Description
উলামার মতানৈক্য
উলামার মতানৈক্য
জয়িফ মিস্কাতুল মাসাবিহ ৩২
ইবনি আব্বাস {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
রসূল {সাল্লাল্লাহু আঃ} বলেছেন, শরীআতের বিষয় তিন প্রকার : {১} যার হেদায়াত সম্পূর্ণ পরিষ্কার, সুতরাং তার অনুসরণ করিবে {২} যার গোমরাহী সম্পূর্ণ পরিষ্কার, সুতরাং তা পরিহার করিবে এবং {৩} যাতে মতানৈক্য রহিয়াছে তাকে আল্লাহর উপর সোপর্দ করিবে।
তাহক্বীক্ব : জইফ। সংকলক মুসানাদে আহমাদের উদ্ধৃতি পেশ করিয়াছেন। কিন্তু সেখানে পাওয়া যায়নি।মিশকাত হাদীস নং/১৮৩; বঙ্গানুবাদ মিশকাত হাদীস নং/১৭৪, ১/১৩১ পৃঃ।
এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস
জয়িফ মিস্কাতুল মাসাবিহ ৩৩
মুআয ইবনি জাবাল {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
রসূল {সাল্লাল্লাহু আঃ} বলেছেন, শয়তান মানুষের নেকড়ে বাঘ- ছাগলের নেকড়ের ন্যায়। সে ছাগলের মধ্যে যেটি দলছুট অথবা যেটি অলসতাবশত কিনারায় চলে যায়, সেটাকেই নিয়ে যায়। সুতরাং সাবধান! তোমরা কখনও গিরি পথে যাবে না; জামাআতের সাথে থাকিবে।
তাহক্বীক্ব : জইফ।যঈফুল জামে হাদীস নং/১৪৭৭; তাহক্বীক্ব মিশকাত হাদীস নং/১৮৪-এর টীকা দ্রঃ।
এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস
জয়িফ মিস্কাতুল মাসাবিহ ৩৪
গুযাইফ ইবনিল হারেছ ছুমালী {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
রসূল {সাল্লাল্লাহু আঃ} বলেছেন, যখনই কোন সম্প্রদায় একটি বিদআত সৃষ্টি করেছে, তখনই একটি সুন্নাত উঠিয়ে নেওয়া হয়েছে। সুতরাং একটি সুন্নাতকে আঁকড়ে ধরা একটি বিদআত তৈরি করা হইতে উত্তম।
তাহক্বীক্ব : জইফ। এর সনদে বাক্বিয়াহ ইবনিল ওয়ালীদ ও আবুবাকর ইবনি আব্দুল্লাহ নামের দুইজন জইফ রাবী আছে।সিলসিলা জয়িফা হাদীস নং/৬৭০৭; যঈফুল জামে হাদীস নং/৪৯৮৩; জইফ আত-তারগীব ওয়াত তারহীব হাদীস নং/৩৭; তাহক্বীক্ব মিশকাত হাদীস নং/১৮৭-এর টীকা দ্রঃ।
এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস
জয়িফ মিস্কাতুল মাসাবিহ ৩৫
ইবরাহীম ইবনি মায়সারা {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
রসূল {সাল্লাল্লাহু আঃ} বলেছেন, যে ব্যক্তি কোন বিদআতীকে সম্মান করিল, সে নিশ্চয় ইসলাম ধ্বংসে সাহায্য করিল।
তাহক্বীক্ক : জইফ। এর সনদে হাসান ইবনি ইয়াহইয়া নামে পরিত্যক্ত রাবী আছে। ইবনি হিব্বান এটাকে বাতিল হাদীছ বলেছেন। {সিলসিলা জয়িফা হাদীস নং/১৮৬২; দ্রঃ তাহক্বীক্ব মিশকাত হাদীস নং/১৮৯-এর টীকা ১/৬৬ পৃঃ।} উল্লেখ্য যে, কোন বিদআতীকে আশ্ৰয় দেওয়া যাবে না মর্মে ছহীহ হাদীছ বর্ণীত হয়েছে।বায়হাক্বী, শুআবুল ঈমান হাদীস নং/৯৪৬৪; মিশকাত হাদীস নং/১৮৯; বঙ্গানুবাদ মিশকাত হাদীস নং/১৮০, ১/১৩৩ পৃঃ।
এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস
উলামার মতানৈক্য
Reviews
There are no reviews yet.