Description
আল-কুরআনের সূরাভিত্তিক শব্দার্থ
আল-কুরআনের সূরাভিত্তিক শব্দার্থ
সুনান নাসায়ী ২০৯৫
আব্দুল্লাহ ইবনু আব্বাস [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] অন্যান্য লোকদের তূলনায় অত্যধিক দানশীল ব্যাক্তি ছিলেন। রমযান মাসে যখন জিবরাঈল [আলাইহি ওয়াসাল্লাম] তাহাঁর সাথে সাক্ষাৎ করিতেন তখন তিনি অত্যধিক দানশীল হইয়া যেতেন। আর জিবরাঈল [আলাইহি ওয়াসাল্লাম] রমযানের প্রত্যেক রাত্রে তাহাঁর সাথে সাক্ষাৎ করিতেন এবং তাঁকে কুরআন শিক্ষা দিতেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস [রাদি. আঃ] বলেন, যখন জিবরাঈল [আলাইহি ওয়াসাল্লাম] রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম]-এর সঙ্গে সাক্ষাত করিতেন তখন তিনি প্রবাহমান বায়ু অপেক্ষাও অত্যধিক দানশীল হতেন।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনান নাসায়ী ২০৯৬
আয়িশা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] উল্লেখযোগ্য কোন অভিশাপ দিতেন না। আর যখন জিবরাঈল [আলাইহি ওয়াসাল্লাম]-এর অবতরণের সময় নিকটবর্তী হত যিনি তাঁকে কুরআন শিক্ষা দিতেন, তখন তিনি প্রবামান বায়ূ অপেক্ষাও অত্যধিক দানশীল হতেন।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনান নাসায়ী ২০৯৭
আবু হুরায়রা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ যখন রমযান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানদেরকে বেঁধে রাখা হয়।এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনান নাসায়ী ২০৯৮
আবু হুরায়রা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ যখন রমযান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানদেরকে বেঁধে রাখা হয়।এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনান নাসায়ী ২০৯৯
আবু হুরায়রা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ যখন রমযান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ খূলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমুহ বন্ধ করে দেয়া হয়। আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়।এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনান নাসায়ী ২১০০
আবু হুরায়রা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ যখন রমযান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমুহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমুহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়।এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনান নাসায়ী ২১০১
আবু হুরায়রা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ যখন রমযান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানকে শূংখলাবদ্ধ করে রাখা হয়।এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনান নাসায়ী ২১০২
আবু হুরায়রা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
নাবী [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রমযান মাস আসে করে তখন জান্নাতের দরজাসমুহ খূলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়।এই হাদীসের তাহকীকঃসহীহ লিগাইরিহি
আল-কুরআনের সূরাভিত্তিক শব্দার্থ
Reviews
There are no reviews yet.