Description
ইসলাম ও পীরতন্ত্র – বই টি আমাদের নিকট থেকে কিনুন
নাসাই – ৩৪০৯ঃ আয়েশা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
তিনি বলেন, রিফাআ [রাদি. আঃ] কুরাযীর স্ত্রী নাবী-এর নিকট আসলেন, তখন আবু বকর [রাদি. আঃ] তাহাঁর নিকট ছিলেন। সে বলিলেন ঃ ইয়া রসূলুল্লাহ [সাঃ]! আমি রিফাআ কুরাযীর বিবাহাধীনে ছিলাম, সে আমাকে আল্বাত্তা [অর্থাৎ তিন] তালাক দেয়। এরপর আমি আবদূর রহমান ইবনু যাবীর [রাদি. আঃ]-কে বিবাহ করি।আল্লাহর কসম ! ইয়া রসূলুল্লাহ [সাঃ]! এই কাপড়ের প্রান্ত ভাগের ন্যায় ব্যতীত তার নিকট কিছু [পুরুষত্ব] নেই। এই বলে সে তার চাদরের এক প্রান্ত তুলে ধরে। তখন খালিদ ইবনু সাঈদ [রাদি. আঃ] ছিল দরজায়। নাবী [সাঃ] তাকে অনুমতি দেন নি। তিনি [বাইরে থেকে] বলিলেন ঃ হে আবু বকর ! আপনি কি শুনছেন না, এই মহিলা রসূলুল্লাহ [সাঃ]- এর সামনে জোরে জোরে কী [বাজে কথা] বলছে? তিনি বলিলেন ঃ তুমি কি আবার রিফাআর নিকট প্রত্যাবর্তন করিতে চাও? তা হতে পারে না, যতক্ষণ না তুমি তার মধু পান কর আর সে তোমার মধু পান করে।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
ইসলাম ও পীরতন্ত্র – বই টি আমাদের নিকট থেকে কিনুন
নাসাই – ৩৪১০ঃ হাম্মাদ ইবনু যায়দ [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
তিনি বলেন ঃ আমি আইউব [রাদি. আঃ]-কে বললাম, আপনি কি হাসান ব্যতীত কাউকেও [আরবি] [অর্থাৎ “তোমার ব্যাপার তোমার হাতে”] বলা দ্বারা তিন তালাক হইবে বলে বলিতে শুনেছেন ? তিনি বলিলেন ঃ না। এরপর তিনি বলিলেন, আল্লাহ ক্ষমা করুন। তবে [মনে পড়ছে] কাতাদা [আবু সালমা [র. আলাইহি]] আবু হূরায়রা [রাদি. আঃ] রসূলুল্লাহ [সাঃ] থেকে বর্ণনা করেন যে, [এরূপ বললে]- তিন তালাক হইয়া যাবে। এরপর আমি কাসীর [র. আলাইহি]-এর সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞাসা করলাম; তিনি তা [হাদীসটি] চিনতে পারলেন না [অস্বীকার করিলেন]। এরপর আমি কাতাদা [র. আলাইহি]-এর নিকট ফিরে আসলাম এবং তাঁকে এ সংবাদ দিলাম। তিনি বলিলেন ঃ সে ভুলে গেছে। আবু আবদুর রহমান বলেন ঃ এটা মুন্কার হাদীস।
এই হাদীসের তাহকীকঃজইফ হাদীস
নাসাই – ৩৪১১
আয়েশা [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
তিনি বলেন ঃ রিফাআ [রাদি. আঃ]-এর স্ত্রী রসূলুল্লাহ [সাঃ]- এর খিদমতে এসে বললো, আমার স্বামী আমাকে তালাক দেয় এবং আমাকে চূড়ান্ত [তিন] তালাক দেয়। এরপর আমি আবদুর রহমান ইবনু যাবীর [রাদি. আঃ]-কে বিবাহ করি। কিন্তু তাহাঁর নিকট কাপড়ের আঁচলের মত ব্যতীত কিছু [শক্তি] নেই। রসূলুল্লাহ [সাঃ] হেসে বলিলেন ঃ মনে হয় তুমি রিফাআ [রাদি. আঃ]-এর নিকট ফিরে যেতে চাও। না, [তা হয় না ;] যতক্ষণ না সে তোমার মধুর স্বাদ গ্রহন করে আর তুমি তাহাঁর মধুর স্বাদ গ্রহন কর।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
Reviews
There are no reviews yet.