Description
উট-গরুতে শরীকানায় কুরবানী দেয়া প্রসঙ্গ
উট-গরুতে শরীকানায় কুরবানী দেয়া প্রসঙ্গ বই
গরু কুরবানী প্রসঙ্গে
সুনানে আবু দাউদ ১৭৫০
আয়িশাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বিদায় হাজ্জে তাহাঁর পরিবারের পক্ষ থেকে একটি গাভী কুরবানী করেছেন। (১৭৫০) এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ১৭৫১
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তার স্বীয় স্ত্রীদের পক্ষ হইতে একটি গরু করবানী করেন, যারা উমরাহ করেছেন। (১৭৫১) এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
ইশআর বা উটের কুঁজের পার্শ্বদেশ চিড়ে ফেলা
সুনানে আবু দাউদ ১৭৫৩
শুবাহ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
উক্ত হাদিসটি আবুল ওয়ালীদের বর্ণিত হাদিসের অর্থানুযায়ী বর্ণিত হয়েছে। তিনি বলিয়াছেন, অতঃপর তিনি {সাল্লাল্লাহু আঃ} নিজ হাতে রক্ত প্রবাহিত করিলেন। আবু দাউদ বলেন, হাম্মাম বর্ণনা করেছেন, নিজের আঙ্গুল দ্বারা রক্ত প্রবাহিত করেছেন। আবু দাউদ বলেন, হাদিসটি কেবল বাসরাহর বর্ণনাকারীরা বর্ণনা করেছে।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ১৭৫৪
আল-মিসওয়ার ইবন মাখরামাহ ইবনল হাকাম {রাদি.} ও মারওয়ান হইতে বর্ণীত আছেঃ
তারা উভয়ে বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} হুদায়বিয়ার বছর রওয়ানা হয়ে যখন যুল-হুলাইফায় পৌঁছেন তখন কুরবানীর পশুর গলায় মালা বেঁধে তাহাকে ইশআর করে ইহরাম বাঁধলেন। (১৭৫৪) এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
কুরবানীর পশু পরিবর্তন
সুনানে আবু দাউদ ১৭৫৬
আবদুল্লাহ ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, উমার ইবনল খাত্তাব {রাদি.} একটি বুখতী উট কুরবানীর জন্য নির্দিষ্ট করিলেন। অতঃপর তিনশো দীনারে তা কেনার প্রস্তাব এলে তিনি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর নিকট এসে বলিলেন, হে আল্লাহর রাসূল! আমি একটি বুখতী উট কুরবানীর জন্য নির্দিষ্ট করেছি। এখন আমাকে এর বিনিময়ে তিনশ দীনার প্রদানের প্রস্তাব দেয়া হয়েছে। আমি কি তা বিক্রি করে সেই মূল্যে অন্য কোনো উট কিনতে পারি? তিনি বলিলেনঃ না, বরং সেটাই যাবাহ করো। আবু দাউদ বলেন, কেননা তিনি ওটাকে ইশআর করেছিলেন। (১৭৫৬) (১৭৫৬) আহমাদ, বায়হাক্বী, ইবন খুযাইমাহ। সনদের খালিদ ইবন আবু ইয়াযীদ সম্পর্কে হাফিয আত-তাক্বরীর গ্রন্থে বলেন ঃ মাক্ববূল। আর আত-তাহযীব গ্রন্থে রয়েছেঃ ঈমাম বুখারী বলে, সালিম থেকেতার শ্রবণের বিষয়টি জানা যায়নি। ঈমাম যাহাবী বলেন ঃ তার মধ্যে জাহালাত রয়েছে।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
উট-গরুতে শরীকানায় কুরবানী দেয়া প্রসঙ্গ
Reviews
There are no reviews yet.