Description
আল্লাহর পথে দাওআত এবং দাঈদের গুণাবলী
আল্লাহর পথে দাওআত এবং দাঈদের গুণাবলী বই
সুনানে আবু দাউদ ১৬৬৮
আসমা {রাদি.} হইতে বর্ণীত আছেঃতিনি বলেন, {হুদাইবিয়ার সন্ধির সময়} আমার মা-যিনি ইসলাম বিদ্বেষী ও কুরাইশদের ধর্মাবলম্বী ছিলেন, তিনি সদ্ব্যবহার পাবার আশায় আমার নিকট আসলেন। তখন আমি বলিলাম, হে আল্লাহর রসূল! আমার মা আমার কাছে এসেছেন, অথচ তিনি ইসলাম বিদ্বেষী মুশরিকা। আমি কি তার সাথে সদাচরণ করবো? তিনি বলিলেনঃ তুমি তোমার মায়ের সাথে অবশ্যই সদাচরণ করিবে। সহীহঃ সহিহ বুখারী ও সহিহ মুসলিম
যে বস্তু চাইলে বাধা দেয়া নিষেধ
সুনানে আবু দাউদ ১৬৬৯
বুহায়সাহ {রহমাতুল্লাহি আলাইহি} তার পিতা হইতে বর্ণীত আছেঃ
আমার পিতা নাবী {সাল্লাল্লাহু আঃ} -এর {শরীরে চুমু দেয়ার} অনুমতি চাইলেন। অতঃপর তিনি তাহাঁর জামার ভেতরে প্রবেশ করে চুমা দিতে লাগলেন এবং তাঁকে জড়িয়ে ধরে বলিলেন, হে আল্লাহর রসূল! কোন বস্তু চাইলে নিষেধ করা হালাল নয়? তিনি বলিলেনঃ পানি। তিনি আবার জিজ্ঞেস করিলেন, কোন বস্তু চাইলে নিষেধ করা হালাল নয়? তিনি বলিলেনঃ লবণ। তিনি পুনরায় জিজ্ঞেস করিলেন, কোন বস্তু চাইলে নিষেধ করা হালাল নয়? তিনি বলিলেনঃ তোমার কোন ভালো কাজ করাটাই তোমার জন্য কল্যাণকর।
সুনানে আবু দাউদ ১৬৬৯.
আহমাদ, বায়হাক্বী। সানাদে সাইয়ার এবং তার পিতা দুজনেই মাক্ববুল। এছাড়া বুহায়সাহ ও তার পিতা- এর দুজন অজ্ঞাত।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনানে আবু দাউদ ১৬৭০
আবদুর রহমান ইবন আবু বক্র {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আজ মিসকীনকে আহার করিয়েছে? আবু বকর {রাদি.} বলিলেন, আমি মাসজিদে ঢুকেই এক ভিক্ষুকের সাক্ষাত পেলাম। আমি আবদুর রহমানের হাতে এক টুকরা রুটি পেয়ে তার থেকে সেটা নিয়ে ভিক্ষুককে দান করলাম।দূর্বলঃ তবে ভিক্ষুকের ঘটনা বাদে সহিহ।
সুনানে আবু দাউদ ১৬৭০.
হাকিম, বায়হাক্বী, ত্বাবারানী। ঈমাম হাকিম বলেন, মুসলিমের শর্তে সহিহ। ঈমাম যাহাবী তার সাথে একমত পোষণ করেছেন। শায়খ আরবানী সিলসিলাতুল আহাদীসিয যঈফাহ গ্রন্থে বলেন, এটা তাঁদের উভয়ের পক্ষ থেকে আশ্চর্যকর ব্যাপার! কেননা ঈমাম যাহাবী নিজেই সনদের মুবারক ইবন ফাযালাহকে যুআফা ওয়াল মাতরূকীন গ্রন্থে উল্লেখ করেছেন। ঈমাম আহমাদ ও নাসায়ী তাহাকে দুর্বল বলিয়াছেন। তাছাড়া তিনি তাদলীস করিতেন এবং তিনি এ হাদিসটি আন আন শব্দে বর্ণনা করেছেন। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস আল্লাহর দোহাই দিয়ে কিছু চাওয়া অপছন্দনীয়।
আল্লাহর পথে দাওআত এবং দাঈদের গুণাবলী
Reviews
There are no reviews yet.