Description
কিতাবুল মুকাদ্দস
কিতাবুল মুকাদ্দস বইটি কিনুন
মুয়াত্তা মালিক ১৬৫
নাফি {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
আবদুল্লাহ ইবন উমার {রাজি.} যখন নিচের দিকে ঝুঁকতেন ও মাথা উপরে তুলতেন তখন তাকবীর বলিতেন। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন}
২২و حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ رَفَعَهُمَا دُونَ ذَلِكَ.
নাফি {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত; আবদুল্লাহ ইবন উমার {রাজি.} নামাজ শুরু করার সময় দুহাত কাঁধ বরাবর তুলতেন। আর যখন রুকূ হইতে মাথা তুলতেন তখন দুহাত কাঁধের একটু নিচ পর্যন্ত তুলতেন।এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
মুয়াত্তা মালিক ১৬৬
আবু নুঈম ওয়াহব ইবন কায়সার {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
জাবির ইবন আবদুল্লাহ {রাজি.} তাঁদেরকে নামাযের তাকবীর শিক্ষা দিতেন। তিনি আরও বর্ণনা করেন, নিচের দিকে ঝুঁকাবার ও মাথা উপরে তুলবার সময় তাকবীর বলার জন্য তিনি {জাবির {রাজি.}} আমাদেরকে নির্দেশ দিতেন। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন}এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
মুয়াত্তা মালিক ১৬৭
ইয়াহইয়া {রহমাতুল্লাহি আলাইহি} মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণনা করেন; ঐ এক তাকবীরই যথেষ্ট হইবে যদি সে উক্ত তাকবীর দ্বারা তাকবীর-এ তাহরীমা-এর নিয়ত করে। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন}
ইয়াহইয়া {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত; মালিক {রহমাতুল্লাহি আলাইহি}-কে প্রশ্ন করা হল এক ব্যক্তি ইমামের সাথে নামাযে শরীক হল কিন্তু সে তাকবীর-এ তাহরীমা ও রুকূর তাকবীর বলেনি। অতঃপর দ্বিতীয় রাকআতে সে তাকবীর বলল। তার কি করা উচিত ? তিনি উত্তর দিলেন সে ব্যক্তির জন্য নামাজ শুরু হইতে নতুন করে আদায় করা আমি ভাল মনে করি। আর যদি কোন ব্যক্তি ইমামের সাথে তাকবীর-এ-তাহরীমা বলিতে ভুলে যায়, প্রথম রুকূর সময় তাকবীর বলে, রুকূর তাকবীরের সাথে তাকবীর-এ-তহরীমারও নিয়ত করে, তবে আমার মতে উক্ত রুকূর তাকবীরই তার জন্য যথেষ্ট হইবে।
ইয়াহইয়া {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত; মালিক {রহমাতুল্লাহি আলাইহি}-বলেছেন, যে ব্যক্তি একা একা নামাজ আদায় করেছে সে তাকবীর-এ-তাহরীমা ভুলে গেলে তাকে নামাজ নতুন করে আদায় করিতে হইবে।
ইয়াহইয়া {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত; মালিক {রহমাতুল্লাহি আলাইহি}-বলেছেন, ঈমাম যদি তাকবীর-এ-তাহরীমা বলিতে ভুলে গেলেন এবং নামাজ সমাপ্ত করলেন, তবে আমার মতে ঈমাম ও মুকতাদী দুজনের নামাজ পুনরায় পড়া উচিত, এমন কি মুকতাদীগণ তাকবীর বলে থাকলেও। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন}এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
কিতাবুল মুকাদ্দস
Reviews
There are no reviews yet.