Select Page

আমি তো তাওবা করতে চাই কিন্তু ?

৳ 25.00

Description

আমি তো তাওবা করতে চাই কিন্তু ?

আমি তো তাওবা করতে চাই কিন্তু ?

সুনান আবু দাউদ ২৬৪৩
উসামাহ ইবন যায়িদ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাদেরকে আল-হুরূকাত {নামক স্থানে} অভিযানে প্রেরণ করিলেন। আমাদের উপস্থিতি টের পেয়ে শত্রুরা পালিয়ে গেলো। আমরা তাহাদের এক ব্যক্তিকে ধরে ফেলতে যখন ঘেরাও করলাম, তখন সে “লা ইলাহা ইল্লাল্লাহ” পাঠ করলো। এ সত্ত্বেও আমরা তাহাকে আঘাত করে হত্যা করলাম। পরে ঘটনাটি নাবী {সাল্লাল্লাহু আঃ} -কে জানালাম। তিনি বলিলেনঃ ক্বিয়ামাতের দিন লা ইলাহা ইল্লাল্লাহু তোমার বিরুদ্ধে বাদী হলে কে তোমার জন্য সুপারিশ করিবে? আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! সে তো তরবারির ভয়ে কালেমা পাঠ করেছে। তিনি বলিলেনঃ সে তরবারির ভয়েই কালেমা পাঠ করেছে, তা কি তুমি তার অন্তর ফেড়ে দেখেছো? ক্বিয়ামাতের দিন “লা ইলাহা ইল্লাল্লাহু-র সামনে কে তোমাকে নাজাত দিবে {বর্ণনাকারী বলেন,} তিনি বারবার একথা বলিতে থাকলেন। এমনকি আমার মনে হচ্ছিল, আমি যদি এ দিনটির পূর্বে মুসলিম না হতাম!

এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

সুনান আবু দাউদ ২৬৪৪
আল-মিক্বদাদ ইবনল আসওয়াদ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, হে আল্লাহর রাসূল! যদি আমি কোন কাফিরের মোকাবিলায় লড়তে গিয়ে তার তরবারির আঘাতে আমার একটি হাত কেটে যায়। তারপর সে আমার পাল্টা আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য কোন গাছে আড়ালে আশ্রয় নিয়ে বলে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম হয়েছি- একথা বলার পর হে আল্লাহর রাসূল! আমি কি তাহাকে হত্যা করবো? তিনি বলিলেনঃ না, তাহাকে হত্যা করো না। আমি আবার বলিলাম, হে আল্লাহর রাসূল! সে তো আমার হাত কেটে ফেলেছে। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ তাহাকে হত্যা করো না। কেননা তুমি তাহাকে হত্যা করলে এ হত্যার পূর্বে তুমি {ঈমান আনার কারণে} যে মর্যাদায় ছিলে, সে ঐ মর্যাদায় পৌছে যাবে। আর এ কালেমা পাঠের পূর্বে সে যে অবস্থায় ছিল, তুমি তার অবস্থায় চলে যাবে।

এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

কেউ দৃঢ়ভাবে সাজদাহ্‌য় পড়ে থাকলে তাহাকে হত্যা করা যাবে না
সুনান আবু দাউদ ২৬৪৫
জারীর ইবন আবদুল্লাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} খাসআম গোত্রের বিরুদ্ধে একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করিলেন। সৈন্যদল সেখানে পৌছে দেখলো যে, ঐ গোত্রের কিছু লোক সাজদাহ্‌য় পড়ে আছে। কিন্তু এ সত্ত্বেও তাহাদেরকে তাড়াতাড়ি হত্যা করা হলো। নাবী {সাল্লাল্লাহু আঃ} -এর কাছে এ সংবাদ পৌছলে তিনি তাহাদের ওয়ারিশদেরকে অর্ধেক দিয়াত {রক্তপন} প্রদানের নির্দেশ দিলেন। তিনি বলিলেনঃ আমি ঐ মুসলিম থেকে দায়মুক্ত যারা মুশরিকদের মধ্যে বসবাস করে। লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! রক্তপণের অর্ধেক রহিত হওয়ার কারণ কি? তিনি বলিলেনঃ দুই অঞ্চলের আগুনকে এক দৃষ্টিতে দেখা যাবে না।

সহিহ। অর্ধেক দিয়াত সম্পর্কিত বাক্যটি বাদে। ইরওয়া {১২০৭}।

 

এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

আমি তো তাওবা করতে চাই কিন্তু ?

Reviews

There are no reviews yet.

Be the first to review “আমি তো তাওবা করতে চাই কিন্তু ?”

Your email address will not be published. Required fields are marked *