Description
ইসলামের অর্থনীতি
ইসলামের অর্থনীতি
যাকাত পরিশোধ না করার পরিণতি।
ইবনে মাজাহ ১৭৮৪
আবদুল্লাহ্ বিন মাসঊদ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেন, যে ব্যক্তি তাহার মালের যাকাত আদায় করে না, তাহার মালকে কিয়ামাতের দিন বিষধর সাপে পরিণত করা হইবে, এমনকি তা তাহার গলায় পেঁচিয়ে দেয়া হইবে। এরপর রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর সমর্থনে আল্লাহ্র কিতাবের নিম্নোক্ত আয়াত আমাদের তিলাওয়াত করে শুনান [অনুবাদ]ঃ “আর আল্লাহ্ নিজ অনুগ্রহে যা তোমাদের দিয়েছেন, এতে যারা কৃপণতা করে, তাহাদের জন্য তা মঙ্গলজনক একথা যেন তাহারা মনে না করে…” [৩ঃ ১৮০]। [১৭৮৪] [১৭৮৪] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। বায়হাকী ৭/৫। সহীহ তাহারগীব ১/৭৫৪। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
ইবনে মাজাহ ১৭৮৫
আবু যাহার [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ কোন উট, ছাগল ও গরুর মালিক যদি এর যাকাত আদায় না করে, তবে এগুলো কিয়ামাতের দিন বিরাটকায় ও মোটাতাজা হয়ে উপস্থিত হইবে এবং মালিককে এদের শিং ও ক্ষুর দিয়ে আঘাত করিতে থাকিবে। শেষটির পালা শেষ হলে আবার প্রথমটি থেকে শুরু হইবে এবং এভাবেই চলতে থাকিবে, যে পর্যন্ত না বিচারকার্য শেষ হয়। [১৭৮৫][১৭৮৫] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ১৪৬০,মুসলিম ৯৯০, তিরমিজি ৬১৭, নাসাঈ ২৪৪০, ২৪৫৬, আহমাদ ২০৮৪৪, ২০৮৯০, ২০৯৮০, তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
ইবনে মাজাহ ১৭৯০
আলী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ আমি ঘোড়া ও গোলামের যাকাত থেকে তোমাদের নিষ্কৃত দিলাম। তবে তোমরা প্রতি চল্লিশ দিরহামে এক দিরহাম [যাকাত] দিবে। [১৭৯০] [১৭৯০] তিরমিজি ৬২০, নাসাঈ ২৪৭৭, ২৪৭৮, আবু দাউদ ১৫৭৪, আহমাদ ৭১৩, ৯১৫, ৯৮৭, ১১০০, ১২৩৭, ১২৪৭, ১২৮০, দারেমী ১৬২৯, সহীহ আবু দাউদ ১৪০৪, ১৪০৬। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবি হারিস বিন [আবদুল্লাহ] সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আহমাদ বিন সালিহ আল-মিসরী বলেন, তিনি সিকাহ। ঈমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। আলী ইবনল মাদানী তাহাকে মিথ্যুক বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তাহার হাদিস গ্রহনযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ। [তাহজিবুল কামালঃ রাবী নং ১০২৪, ৫/২৩৯ নং পৃষ্ঠা] উক্ত হাদিসটি সহীহ কিন্তু হারিস বিন [আবদুল্লাহ] এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৩৭০ টি শাহিদ হাদিস রয়েছে। তন্মধ্যে ১ টি জাল, ১৩ টি অধিক দুর্বল, ২০৩ টি দুর্বল, ১২২ টি হাসান, ২৫ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ১৪৬৩, ১৪৬৪, মুসলিম ৯৮৩, ৯৮৪, তিরমিজি ৬২০, ৬২৮, আবু দাউদ ১৫৭৪, ১৫৯৪, ১৫৯৫, দারেমী ১৬৩২, আহমাদ ৭১৩, ৯১৫, ৯৮৭, ১১০০, ১২৩৭, ১২৪৭, ১২৭০, ১২৭২, ৭২৫৩, ৭৩৪৯, ৭৪০৫, ৭৬৯৯, ৯০২৮, ৯০৫৯, ৯১৫৯, ৯২৯৫, দারাকুতনী ১৯০৭, ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭ ইত্যাদি।এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
ইবনে মাজাহ ১৭৯১
ইবন উমার [রাজি.] ও আয়িশাহ্ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] প্রতি বিশ দিনার বা তাহার চেয়ে কিছু বেশি হলে অর্ধ দিনার এবং চল্লিশ দিনারে এক দিনার [যাকাত] গ্রহণ করিতেন। [১৭৯১][১৭৯১] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। ইরওয়াহ ৮১৩। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবি ইবরাহীম বিন ইসমাঈল সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন,তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ঈমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় অধিক সন্দেহ করেন। ঈমাম নাসাঈ তাহাকে দুর্বল বলেছেন। ইবন আদী বলেন, তাহার থেকে হাদিস গ্রহন করা যায় তবে তিনি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সিকাহ নন বরং হাদিস বর্ণনায় অধিক সন্দেহ করেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ। [তাহজিবুল কামালঃ রাবী নং ১৪৮, ২/৪৫ নং পৃষ্ঠা] উক্ত হাদিসটি সহীহ কিন্তু ইবরাহীম বিন ইসমাঈল এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ১২ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ১ টি দুর্বল, ৬ টি হাসান, ৫ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ দারাকুতনী ১৮৭৯, ১৮৯২ ইত্যাদি।এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
ইসলামের অর্থনীতি
Reviews
There are no reviews yet.