাহলে আমি তার লাশ পড়ে থাকতে দিতাম এবং পশুপাখিরা তা খেয়ে নিতো এবং ক্বিয়ামাতের দিন তাহাকে এদের পেট থেকেই উত্থিত করা হতো। এ সময় কাফনের কাপড় কম ছিলো, কিন্তু মৃতদেহ ছিল অনেক। ফলে এক, দুই, এমনকি তিন ব্যক্তিকে একই কাপড়ে জড়িয়ে কাফন দেয়া হয়। কুতাইবাহ্র বর্ণনায় রয়েছেঃ অতঃপর তাহাদেরকে একই ক্ববরে দাফন করা হয়। এ সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃ জিজ্ঞেস করিতেনঃ এদের মধ্যে কোন ব্যক্তি কুরআন সম্পর্কে অধিক পারদর্শী ছিল। তিনি তাহাকে ক্বিবলাহ্র দিকে {ডানে} রাখতেন।
হাসানঃ তিরমিজি {১০২৭}।এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
সুনান আবু দাউদ ৩১৩৮
জাবির ইবন আবদুল্লাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃ উহুদ যুদ্ধের শহীদদের দুইজনকে একই ক্ববরে দাফনের নির্দেশ দেন এবং জিজ্ঞেস করিতে থাকেনঃ এদের মধ্যে কোন ব্যক্তি কুরআন সম্পর্কে অধিক পারদর্শী ছিল। অতঃপর তাহাদের কারো প্রতি ইঙ্গিত করা হলে তাহাকেই তিনি প্রথমে ক্ববরে রাখতেন। তিনি বলিলেনঃ আমি ক্বিয়ামাতের দিন তাহাদের জন্য সাক্ষী হবো। তিনি সাল্লাল্লাহু আঃ তাহাদেরকে রক্তমাখা দেহে দাফনের নির্দেশ দেন এবং তাহাদের গোসল দিলেন না।সহীহঃ ইবন মাজাহ {১৫১৪}।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
ক্ববর গভীর করে খনন করা
সুনান আবু দাউদ ৩২১৫
হিশাম ইবন আমির {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন আনসাররা রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} নিকট এসে বলিলেন, আমরা আহত এবং ক্লান্ত।। আমাদেরকে এখন কি করিতে বলেন? তিনি বলিলেনঃ ক্ববর প্রশস্ত করে খনন করো এবং একই ক্ববরে দুই-তিন জনকে দাফন করো। জিজ্ঞেস করা হলো, কাকে আগে {ডানদিকে} রাখা হইবে? তিনি বলেন, যে ব্যক্তি কুরআন সম্পর্কে অধিক পারদর্শী। হিশাম বলেন, সেদিন আমার পিতা আমির {রাদি.} শহীদ হন। তাহাকে দুজনের অথবা একজনের সাথে ক্ববর দেয়া হয়।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৩৪১৬
উবাদাহ ইবনস সামিত {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আহলে সুফফার কতিপয় ব্যক্তিকে কুরআন পড়া ও লিখা শিখাতাম। তাহাদের একজন আমাকে উপহার হিসেবে একটি ধনুক পাঠালো। আমি বলিলাম, এটা কোন সম্পদ নয়। আমি এটা দিয়ে আল্লাহর পথে তীর ছুঁড়বো। কিন্তু আমি অবশ্যই রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট গিয়ে তাঁকে এ সম্পর্কে জিজ্ঞেস করবো। অতঃপর আমি তাহাঁর নিকট এসে বলিলাম, হে আল্লাহর রাসূল! এক লোক আমাকে একটি ধনুক উপহার দিয়েছে। আমি লোকদের সঙ্গে তাহাকেও লিখা এবং কুরআন শিখাতাম। ধনুকটা {মূল্যবান} সম্পদ নয়। আমি এটা দিয়ে আল্লাহর পথে {জিহাদে} তীর ছুঁড়বো। তিনি বলেনঃ তুমি যদি গলায় জাহান্নামের শিকল পরতে ভালোবাস, তাহলে তা গ্রহণ করো।সহীহঃ ইবন মাজাহ{২১৫৭}এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৩৬৪৮
আবু সাইদ আল-খুদরী {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
আমরা তাশাহুদ ও আল-কুরআন ছাড়া আর কিছু লিখতাম না। (৩৬৪৮) (৩৬৪৮) আবু দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এর সানাদে খালিদ আল-হাজ্জা ইরসাল করেছেন।
এই হাদিসটির তাহকীকঃ শায
হাফেযী কুরআন মাজীদ
Reviews
There are no reviews yet.