Description
কবরের বর্ণনা
কবরের বর্ণনা
লু লু ওয়াল মারজান ৩৪৫
উরওয়াহ ইবনি যুবাইর {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ} সলাতে এ বলে দুআ করিতেনঃ
“কবরের আযাব হইতে, মাসীহে দাজ্জালের ফিত্নাহ হইতে এবং জীবন ও মৃত্যুর ফিত্নাহ হইতে ইয়া আল্লাহ্! আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। ইয়া আল্লাহ্! গুনাহ্ ও ঋণগ্রস্ততা হইতে আপনার নিকট আশ্রয় চাই।” তখন এক ব্যক্তি তাঁকে বলিল, আপনি কতই না ঋণগ্রস্ততা হইতে আশ্রয় প্রার্থনা করেন। তিনি {আল্লাহর রসূল{সাল্লাল্লাহু আঃ}} বললেনঃ যখন কোন ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন কথা বলার সময় মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা ভঙ্গ করে। {বোখারী হাদিস পর্ব ১০ : /১৪৯ হাঃ ৮৩২, মুসলিম হাদিস পর্ব ৫ :/২৫, হাঃ ৫৮৯} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
ক্ববরের উপর {জানাযার} নামাজ আদায়।
লু লু ওয়াল মারজান ৫৫৯
সুলাইমান আশ-শাইবানী হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি শাবী {রাজি.}-কে বলিতে শুনিয়াছি, তিনি বলেন, এমন এক ব্যক্তি আমাকে খবর দিয়েছেন, যিনি নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর সঙ্গে একটি পৃথক কবরের নিকট গেলেন। নাবী {সাল্লাল্লাহু আঃ} সেখানে লোকদের ঈমামত করেন। লোকজন কাতারবন্দী হয়ে তাহাঁর পিছনে দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, হে আবু আমর! কে আপনাকে এ হাদীস বর্ণনা করিয়াছেন? তিনি বলিলেন, ইবনি আব্বাস {রাযি আল্লাহু তাআলা আনহু}। {বোখারী হাদিস পর্ব ১০ : /১৬১ হাঃ ৮৫৭, মুসলিম ১১/২৩, হাঃ ৯৫৪} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মারজান ৮৬১
আবু হুরাইরা {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আল্লাহ তাআলা যখন তাহাঁর রসূল {সাল্লাল্লাহু আঃ}-কে মাক্কাহ বিজয় দান করিলেন, তখন তিনি {সাল্লাল্লাহু আঃ} লোকদের মাঝে দাঁড়িয়ে আল্লাহর হাম্দ ও সানা {প্রশংসা} বর্ণনা করিলেন। এরপর বলিলেন, আল্লাহ তাআলা মাক্কায় {আবরাহার} হস্তি বাহিনীকে প্রবেশ করিতে দেননি এবং তিনি তাহাঁর রসূল ও মুমিন বান্দাদেরকে মাক্কাহ্র উপর আধিপত্য দান করিয়াছেন। আমার আগে অন্য কারোর জন্য মাক্কায় যুদ্ধ করা বৈধ ছিল না, তবে আমার পক্ষে দিনের সামান্য সময়ের জন্য বৈধ করা হয়েছিল, আর তা আমার পরেও কারোর জন্য বৈধ হইবে না। কাজেই এখানকার শিকার তাড়ানো যাবে না, এখানকার গাছ কাটা ও উপড়ানো যাবে না, ঘোষণাকারী ব্যক্তি ব্যতীত এখানকার পড়ে থাকা জিনিস তুলে নেয়া যাবে না। যার কোন লোক এখানে নিহত হয় তবে দুটির মধ্যে তার কাছে যা ভাল বলে বিবেচিত হয়, তা গ্রহণ করিবে। ফিদ্ইয়া গ্রহণ অথবা কিসাস। আব্বাস {রাজি.} বলেন, ইযখিরের অনুমতি দিন। কেননা, আমরা এগুলো আমাদের কবরের উপর এবং ঘরের কাজে ব্যবহার করে থাকি। রাসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আঃ} বলিলেন, ইযখির ব্যতীত {অর্থাৎ তা কাটা ও ব্যবহারের অনুমতি দেয়া হল}। তখন ইয়ামানবাসী আবু শাহ {রাজি.} দাঁড়িয়ে বলিলেন, হে আল্লাহর রসূল! আমাকে লিখে দিন। তিনি {সাল্লাল্লাহু আঃ} বলিলেন, তোমরা আবু শাহকে লিখে দাও। {ওয়ালিদ ইবনি মুসলিম বলেন} আমি আওযায়ীকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! আমাকে লিখে দিন তাহাঁর এ উক্তির অর্থ কী? তিনি বলেন, এ ভাষণ যা রাসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আঃ}-এর কাছ হইতে তিনি শুনেছেন, তা লিখে দিন। {বোখারী হাদিস পর্ব ৪৫/৭ হাঃ ২৪৩৪, মুসলিম হাদিস পর্ব ১৫/৮২, হাঃ ১৩৫৫} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
কবরের বর্ণনা
Reviews
There are no reviews yet.