Select Page

ইসলামে সুন্নাহর মর্যাদা

৳ 15.00

Description

ইসলামে সুন্নাহর মর্যাদা

ইসলামে সুন্নাহর মর্যাদা

স্ত্রী স্বামীর নিকট এলে স্বামী যে দুয়া পড়বে।
ইবনে মাজাহ ১৯১৮
আবদুল্লাহ্ বিন আম্র [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] বলেন, যখন তোমাদের কেউ স্ত্রী, খাদেম অথবা আরোহণের পশু লাভ করে তখন সে যেন তাহার কপালে হাত রেখে বলেঃ “হে আল্লাহ্! আমি তোমার নিকট এর মধ্যে নিহিত কল্যাণ প্রার্থনা করি এবং যে কল্যাণ এর মধ্যে গচ্ছিত রাখা হইয়াছে। আমি তোমার নিকট এর অনিষ্ট হইতে এবং যে অনিষ্টসহ একে সৃষ্টি করা হইয়াছে তা হইতে আশ্রয় চাই”। [১৯১৮] [১৯১৮] আবু দাউদ ২১৬০, আদাবুয যিফাফ ২০, তাখরীজ কালিমুত তাইয়্যিব ২০৭, তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাসান।
এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস

ইবনে মাজাহ ১৯১৯
ইবন আব্বাস [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ তোমাদের কেউ যখন স্ত্রীর কাছে আসে, তখন সে যেন বলেঃ [আরবি] [আল্লাহুম্মা জান্নিবনীশ শায়তান, ওয়া জান্নিবিশ শায়তানা মা রযাকতানী] “হে আল্লাহ্ ! আমাকে শয়তান থেকে দূরে রাখো এবং যে সন্তান আমাদের দান করিবে তাহাকেও শয়তান থেকে দূরে রাখো”। অতঃপর স্বামী-স্ত্রীর সেই মিলনে যদি কোন সন্তান হয়, তবে আল্লাহ্ তাহার উপর শয়তানকে কোন প্রভাব বিস্তার করিতে দিবেন না অথবা তাহার কোন ক্ষতি করিতে পারবে না। [১৯১৯] [১৯১৯] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ১৪১, ৩২৭১, ৩২৮৩, ৫১৬৫, ৬৩৮৮, ৭৩৯৬, মুসলিম ১৪৩৪, তিরমিজি ১০৯২, আবু দাউদ ২১৬১, আহমাদ ১৮৭০, ১৯১১, ২১৭৯, ২৫৫১, ২৫৯২, দারেমী ২২১২, ইরওয়াহ ২০১২, সহীহ আবু দাউদ ১৮৭৭, তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহবাসের সময় পর্দা করা।
ইবনে মাজাহ ১৯২০
মুআবিয়াহ আল-কুশায়রী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল ! আমাদের লজ্জাস্থানের কতখানি ঢেকে রাখবো, আর কতখানি খুলে রাখবো? তিনি বলেনঃ তোমার লজ্জাস্থান আপন স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্যদের থেকে হেফাজত করিবে। আমি বললাম, হে আল্লাহ্র রসূল! আপনার অভিমত কী যে, লোকেরা যদি একত্রে বসবাস করে? তিনি বলেনঃ যদি তুমি কাউকে না দেখিয়ে পারো, তবে অবশ্যই তা দেখাবে না। আমি বললাম, হে আল্লাহ্র রসূল! আমাদের কেউ যদি নির্জনে থাকে? তিনি বলেনঃ আল্লাহ্ অধিক অগ্রগণ্য যে, মানুষের চেয়ে তাহাঁর প্রতি বেশি লজ্জাশীল হইতে হইবে। [১৯২০] [১৯২০] তিরমিজি ২৭৬৯, ২৭৯৪, আবু দাউদ ৪০১৭, মিশকাত ৩১১৭। আদাবুয যিফাফ ৩৬ নং পৃষ্ঠা। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাসান।
এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস

ইবনে মাজাহ ১৯২১
উতবাহ বিন আবদ আস-সুলামী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ তোমাদের কেউ তাহার স্ত্রীর নিকট এসে যেন [নির্জনে মিলনে] পর্দা [গোপনীয়তা] রক্ষা করে এবং গর্দভের ন্যায় বিবস্ত্র না হয়। [১৯২১] [১৯২১] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। বায়হাকী ৭/১৬৬। ইরওয়া ২০০৯, আদবুয যিফাফ ৩৩-৩৪। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ জইফ। উক্ত হাদিসের রাবি আহওয়াস বিন হাকিম সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন শুআয়ব আন-নাসাঈ বলেন, তিনি দুর্বল। ইবরাহীম বিন ইয়াকুব আল-জাওযুজানী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি হিফযে দুর্বল। মুহাম্মাদ বিন আওফ আল-হিমসী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াহইয়া বিন সাঈদ আল-কাত্তান বলেন, তাহার ব্যাপারে সমালোচনা রয়েছে। [তাহজিবুল কামালঃ রাবী নং ২৮৭, ২/২৮৯ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
ইসলামে সুন্নাহর মর্যাদা

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইসলামে সুন্নাহর মর্যাদা”

Your email address will not be published. Required fields are marked *