Select Page

আদর্শ পরিবার ও পরিবেশ

৳ 60.00

Description

আদর্শ পরিবার ও পরিবেশ

আদর্শ পরিবার ও পরিবেশ বই

তিরমীজি  আই হাদিস ৪৮৩
কাব ইবনি উজরা [রাদি.] থেকে বর্ণিত আছেঃ
তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনাকে কিভাবে সালাম করতে হবে তা আমরা জেনেছি, কিন্তু আপনার প্রতি কিভাবে দুরূদ পাঠ করব? তিনি বললেনঃ তোমরা বলো, “হে আল্লাহ! তুমি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবার-পরিজনের উপর রাহমাত বর্ষণ কর যেভাবে ইবরাহীমের উপর রাহমাত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত মর্যাদাবান। [হে আল্লাহ!] তুমি মুহাম্মাদ ও তাঁর পরিবার-পরিজনদের বারকাত দান কর, যেভাবে তুমি ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনদের বারকাত দান করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত”। আবদুর রহমান ইবনি আবু লাইলা বলেন, আমরা “তাদের সাথে আমাদের প্রতিও” শব্দটুকুও বলতাম। -সহীহ্‌। ইবনি মাজাহ- [৯০৪], বুখারী ও মুসলিম।

এ অনুচ্ছেদে আলী, আবু হুমাইদ, আবু মাসঊদ, তালহা, আবু সাঈদ, বুরাইদা, যাইদ ইবনি খারিজা ও আবু হুরাইরা [রাদি.] হতেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেনঃ কাব ইবনি উজরার হাদীসটি হাসান সহীহ্‌। আব্দুর রহমান ইবনি আবী লাইলার উপনাম আবু ঈসা। আর আবু লাইলার নাম ইয়াসার।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর প্রতি দুরূদ পাঠের ফযিলত
তিরমীজি  আই হাদিস ৪৮৪
আবদুল্লাহ ইবনি মাসঊদ [রাদি.] থেকে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি পরিমাণে দরূদ পাঠ করেছে।

যঈফ, তালীকুর রাগীব [২/২৮০]।

আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] হতে আরও বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করে আল্লাহ্‌ তাআলা তার প্রতি দশটি রাহমাত বর্ষণ করেন এবং তার জন্য দশটি সাওয়াব লিখে দেন।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

তিরমীজি  আই হাদিস ৪৮৫
আবু হুরাইরা [রাদি.] থেকে বর্ণিত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি দশটি রাহমাত বর্ষণ করেন।

-সহীহ্‌। সহীহ্‌ আবু দাঊদ- [১৩৬৯], মুসলিম।

এ অনুচ্ছেদে আবদুর রহমান ইবনি আওফ, আমির ইবনি রবীআ, আম্মার, আবু তালহা, আনাস ও উবাই ইবনি কাব [রাদি.] হতেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেনঃ আবু হুরাইরার হাদীসটি হাসান সহীহ্‌। সুফিয়ান সাওরী ও অপরাপর মনীষী বলেছেন, প্রতিপালক প্রভুর পক্ষ হতে সালাত শব্দের অর্থ রাহমাত এবং ফেরেশতাদের পক্ষ হতে সালাতের অর্থ ক্ষমা প্রার্থনা।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
তিরমীজি  আই হাদিস ৪৮৬
উমার ইবনিল খাত্তাব [রাদি.] থেকে বর্ণিত আছেঃ
তিনি বলেন, দুআ আকাশ যমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে, তোমার রাসূল [সাল্লাল্লাহু আঃ]-এর প্রতি যতক্ষণ তুমি দুরূদ পাঠ না কর ততক্ষণ তার কিছুই উপরে উঠে না।

-হাসান। সহীহাহ্‌- [২০৫৩]।

এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস

তিরমীজি  আই হাদিস  ৪৮৭
আলা ইবনি আবদুর রহমান ইবনি ইয়াকূব [রহমাতূল্লাহ] হতে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার থেকে বর্ণিত আছেঃ
তিনি [ইয়াকূব] বলেন, উমার ইবনিল খাত্তাব [রাদি.] বলেছেনঃ যার দ্বীন প্রসঙ্গে সঠিক জ্ঞান আছে কেবল সেই যেন আমাদের বাজারে ব্যবসা করে।

-সনদ হাসান।

আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব।
আবু ঈসা বলেনঃ আলা ইবনি আবদুর রহমান তাবিঈদের অন্তর্ভুক্ত। তিনি আনাস ইবনি মালিক [রাদি.] ও অন্যান্যদের নিকট হাদীস শুনেছেন। আলার পিতা আবদুর রহমানও তাবিঈদের অন্তর্ভুক্ত। তিনি আবু হুরাইরা, আবু সাঈদ আল-খুদরী ও ইবনি উমার [রাদি.] -এর নিকট হাদীস শুনেছেন। আবদুর রহমানের পিতা ইয়াকূব একজন বয়বৃদ্ধ তাবিঈ। তিনি উমার [রাদি.] -এর সাক্ষাত লাভ করেছেন এবং তাঁর নিকট হতেও হাদীস বর্ণনা করেছেন।
এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস

আদর্শ পরিবার ও পরিবেশ

Reviews

There are no reviews yet.

Be the first to review “আদর্শ পরিবার ও পরিবেশ”

Your email address will not be published. Required fields are marked *