Description
হারাম রুযি ও রোযগার
হারাম রুযি ও রোযগার বই
হারাম বস্তু হালাল বস্তুকে হারাম করিতে পারে না।
ইবনে মাজাহ ২০১৫
নাফি ইবন উমার [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] বলেন, হারাম বস্তু হালাল বস্তুকে হারাম করে না। [২০১৫][২০১৫] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। যঈফাহ ৩৮৫-৩৮৮। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ জইফ। উক্ত হাদিসের রাবি আবদুল্লাহ বিন উমার সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি দুর্বল, তিনি নির্ভরযোগ্য নয়। আবু বকর আল-বায়হাকী বলেন, তাহার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন শুআয়ব আন-নাসাঈ বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবন হাজার আল-আসকালনী ও আলী ইবনল মাদানী বলেন তিনি দুর্বল। ইয়াহইয়া বিন সাঈদ বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ছিলেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩৪৪০, ১৫/৩২৭ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
ইবনে মাজাহ ২০৭৩
ইবন আব্বাস [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
হালাল বস্তু [নিজের উপর] হারাম করা শপথরূপে গণ্য হইবে। ইবন আব্বাস [রাজি.] বলিতেনঃ “তোমাদের জন্য আল্লাহ্র রসূলের মধ্যে রয়েছে অনুসরণীয় আদর্শ “[সূরা আহযাবঃ ২১]। [২০৭৩][২০৭৩] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৪৯১১, মুসলিম ১৪৭৩, নাসাঈ ৩৪২০, ইরওয়াহ ২০৮৮। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
বিচারক রায় দিলেই হারাম হালাল হয় না এবং হালাল হারাম হয় না
ইবনে মাজাহ ২৩১৭
উম্মু সালামাহ [রাযিআল্লাহু তায়ালা আনহা] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন , রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ তোমরা আমার কাছে বিবদমান বিষয় মীমাংসার জন্য এসে থাকো। আমিও একজন মানুষ। হয়তো তোমাদের কেউ [একপক্ষ] অপর কারো [বিপক্ষের] তুলনায় নিজের যুক্তি-প্রমাণ পেশে অত্যন্ত বাকপটু হয়ে থাকিবে। আর আমি তো তোমাদের বক্তব্য শুনেই তাহার ভিত্তিতে বিচারকার্য করি। অতএব আমি তোমাদের কারো পক্ষে তাহার ভাইয়ের হকের কোন অংশের ফয়সালা দিয়ে ফেলতে পারি। এ অবস্থায় সে যেন তাহার কিছুই গ্রহণ না করে। কারণ আমি তাহাকে জাহান্নামের একটি টুকরাই কেটে দিচ্ছি , যা নিয়ে সে কিয়ামতের দিন হাজির হইবে। [২৩১৭][২৩১৭] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ২৪৫৮, ২৬৮০, ৬৯৬৭, ৭১৬৯, ৭২৮১, ৮১৮৫, মুসলিম ১৭১৩, তিরমিজি ১৭৩৯, নাসাঈ ৫৪০১, ৫৪২২, আবু দাউদ ৩৫৮৩, আহমাদ ২৫১৪২, ২৯৫৫২, ২৬০৭৮, ২৬০৮৬, ২৬১৭৭, মুয়াত্তা মালিক ১৪২৪, ইরওয়া ২৬২৪, সহীহাহ ৪৫৬, ১১৬২। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
ইবনে মাজাহ ২১৪৪
জাবির বিন আবদুল্লাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেন, হে লোকসকল! তোমরা আল্লাহকে ভয় কর এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ কর। কেননা কোন ব্যক্তিই তাহার জন্য নির্ধারিত রিযিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মরবে না, যদিও তাহার রিযিক প্রাপ্তিতে কিছু বিলম্ব হয়। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ কর, যা হালাল তাই গ্রহন কর এবং যা হারাম তা বর্জন কর। [২১৪৪][২১৪৪] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। আত-তালীকুর রাগীব ৩/৭, সহিহাহ ২৬০৭, মিশকাত ৩৫০০। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবি মুহাম্মাদ ইবনল মুসাফফা আল-হিমসী সম্পর্কে আবু হাতিম আর-রাযী ও ঈমাম নাসাঈ বলেন, তিনি সত্যবাদী।
হারাম রুযি ও রোযগার
Reviews
There are no reviews yet.