Select Page

আরশের ছায়া

৳ 20.00

Description

আরশের ছায়া

আরশের ছায়া বই

সুনান আবু দাউদ ২৫৩৫
দামরাহ ইবন যুগ্‌ব আল-ইয়াদী {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা আবদুল্লাহ ইবন হাওয়ালা আল-আযদী {রাদি.} আমার মেহমান হলেন। তিনি আমাকে বলিলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} একটি পদাতিক বাহিনীকে গনীমাতের লাভের উদ্দেশ্যে যুদ্ধে প্রেরণ করিলেন। আমরা ফিরে এলাম, অথচ কোন গনীমাত পেলাম না। তিনি আমাদের চেহারায় ক্লান্তির ছাপ লক্ষ্য করিলেন। তিনি আমাদের মাঝে দাঁড়িয়ে বলিলেন, “হে আল্লাহ্‌! তাহাদের ক্লান্তি দূর করিতে তাহাদেরকে আমার দিকে সোপর্দ করো না। এবং তাহাদেরকে তাহাদের দিকেও সোপর্দ করো না, তাহলে লোকেরা তাহাদের উপর প্রভাব বিস্তারের সুযোগ পাবে”। {ইবন হাওয়ালা বলেন}, এরপর তিনি আমার মাথা বা মাথার তালুতে হাত রেখে বলিলেন, হে ইবন হাওয়ালা! যখন তুমি দেখবে যে, বাইতুল মাকদিসে {সিরিয়ার} ভূমিতে খিলাফাত প্রতিষ্ঠিত হয়েছে, তখন মনে করিবে অধিক ভূমিকম্প, বিপদ-আপদ, মহা দুর্ঘটনা ও পেরেশানী সন্নিকটে। কিয়ামত তখন মানুষের এতই নিকটবর্তী হইবে, যেমন আমার এ হাত তোমার মাথার যত নিকটে রয়েছে।

এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

যে ব্যক্তি নিজেকে {আল্লাহ্‌র রাহে} বিক্রি করে
সুনান আবু দাউদ ২৫৩৬
আবদুল্লাহ ইবন মাসউদ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ আমাদের মহান রব ঐ ব্যক্তির প্রতি সন্তুষ্ট হইবেন, যে আল্লাহ্‌র পথে জিহাদে লিপ্ত হয়েছে। তার সাথীরা পালিয়ে গেছে, কিন্তু সে জানতে পারলো তার উপর আল্লাহ্‌র হক রয়েছে। কাজেই সে পুনরায় {যুদ্ধের ময়দানে} ফিরে গেলো। অতঃপর তার রক্ত বয়ে দিয়ে শহীদ হলো। মহান আল্লাহ্‌ তাহাঁর ফেরেশতাহাদের বলেন, আমার বান্দার দিকে তাকিয়ে দেখ, সে আমার কাছে সওয়াবের আশা নিয়ে এবং আমার আযাবের ভয় করে {যুদ্ধের ময়দানে} ফিরে গিয়ে নিজের রক্ত প্রবাহিত করেছে।

এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস

কেউ যুদ্ধক্ষেত্রে ইসলাম গ্রহনের পর পরই সেখানে নিহত্ হলে
সুনান আবু দাউদ ২৫৩৭
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
আমর ইবন উক্বাইশের জাহিলী যুগের কিছু সুদ অনাদায়ী ছিল। সেগুলো আদায় না করে তিনি মুসলমান হওয়া অপছন্দ করিলেন। কাজেই তিনি উহুদ যুদ্ধের দিন এসে জিজ্ঞাসা করিলেন, আমার চাচাতো ভাইয়েরা কোথায়? লোকেরা বললো, তারা উহুদের যুদ্ধে গিয়েছে। তিনি পুনরায় জিজ্ঞেস করিলেন, অমুক কোথায়? লোকেরা বললো, তারা উহুদের যুদ্ধে গিয়েছে। তিনি তার যুদ্ধের সাজে সজ্জিত হয়ে নিজ ঘোড়ায় চড়ে উহুদে রওয়ানা হলেন। মুসলমানগন তাহাকে দেখিতে পেয়ে বলিলেন, হে আমর! আমাদের থেকে তুমি অন্য দিকে যাও। {আমাদের মধ্যে প্রবেশ করোনা। কেননা তুমি কাফের}। তিনি বলিলেন, আমিতো ঈমান এনেছি। তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আহত হলেন। আহত অবস্থায় তাহাকে তার পরিবার-পরিজনের কাছে নিয়ে যাওয়া হল। সাদ ইবন মুআয {রাদি.} তার বাড়িতে আসলেন। তিনি তার বোনকে বলিলেন, তুমি তাহাকে জিজ্ঞেস করো, তুমি কি তোমার গোত্রের প্রতিপত্তি রক্ষার জন্য অথবা তাহাদের {দুশমনদের} প্রতি আক্রোশের বশবর্তী হয়ে অথবা আল্লাহর গযব থেকে বাচার জন্য যুদ্ধ করেছো? তিনি {আমর} বলিলেন, আমি বরং আল্লাহ ও তার রাসূলের অভিশাপ থেকে বাচার জন্য জিহাদ করেছি। তিনি মারা গেলেন এবং জান্নাতে প্রবেশ করিলেন। অথচ তিনি আল্লাহর জন্য এক ওয়াক্ত নামাযও পড়ার সুযোগ পান নি।

এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস

আরশের ছায়া

Reviews

There are no reviews yet.

Be the first to review “আরশের ছায়া”

Your email address will not be published. Required fields are marked *