Description
কুরআন ও আধুনিক বিজ্ঞান
কুরআন ও আধুনিক বিজ্ঞান
সুনানে ইবনে মাজহা ১৯৮৯
আবদুল্লাহ বিন মাসঊদ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] সেই সব নারীকে অভিসম্পাত করিয়াছেন, যারা অন্যের দেহে আঁকে এবং যারা নিজেদের দেহে উল্কি অংকন করায়, যারা ভ্রুর চুল উপড়ে ফেলে এবং যারা সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, তাহারা আল্লাহ্র সৃষ্টিতে পরিবর্তন করে। আসাদ গোত্রের উম্মু ইয়াকূব নাম্নী মহিলার কাছে এ হাদিস পৌঁছলে, তিনি আবদুল্লাহ্ [রাজি.] -এর কাছে এসে বলেন, আমি অবগত হয়েছি যে, আপনি এমন এমন কথা বলেছেন। আবদুল্লাহ্ [রাজি.] বলেন, আমি তাহাদেরকে কেন অভিসম্পাত করিব না যাদেরকে রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] অভিসম্পাত করিয়াছেন এবং বিষয়টি আল্লাহ্র কিতাবে উক্ত আছে! মহিলা বলেন, আমি সম্পূর্ণ কুরআন পডেছি, কিন্তু কোথাও তো তা পাইনি। আবদুল্লাহ্ [রাজি.] বলেন, তুমি খেয়াল করে তা পড়লে, অবশ্যই পেতে। তুমি কি এ আয়াত পড়োনি [অনুবাদ] ঃ “রসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো” [সূরা হাশরঃ ৭]? মহিলা বলিলেন, হাঁ। আবদুল্লাহ্ [রাজি.] বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] এ কাজ করিতে নিষেধ করিয়াছেন। মহিলা বলেন, আমার মনে হয় আপনার পরিবার [স্ত্রী] এরূপ করে থাকে। তিনি বলেন, তাহলে তুমি গিয়ে লক্ষ্য করে দেখো। অতএব সে গিয়ে লক্ষ্য করিল, কিন্তু তাহার কোন লক্ষণই দেখিতে পেলো না। শেষে সে বলল, আমি এমন কিছু দেখিতে পাইনি। আবদুল্লাহ্ [রাজি.] বলেন, তোমার কথা ঠিক হলে সে আমাদের সাথে একত্রে থাকতে পারতো না। [১৯৮৯] [১৯৮৯] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৪৮৮৬, ৪৮৮৭, ৫৯৩১, ৫৯৩৯, ৫৯৪৩, ৫৯৪৮, মুসলিম ২১২৫, তিরমিজি ২৭৮২, নাসাঈ ৩৪১৬, ৫০৯৯, ৫১০২, ৫১০৭, ৫১০৮, ৫১০৯, ৫২৫২, ৫২৫৩, ৫২৫৪, ৫২৫৫, আবু দাউদ ৪১৬৯, আহমাদ ৩৮৭১, ৩৯৩৫, ৪০৭৯, ৪১১৮, ৪২১৮, ৪২৭১, ৪৩৩১, ৪৩৮৯, ৪৪২০, ২৬৪৭, গায়তুল মারাম ৯৩। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
কোন ব্যক্তি কোন জিনিস ভেঙ্গে ফেললে তাহার হুকুম
সুনানে ইবনে মাজহা ২৩৩৩
সাওআত গোত্রের এক ব্যক্তি [ইসমু মুবহাম বা নাম অজ্ঞাত] হইতে বর্ণীত আছেঃ
আমি আয়েশা [রাজি.] কে বললাম, আমাকে রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]-এর স্বভাব-চরিত্র সম্পর্কে অবহিত করুন। তিনি বলেন, তুমি কি কুরআন পড়ো না। “তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত। ” [সূরা আল-কালামঃ ৪]। আয়েশা [রাজি.] বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] তাহাঁর সাহাবীদের সাথে ছিলেন। আমি তাহাঁর জন্য আহার তৈরী করলাম এবং হাফসা [রাজি.] -ও তাহাঁর জন্য আহার তৈরী করিলেন। তিনি বলেন, হাফসা [রাজি.] আমার আগে [খাবার নিয়ে] গেলেন। আমি দাসীকে বললাম, যাও, তাহার পাত্র উল্টে ফেলে দাও। অতএব সে হাফসার নিকট গেলো। হাফসা [রাজি.] যখন তা রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] -এর সামনে রাখতে গেলো অমনি সে তা উল্টে ফেলে দিলো। ফলে পাত্রটি ভেঙ্গে গেলো এবং খাদ্যদ্রব্য ছড়িয়ে পড়লো। আয়েশা [রাজি.] বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] পাত্রের টুকরাগুলো একত্রিত করিলেন এবং তাহাঁর খাবার স্বীয় তালুর সম্মুখে রাখলেন অতঃপর তা খেলেন। তাহারপর তিনি আমার পাত্রটি হাফসাকে দিয়ে বলেনঃ ” তোমার পাত্রের বদলে এই পাত্র নাও এবং এতে যা আছে তা খাও। ” আয়েশা [রাজি.] বলেন, আমি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] -এর চেহারায় এর কোন প্রতিক্রিয়াই লক্ষ্য করলাম না। [২৩৩৩]
তাহকিক আলবানীঃ সনদ দুর্বল। [২৩৩৩] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সানাদ দুর্বল। উক্ত হাদিসের রাবি শারীক বিন আবদুল্লাহ সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি হাদিস বর্ণনায় অধিক ভুল করেন, তাহার স্মৃতিশক্তি দুর্বল। [তাহজিবুল কামালঃ রাবী নং ২৭৩৬, ১২/৪৬২ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
কুরআন ও আধুনিক বিজ্ঞান
Reviews
There are no reviews yet.