Description
আল-আদাবুল মুফরাদ
আল-আদাবুল মুফরাদ বইটি আমাদের নিকট থেকে কিনুন
সুনান আবু দাউদ ১৫৫৬
আবু হুরাইরাহ {রাদি.} সূত্র হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এর ইন্তিকালের পর আবু বকর {রাদি.} খলীফা হিসেবে নিযুক্ত হন। তখন আবনের কিছু গোত্র কুফরী করলো। উমার {রাদি.} আবু বকর {রাদি.} কে বলিলেন, আপনি এ লোকদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন? অথচ রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ “আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করিতে আদিষ্ট হয়েছি, যতক্ষণ না তারা বলে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলবে, তার জান-মাল আমার থেকে নিরাপদ। তবে আইনের বিষয়টি ভিন্ন এবং তার প্রকৃত বিচার মহান আল্লাহর উপর ন্যস্ত।” তখন আবু বকর {রাদি.} বলিলেন, আল্লাহ শপথ! যে ব্যক্তি সলাত ও যাকাত র মধ্যে পার্থক্য করিবে আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করবো। অর্থ সম্পদের প্রদেয় অংশ হলো যাকাত। আল্লাহর শপথ! যদি তারা আমাকে একটি রশি দিতেও অস্বীকৃতি জানায় যা তারা রসূল {সাল্লাল্লাহু আঃ}-কে দিতো, তবে আমি তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। উমার {রাদি.} বলিলেন, আল্লাহর শপথ ! আমি বুঝতে পারলাম যে মহান আল্লাহ আবু বকরের হৃদয়কে যুদ্ধের জন্য উম্মুখ করে দিয়েছেন। তিনি বলেন, আমি বুঝতে পারলাম যে, এটাই হাক্ব ও সঠিক।
সহীহঃ সহিহ বুখারী ও সহিহ মুসলিম। কিন্তু তার উক্তি শায। মাহফূয হচ্ছে {আরবি}।
ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, রাবাহ ইবন যায়িদ মামার হইতে, তিনি যুহরী হইতে উল্লেখিত সানাদে এ হাদিস বর্ণনা করেছেন। কেউ কেউ বলিয়াছেন উটের রশি। বর্ণনাকারী ইবন ওয়াহাব ইউনুস সূত্রে বলিয়াছেন, ছাগল ছানা। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, শুআইব ইবন আবু হামযাহ এবং মামার ও যুবাইদী যুহরী হইতে এ হাদিস বলিয়াছেন, যদি তারা একটি বকরীর বাচ্চা দিতেও অস্বীকার করে। আর আনবাসাহ ইউনুস হইতে যুহরী সূত্রে এ হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেনঃ বকরীর বাচ্চা।
সহীহঃ বুখারী,এবং তিনি বলিয়াছেন,এটি {আরবী} এর বর্ণনার চাইতে অধিক বিশুদ্ধ। এই হাদিসটির তাহকীকঃ অন্যান্য
সুনান আবু দাউদ ১৫৫৭
যুহরী {রহমাতুল্লাহি আলাইহি} সূত্র হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আবু বাকর {রাদি.} বলিয়াছেন, মালের হাক্ব হচ্ছে যাকাত এবং তিনি রশির কথা উল্লেখ করেছেন।
সহীহঃ কিন্তু হাদিসটি এ শব্দে শায।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
যে পরিমাণ সম্পদে যাকাত ওয়াজিব
সুনান আবু দাউদ ১৫৫৮
আমর ইবন ইয়াহইয়া আল-মাযিনী {রহমাতুল্লাহি আলাইহি} হইতে তার পিতার হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আবু সাঈদ আল-খুদরী {রাদি.}-কে বলিতে শুনিয়াছি, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেন, পাঁচটি উটের কমে যাকাত নেই, পাঁচ উকিয়ার কমে যাকাত নেই এবং পাঁচ ওয়াসাকের কমে যাকাত নেই।
সহীহঃ সহিহ বুখারী ও সহিহ মুসলিম।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
আল-আদাবুল মুফরাদ
Reviews
There are no reviews yet.