Select Page

আদর্শ নারী

৳ 60.00

Description

আদর্শ নারী

আদর্শ নারী বই

সুনান আবু দাউদ ১৬১৩
আবদুল্লাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} স্বাধীন ও গোলাম, ছোট ও বড়- এদের উপর সদাক্বাতুল ফিতর এক সা ফরয করেছেন। বর্ণনাকারী মূসা “পুরুষ ও নারীর” কথাটি বৃদ্ধি করেছেন।
ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আইয়ূব ও আবদুল্লাহ আল-উমারী তাহাদের হাদিসে নাফি হইতে “পুরুষ ও নারী” কথাটি বর্ণনা করেছেন।

এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

সুনান আবু দাউদ  ১৬১৪
আবদুল্লাহ ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলু্ল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এর যুগে লোকেরা মাথাপিছু এক সা যব কিংবা খেজুর অথবা খোসাবিহীন গম অথবা কিসমিস সদাক্বাতুল ফিতর দিতো। নাফি {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আবদুল্লাহ {রাদি.} বলেন, উমার {রাদি.} খলীফা নিযুক্ত হওয়ার পর পর্যাপ্ত পরিমাণে গম উৎপাদিত হলে উমার {রাদি.} ঐ বস্তুগুলোর এক সা এর স্থলে অর্ধ সা গম নির্ধারণ করিলেন। (১৬১৪)

সুনান আবু দাউদ  ১৬১৪ নাসায়ী {অধ্যায়ঃ যাকাত, হাঃ ২৫১৫}। এর সনদ দুর্বল। সনদের আবদুল আযীয ইবন আবু রাওয়াদ সম্পর্কে হাফিয আত-তাক্বরীব গ্রন্থে বলেন, সত্যবাদী, তবে ভুল করতো।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

সুনান আবু দাউদ ১৬১৫
নাফি {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আবদুল্লাহ {রাদি.} বলেন, পরবর্তীতে লোকেরা {উমারের নির্ধারিত} অর্ধ সা গম দিতে থাকলো। নাফি {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আবদুল্লাহ {রাদি.} নিজে খেজুর {ফিতরাহ} দিতেন। অতঃপর একবার মাদীনাহইতে খেজুরের আকাল হওয়ায় তিনি যব দিয়ে {ফিতরাহ} দেন।
সহীহঃ বুখারী সংক্ষেপ।

এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

সুনান আবু দাউদ  ১৬১৬
আবু সাঈদ আল-খুদরী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, যতদিন রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাদের মাঝে ছিলেন, আমরা ফিতরাহ দিতাম- প্রত্যেক ছোট, বড়, স্বাধীন ও গোলামের পক্ষ হইতে মাথাপিছু এক সা খাদ্য এক সা পনির অথবা এক সা যব অথবা এক সা খেজুর অথবা এক সা কিসমিস। আমরা এ নিয়মেই ফিতরাহ দিয়ে আসছিলাম। অবশেষে মুআবিয়াহ {রাদি.} হাজ্জ কিংবা উমরাহ্‌ করিতে এসে মিম্বারের আরোহন করে ভাষণ দানকালে লোকদেরকে বলিলেন, আমার মতে সিরিয়ার দুই মুদ্দ গম এক সা খেজুরের সমান। ফলে লোকেরা তাই গ্রহণ করলো। কিন্তু আবু সাঈদ {রাদি.} বলেন, আমি যত দিন বেঁচে থাকি সর্বদা এক সা ফিতরাহই দিবো।

সহীহঃ মুসলিম।

এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

সুনান আবু দাউদ  ১৬১৭
মুসাদ্দাদ হইতে ইসমাঈল সূত্র হইতে বর্ণীত আছেঃ
হাদিসে গমের কথাটি উল্লেখ নেই। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, মুআবিয়াহ ইবন হিমাম এ হাদিসে আবু সাঈদ {রাদি.} হইতে অর্ধ সা গমের কথা উল্লেখ করেছেন। কিন্তু এটা মুআবিয়াহ ইবন হিশাম অথবা তার সূত্রে বর্ণনাকারীর অনুমান মাত্র।(১৬১৭)

(১৬১৭)যয়ীফ আবু দাউদ।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

সুনান আবু দাউদ ১৬১৮
আবু সাঈদ আল-খুদরী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি সর্বদা এক সা ফিতরাহই দিবো। কেননা আমার রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} যুগে এক সা খেজুর বা এক সা যব কিংবা এক সা কিসমিস দিতাম। এটা ইয়াহইয়া বর্ণিত হাদিস। সুফয়ান বর্ধিত করেনঃ অথবা এক সা আটা। ঈমাম হামিদ {রহমাতুল্লাহি আলাইহি} বরেন, মুহাদ্দিসগণ এ বাক্যটি গ্রহণ করেননি। পরবর্তীতে সুফয়ান এ কথাটি পরিহার করেছেন।

দুর্বল।

ঈমাম আবু দাঈদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আসলে এ বর্ধিত কথাটি সুফয়ান ইবন উয়াইনার অনুমান।

সুনান আবু দাউদ ১৬১৮. নাসায়ী {অধ্যায়ঃ যাকাত, হাঃ ২৫১৩{, ইবন খুযাইমাহ {২৪১৪}।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
অর্ধ সা গম ফিতরাহ দেয়ার বর্ণনা

আদর্শ নারী

Reviews

There are no reviews yet.

Be the first to review “আদর্শ নারী”

Your email address will not be published. Required fields are marked *