Description
আদর্শ বিবাহ ও দাম্পত্য
আদর্শ বিবাহ ও দাম্পত্য বই
বিয়ের ব্যাপারে উৎসাহ প্রদান
সুনান আবুদাউদ ২০৪৬
আলক্বামাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন মাসউদের {রাদি.} সাথে মিনায় হাঁটছিলাম। এ সময় উসমান {রাদি.}–এর সাথে দেখা হলে তিনি আবদুল্লাহর {রাদি.} সাথে নির্জনে আলাপ করেন। অতঃপর আবদুল্লাহ {রাদি.} যখন দেখলেন, এ বিষয়ে তার কোন প্রয়োজন নেই, তখন তিনি আমাকে বলিলেন, হে আলক্বামাহ! এদিকে এসো। আমি এলে উসমান {রাদি.} তাহাকে বলিলেন, হে আবু আবদুর রহমান! আমরা কি আপনার সাথে একটি কুমারী মেয়ে বিয়ে দিব, যাতে আপনি অতীতের প্রাণচাঞ্চল্য ফিরে পান? আবদুল্লাহ {রাদি.} বলিলেন, আমি এরূপ এজন্যই বলেছি যে, আমি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}–কে বলিতে শুনেছিঃ তোমাদের কেউ বিয়ের সামর্থ্য রাখলে সে যেন অবশ্যই বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টিকে সংযত রাখে এবং যৌন জীবনকে সংযমী করে। আর যে ব্যক্তির বিয়ে করার সামর্থ্য নেই সে যেন অবশ্যই সওম পালন করে। কারন সওম তার যৌনস্পৃহা দমনকারী।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
ধার্মিক মহিলা বিয়ে করার নির্দেশ
সুনান আবুদাউদ ২০৪৭
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ নারীদেরকে {সাধারণত} চারটি বিষয় দেখে বিয়ে করা হয়। তার ধন-সম্পদ, বংশমর্যাদা, তার রূপসৌন্দর্য এবং তার দীনদারী। তবে তুমি দীনদার নারী বিয়ে করো। অন্যথায় তুমি লাঞ্ছিত হইবে।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
কুমারী মহিলা বিয়ে করা
সুনান আবুদাউদ ২০৪৮
জাবির ইবন আবদুল্লাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাকে বলিলেনঃ তুমি কি বিয়ে করেছো? আমি বলি, হ্যাঁ। তিনি আবার বলিলেনঃ কুমারী না অকুমারী? আমি বলিলাম, অকুমারী। তিনি বলিলেনঃ তুমি কোন কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন? তার সাথে তুমি খেলতে পারতে সেও তোমার সাথে খেলাধুলা করিতে পারতো।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
যে মহিলা সন্তান জন্ম দিতে অক্ষম তাহাকে বিয়ে করা নিষেধ সম্পর্কে
সুনান আবুদাউদ ২০৪৯
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, এক ব্যক্তি নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর কাছে এসে অভিযোগ করলো, আমার স্ত্রী কোন স্পর্শকারীর হাতকে নিষেধ করে না। তিনি বলিলেনঃ তুমি তাহাকে ত্যাগ করো। সে বললো, আমার আশংকা আমার মন তার পিছনে ছুটবে। তিনি বলিলেনঃ {যেহেতু ব্যভিচারের প্রমাণ নেই} তাহলে তুমি তার থেকে ফায়দা হাসিল করো। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবুদাউদ ২০৫০
মাক্বিল ইবন ইয়াসার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, এক ব্যক্তি নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর খিদমাতে উপস্থিত হয়ে বললো, আমি এক সুন্দরী ও মর্যাদাসম্পন্ন নারীর সন্ধান পেয়েছি, কিন্তু সে বন্ধা। আমি কি তাহাকে বিয়ে করবো? তিনি বলিলেনঃ না। অতঃপর লোকটি দ্বিতীয়বার এসেও তাঁকে জিজ্ঞেস করলে তিনি তাহাকে নিষেধ করিলেন। লোকটি তৃতীয়বার তাহাঁর নিকট এলে তিনি তাহাকে বলিলেনঃ এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী। কেননা আমি অন্যান্য উম্মাতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করবো। এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
আদর্শ বিবাহ ও দাম্পত্য
Reviews
There are no reviews yet.