Description
কারবালায় কী ঘটেছিল?
কারবালায় কী ঘটেছিল?
সুনানে ইবনে মাজাহ ২১০৫
ইবন উমার [রাজি.] হইতে বর্ণীত আছেঃ তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেন, যে ব্যক্তি তাহার শপথের সাথে ইনশাআল্লাহ যুক্ত করিল, সে চাইলে শপথ থেকে ফিরে যেতে পারে অথবা তা পরিত্যাগও করিতে পারে। তাতে সে শপথ ভঙ্গকারী নয়। [২১০৫] [২১০৫] ইবন মাজাহ ২১০৬, তিরমিজি ১৫৩১, নাসাঈ ৩৭৯৩, আবু দাউদ ৩২৬১, ৩২৬২, আহমাদ ৪৪৯৬, ৪৫৬৭, ৫০৭৪, ৬৩৭৮, মুয়াত্তা মালিক ১০৩৩, দারেমী ২৩৪২, ইরওয়াহ ২৫৭১, মিশকাত ৩৪২৪। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবি মুহাম্মাদ বিন যিয়াদ সম্পর্কে ইবন হিব্বান সিকাহ বললেও অন্যত্র বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। ঈমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। ইবন মিনদাহ বলেন, তিনি দুর্বল। [তাহজিবুল কামালঃ রাবী নং ৫২২১, ২৫/২১৫ নং পৃষ্ঠা] এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনানে ইবনে মাজাহ ২১০৬
নাফি ইবন উমার [রাজি.] হইতে বর্ণীত আছেঃ তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেন, যে ব্যক্তি শপথের সাথে ইনশাআল্লাহ যুক্ত করে, সে শপথ ভঙ্গকারী নয়। [২১০৬] [২১০৬] ইবন মাজাহ ২১০৫, তিরমিজি ১৫৩১, নাসাঈ ৩৭৯৩, আবু দাউদ ৩২৬১, ৩২৬২, আহমাদ ৪৪৯৬, ৪৫৬৭, ৫০৭৪, ৬৩৭৮, মুয়াত্তা মালিক ১০৩৩, দারেমী ২৩৪২। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ্। এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
কেউ শপথ করার পর তাহার বিপরীত করা কল্যাণকর প্রতিভাত হলে।
সুনানে ইবনে মাজাহ ২১০৭
আবু মূসা [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আশআরীদের একটি দলের সাথে রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] -এর নিকট জন্তুযান চাইতে এসেছিলাম। রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বললেনঃ আল্লাহর শপথ ! আমি তোমাদের জন্য জন্তুযানের ব্যবস্থা করিতে অক্ষম। রাবী বলেন, আমরা আল্লাহর ইচ্ছায় সেখানে কিছুক্ষণ অবস্থান করলাম। অতঃপর কিছু সংখ্যক উট এসে গেল। তখন তিনি আমাদের উজ্জ্বল কুঁজবিশিষ্ট তিনটি উট দেয়ার জন্য নির্দেশ দিলেন। আমাদের প্রত্যাবর্তনের সময় আমাদের একজন অপরজনকে বলল, আমরা রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] -এর নিকট জন্তুযান চাইতে এসেছিলাম। তিনি শপথ করে বলেছিলেন যে, তিনি আমাদের জন্তুযান দিতে অপারগ। পরে আবার তিনি আমাদের তা দিলেন। কাজেই চলো, আমরা তাহাঁর নিকট ফিরে যাই। অতএব আমরা তাহাঁর নিকট ফিরে এসে বললাম, হে আল্লাহর রসূল! আমরা আপনার নিকট জন্তুযান চাইতে এসেছিলাম। আপনি শপথ করে বলেছিলেন যে, আপনি আমাদের জন্তুযান দিতে অক্ষম। এরপর আপনি আমাদের জন্তুযান দিলেন। তিনি বলেনঃ আল্লাহর শপথ! আমি তোমাদের বাহনের ব্যবস্থা করিনি, আল্লাহই তোমাদের বাহনের ব্যবস্থা করিয়াছেন। আল্লাহর শপথ! আল্লাহর তাআলার মর্জি আমি শপথ করার পর তাহার বিপরিতে কল্যাণ দেখিতে পেলে আমি শপথ ভঙ্গের কাফফারা আদায় করি, অতঃপর কল্যাণকর কাজটি করি। অথবা তিনি বলেনঃ আমি সেই ভাল কাজটি করি এবং আমার শপথ ভঙ্গের কাফফারা শোধ করি। [২১০৭] [২১০৭] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৩১৩৩, ৬৭২১, মুসলিম ১৬৪৯, নাসাঈ ৪৩৪৬, আহমাদ ১৯০৯৪, ১৯১২৫, ১৯২৫০, ইরওয়াহ ৭/১৬৬, রওদুন নাদীর ২০৪০। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনানে ইবনে মাজাহ ২১০৮
আদী বিন হাতিম [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ কোন ব্যক্তি শপথ করার পর তাহার বিপরীতে কল্যাণ দেখিতে পেলে সে যেন ঐ কল্যাণকর কাজটি করে এবং তাহার শপথের কাফফারা আদায় করে। [২১০৮] [২১০৮] মুসলিম ১৬৫১, নাসাঈ ৩৭৮৫, ৩৭৮৬, ৩৭৮৭, আহমাদ ১৭৭৮৭, ১৭৭৯৩, ১৭৮০১, ১৭৮০৯, ১৮৮৯০, দারেমী ২৩৪৫, ইরওয়াহ ৭/১৬৭। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
কারবালায় কী ঘটেছিল?
Reviews
There are no reviews yet.