Description
আর-রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সুধা
আর-রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সুধা
সুনানে নাসায়ী ৩১৩১
আবু সাইদ খুদরী [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] বললেনঃ হে আবু সাইদ! যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম]-কে নাবী হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তার জন্য জান্নাত অবধারিত হইয়া যায়। বর্ণনাকারী বলেন, এতে আবু সাইদ [রাদি. আঃ] আশ্চর্যবোধ করিলেন। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! এ [কথা]টি আমাকে আবার বলুন। তিনি তা করিলেন। তারপর রসূলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] বলিলেন, অন্য একটি [আমল] আছে, তা দ্বারা জান্নাতে বান্দার মর্যাদা একশত গুণ বৃদ্ধি করা হয়, এর প্রতি দুটি মর্যাদা স্তরের দূরত্ব এমন- যেমন আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব। তিনি বললেনঃ তা কি, ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনানে নাসায়ী ৩১৩২
আবুদ দারদা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] বলেনঃ যে ব্যক্তি নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করে, [আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী] সে ব্যক্তিকে ক্ষমা করা মহান মহীয়ান আল্লাহর জন্য অবধারিত। সে হিজরত করুক অথবা তার নিজ আবাসে মৃত্যুবরণ করুক। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কি লোকদের এ সুসংবাদ পৌঁছিয়ে দেব না, যাতে তারা আনন্দিত হয়? তিনি বললেনঃ জান্নাতে একশত মর্যাদা-স্তর আছে, প্রতি দুটি স্তরের দূরত্ব যমীন ও আসমানের দূরত্বের সমান, আল্লাহ তাআলা তা আল্লাহর রাস্তায় মুজাহিদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। যদি মুমিনদের উপর কষ্টদায়ক না হতো, আর আমি তাহাদের আরোহণের জন্য সওয়ারী ব্যবস্থা করিতে অপারগ না হতাম, আর আমার সাহচর্য থেকে বঞ্চিত থাকার কারণে তাহাদের মনোকষ্ট না হতো, তবে আমি কোন যোদ্ধাদল হতেই পিছিয়ে থাকতাম না। আমার ইচ্ছা হয়- আমি [একবার] শহীদ হইয়া যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই।
এই হাদীসের তাহকীকঃহাসান হাদীস
যে মুসলমান হইয়াছে, হিজরত করেছে এবং জিহাদ করেছে- তার সওয়াব [ফযীলত]
সুনানে নাসায়ী ৩১৩৩
আমর ইবনু মালিক জানাবী [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
ফাযালা ইবনু উবায়দ [রাদি. আঃ]-কে বলিতে শুনেছেন, আমি রসূলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম]-কে বলিতে শুনেছিঃ আমি সে ব্যক্তির যামিন হলাম, যে আমার প্রতি ঈমান আনলো এবং ইসলাম গ্রহণ করলো এবং হিজরত করলো- এমন একটি ঘরের- যা জান্নাতের আঙিনায় [বহির্ভাগে] হইবে, আর একটি ঘরের- যা জান্নাতের মধ্যভাগে। আর আমি যামিন হলাম ঐ ব্যক্তির জন্য, যে আমার প্রতি ঈমান আনয়ন করেছে এবং ইসলাম গ্রহণ করেছে এবং জিহাদ করেছে আল্লাহর রাস্তায় এমন ঘরের- যা জান্নাতের বহির্ভাগে এবং একটি ঘরের- যা জান্নাতের মধ্যভাগে হইবে এবং একটি ঘরের- যা জান্নাতের কক্ষসমূহের উপরিভাগে হইবে। সে যেখানে কল্যাণের সন্ধান পায়, সেখান থেকে কল্যাণ সন্ধান করিবে এবং মন্দ থেকে রক্ষার জন্য যেখানে ইচ্ছা পলায়ন করিবে। সে যেখানে ইচ্ছা মৃত্যুবরণ করুক, [জান্নাত তার জন্য অবধারিত]।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
আর-রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সুধা
Reviews
There are no reviews yet.