Description
এসো সোনালী দিনের গল্প শুনি
এসো সোনালী দিনের গল্প শুনি
জয়িফ মিস্কাতুল মাসাবিহ ৩
ওছমান {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী করীম {সাল্লাল্লাহু আঃ} যখন মারা গেলেন তখন তাহাঁর ছাহাবীদের অনেকে চিন্তিত হয়ে পড়লেন। এমনকি তাহাদের কারো মনে দ্বিধাও সৃষ্টি হল। ওছমান {রাজি.} বলেন, আমিও তাহাদের অন্যতম। এমন সময় ওমর {রাজি.} আমার নিকট দিয়ে গেলেন এবং আমাকে সালাম দিলেন। কিন্তু আমি বুঝতে পারলাম না। ওমর {রাজি.} আবুবকর {রাজি.}-এর নিকট গিয়ে অভিযোগ করিলেন। অতঃপর উভয়ে আমার নিকট আসলেন এবং আমাকে সালাম করিলেন। অতঃপর আবুবকর আমাকে জিজ্ঞেস করিলেন, ওছমান আপনার কী হয়েছে? আপনি কেন আপনার ভাই ওমরের সালামের জবাব দেননি? আমি বললাম, আমি তো এরূপ করিনি। ওমর {রাজি.} বলিলেন, আল্লাহর কসম! আপনি এরূপ করিয়াছেন। ওছমান {রাজি.} বলিলেন, আল্লাহর কসম! আমি বুঝতে পারিনি যে আপনি এই দিক দিয়ে গেছেন বা আমাকে সালাম দিয়েছেন। এরপর আবুবকর {রাজি.} বলিলেন, ওছমান ঠিকই বলেছেন। অতঃপর আবুবকর {রাজি.} বলিলেন, নিশ্চয় আপনাকে কোন দুশ্চিন্তা এ থেকে বিরত রেখেছিল। আমি বললাম, জি। তিনি আবার জিজ্ঞেস করিলেন, সেটা কী? আমি বললাম, আল্লাহ তাআলা তার নাবীকে তুলে নিলেন। অথচ আমরা তাকে এই বিষয়টি থেকে বাঁচার উপায় জানতে পারলাম না। আবুবকর {রাজি.} বলিলেন, দুশ্চিন্তার কারণ নেই। আমি তাঁকে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। একথা শুনে আমি তার দিকে অগ্রসর হলাম এবং বললাম, আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক! আপনিই এর জন্য উপযুক্ত ব্যক্তি। আবুবকর {রাজি.} বলেন, আমি একদা রসূল {সাল্লাল্লাহু আঃ}-কে জিজ্ঞেস করলাম এ থেকে বাঁচার উপায় কী? তিনি বলিলেন, যে ব্যক্তি ঐ কালেমা গ্রহণ করিল। যা আমি আমার চাচার কাছে পেশ করেছিলাম; আর তিনি তা প্ৰত্যাখ্যান করেছিলেন। ঐটাই নাজাতের পথ।
তাহক্বীক্ব : জইফ। এই হাদীস খানার তাহকিকঃ দুর্বল হাদীস
জয়িফ মিস্কাতুল মাসাবিহ ৪
মুআয বিন জাবাল {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি একদা নাবী করীম {সাল্লাল্লাহু আঃ}-কে জিজ্ঞেস করেন, কোন ঈমান সর্বোত্তম? উত্তরে তিনি বলিলেন, কাউকে মিত্র ভাবলে আল্লাহর জন্যই ভাববে। আর কাউকে শক্ৰ ভাবলে আল্লাহর সন্তষ্টির জন্যই ভাববে। আর নিজের জিহবাকে আল্লাহর যিকিরে ব্যস্ত রাখবে। মুআয বলিলেন, হে আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ}! সেটা কী। তিনি বলিলেন, অন্যের জন্য তাই পছন্দ করিবে যা তোমার জন্য পছন্দ কর। এভাবে নিজের জন্য যা অছসন্দ করিবে অন্যের জন্যও তা অছসন্দ করিবে।
তাহক্বীক্ব : জইফ। এর সনদে যুবান ইবনি ফায়েদ ও ইবনি লাহিয়া নামে দুইজন দুর্বল রাবী আছে।
এসো সোনালী দিনের গল্প শুনি
Reviews
There are no reviews yet.