Description
ঈমান নবায়ন
ঈমান নবায়ন
জয়িফ মিস্কাতুল মাসাবিহ ১
আবুযার {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
রাসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলেছেন, সর্বোত্তম কাজ হল আল্লাহর জন্য ভালবাসা এবং আল্লাহর জন্য শক্রতা করা।”
তাহক্বীক্ব : হাদীছটির সনদ জইফ। ইয়াযীদ ইবনি আবী যিয়াদ নামের ব্যক্তি জইফ। এছাড়া আরেকজন রাবী আছে, তার নাম উল্লেখ করা হয়নি, সে অপরিচিত।এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস
জয়িফ মিস্কাতুল মাসাবিহ ২
মুআয ইবনি জাবাল {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
রসূল {সাল্লাল্লাহু আঃ} আমাকে বলেছেন, জান্নাতের চাবি হল, লা ইলা-হা ইল্লাল্লাহু বলে সাক্ষ্য প্ৰদান করা।
তাহক্বীক্ব : জইফ। উক্ত হাদীছের সনদে শাহর ইবনি হাওশাব আছে। সে মুআয {রাজি.} থেকে হাদীছ শ্রবণ করেনি। এছাড়াও ইসমাঈল ইবনি আইয়াশ নামের রাবীও জইফ।
এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস
কাবীরা গোনাহ ও মুনাফিকীর নিদর্শন
জয়িফ মিস্কাতুল মাসাবিহ ৫
ছাফওয়ান ইবনি আসসাল {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
একদিন এক ইহুদী তার সাথীকে বলিল, এই নাবীর কাছে আমাকে নিয়ে চল। তার সাথী বলিল, তাকে নাবী বল না। কারণ তোমার মুখে এই কথা শুনলে সে গর্বে আটখানা হয়ে যাবে। অতঃপর তারা উভয়ে রসূল {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট আসল এবং তাঁকে মূসা {আঃ}-এর নয়টি মুজিযা সম্পর্কে প্রশ্ন করিল। তিনি উত্তরে বলিলেন, {১} আল্লাহর সাথে কাউকে শরীক করিবে না। {২} চুরি করিবে না {৩} ব্যভিচার করিবে না {৪} অন্যায়ভাবে কাউকে হত্যা করিবে না- যা আল্লাহ হারাম করিয়াছেন {৫} কোন নিরপরাধ ব্যক্তিকে কোন ক্ষমতাবান হাকিমের কাছে নিয়ে যাবে না- যাতে তিনি তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন {৬} জাদু করিবে না {৭} সূদ খাবে না {৮} কোন সতী-সাধ্বী নারীকে ব্যভিচারের অপবাদ দিবে না {৯} জিহাদকালে পলায়ন করিবে না এবং বিশেষ করে তোমরা ইহুদীদের শনিবারের নিয়ম পালন করিবে না। ছাফওয়ান বলেন, তারা উভয়ে রসূল {সাল্লাল্লাহু আঃ}-এর পায়ে চুম্বন করিল এবং বলিল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্য নাবী। রসূল {সাল্লাল্লাহু আঃ} বলিলেন, তাহলে আমার অনুসরণে তোমাদের অন্তরায় কোথায়? তারা বলিল, দাউদ {আঃ} আল্লাহর নিকট দুআ করেছিলেন যে, নাবী যেন বরাবর তাহাঁর বংশের মধ্যেই হন। সুতরাং আমাদের আশংকা হয় আমরা আপনার অনুসরণ করলে ইহুদীরা আমাদেরকে হত্যা করিবে।”
তাহক্বীক্ব : জইফ। উক্ত হাদীছের সনদে আব্দুল্লাহ ইবনি সালামা নামে দুর্বল রাবী আছে। ঈমাম বোখারী, ইবনি কাছীর তাকে জইফ বলেছেন।এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস
জয়িফ মিস্কাতুল মাসাবিহ ৬
আনাস {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
রসূল {সাল্লাল্লাহু আঃ} বলেছেন, তিনটি বিষয় ঈমানের বুনিয়াদের অন্তর্ভুক্ত। {১} যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়বে, তার প্রতি আক্রমণ করা হইতে বিরত থাকিবে; কোন গুনাহর দরুন তাকে কাফের মনে করিবে না এবং কোন আমলের দরুন তাকে ইসলাম হইতে খারিজ করে দিবে না। {২} জিহাদ- যেদিন হইতে আল্লাহ আমাকে জিহাদের হুকুম দিয়েছেন সেদিন হইতে এই উম্মতের শেষ যামানার লোকেরা দাজালের সাথে জিহাদ করিতে থাকিবে, কোন অত্যাচারী শাসকের অত্যাচার বা কোন সুবিচারকের সুবিচার জিহাদকে বাতিল করিতে পারবে না এবং {৩} তাকদীরে বিশ্বাস করা।
তাহক্বীক্ব : জইফ। ইয়াযীদ ইবনি আবী নুশবাহ নামে একজন জইফ রাবী আছে।এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস
ঈমান নবায়ন
Reviews
There are no reviews yet.