Select Page

কিয়ামতের দিন নবী (সা)-এর শাফায়াত

৳ 20.00

Description

কিয়ামতের দিন নবী (সা)-এর শাফায়াত

কিয়ামতের দিন নবী (সা)-এর শাফায়াত

সুনানে ইবনে মাজহা ৩৬৮৫
আনাস বিন মালিক [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেন, লোকেরা বা জান্নাতবাসীরা কিয়ামতের দিন কাতাহারবন্দী হয়ে দাঁড়াবে। তখন জাহান্নামী এক জান্নাতীর নিকট দিয়ে যাওয়ার সময় বলবে, হে অমুক! তোমার কি মনে পড়ে, এক দিন তুমি পানি পান করিতে চেয়েছিলে এবং আমি তোমাকে শরবত পান করিয়েছিলাম? রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ জান্নাতী লোকটি তাহার জন্য শাফায়াত করিবে। আরেক ব্যক্তি যাওয়ার সময় বলবে, তোমার কি মনে আছে, এক দিন আমি তোমাকে ওযুর পানি দিয়াছিলাম? তখন সে তাহার জন্য শাফায়াত করিবে। বিন নুমাইর [রাজি.]-র বর্ণনায় আরো আছে ঃ আরেক ব্যক্তি বলবে, হে অমুক! তোমার কি মনে আছে, এক দিন তুমি আমাকে অমুক অমুক প্রয়োজনে পাঠিয়েছিলে এবং আমি তোমার প্রয়োজন সমাধা করিতে গিয়েছিলাম? তখন সে তাহার জন্য শাফায়াত করিবে। [৩০১৭] [৩০১৭] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। মিশকাত ৫৬০৪, আত তালীকুর রাগীব ২/৫০, দঈফাহ ৯৩, ৫১৮৬।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনানে ইবনে মাজহা ৩৬৮৬
সুরাকাহ বিন জুশুম [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] কে জিজ্ঞেস করলাম, আমি আমার উটের জন্য পানির যে চৌবাচ্চা তৈরি করে রেখেছি, পথ ভুলে আসা উটও তাহার পানি পান করে। আমি যে সেটিকে পানি পান করিতে দিলাম, তাতে কি আমার সওয়াব হইবে? তিনি বলেনঃ হাঁ, প্রতিটি কলিজাধারী বা প্রাণধারীর বেলায় সওয়াব রয়েছে। [৩০১৮] [৩০১৮] আহমাদ ১৭১৩১। আত তালীকুর রাগীব ২/৫২, সহীহাহ ২১৫২।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

নম্র ব্যবহার
সুনানে ইবনে মাজহা ৩৬৮৭
জারীর বিন আব্দুল্লাহ আল-বাজালী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ যে ব্যক্তি নম্র স্বভাব বঞ্চিত, সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। [৩০১৯] [৩০১৯] মুসলিম ২৫৯২, আবু দাঊদ ৪৮০৯, আহমাদ ২৭৮২৯, ১৮৭৬৭।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

সুনানে ইবনে মাজহা ৩৬৮৮
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ আল্লাহ হলেন রফীক [নম্র], তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্রতাহার সাথে [দ্বীনের] দাওয়াত দানকারীকে যে পরিমাণ সওয়াব দান করেন, কঠোরতা প্রদর্শনকারীকে তদ্রূপ দান করেন না। [৩০২০] [৩০২০] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

সুনানে ইবনে মাজহা ৩৬৮৯
আয়েশা [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ নিশ্চয় আল্লাহ হলেন নম্র ও দয়ার্দ্র, তিনি প্রতিটি কাজে নম্রতা ও দয়ার্দ্রতা প্রদর্শন পছন্দ করেন। [৩০২১] [৩০২১] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৬০২৪, ৬২৫৬, ৬৯৩৫, মুসলিম ২১৬৫, ২৫৯৩, তিরমিজি ২৭০১, আহমাদ ৩৩৫৭০, ২৪০৩২, ২৫১০৫, দারেমী ২৭৯৪। রাওদুন নাদীর ৩৬, ৭৬৪।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

কিয়ামতের দিন নবী (সা)-এর শাফায়াত

Reviews

There are no reviews yet.

Be the first to review “কিয়ামতের দিন নবী (সা)-এর শাফায়াত”

Your email address will not be published. Required fields are marked *