Select Page

কুরবানীর বিধান

৳ 25.00

Description

কুরবানীর বিধান

কুরবানীর বিধান

কুরবানী ওয়াজিব হওয়া সম্পর্কে
সুনানে আবু দাউদ ২৭৮৮
মিখলাফ ইবন সুলাইম {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমরা রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} সাথে আরাফাহয় অবস্থান করছিলাম। বর্ণনাকারী বলেন, তিনি বলিলেনঃলোকসকল! নিশ্চয়ই প্রতিটি পরিবারের লোকদের উপর প্রতি বছর কুরবানী ও আতীরাহ করা কর্তব্য। তিনি বলিলেন, তোমরা কি জানো, আতীরাহ কি? আতীরাহ হলো, যাকে লোকেরা রাজাবিয়াহ বলিতে থাকে।

আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আতীরাহ রহিত এবং এর হাদিসও রহিত। এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
সুনানে আবু দাউদ ২৭৮৯
আবদুল্লাহ ইবন আমর ইবনল আস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} বলেনঃ আমি কুরবানীর দিনকে ঈদ উদযাপন করিতে নির্দেশপ্রাপ্ত হয়েছি। আল্লাহ এ দিনকে এ উম্মাতের জন্য ঈদ হিসাবে নির্দিষ্ট করেছেন। এক ব্যক্তি বললো, আপনার অভিমত ব্যক্ত করুন, আমি {আমার প্রতিপালিত} দুগ্ধবতী বা মালবাহী পশু ছাড়া অন্য পশু না পেলে কি তা দিয়েই কুরবানী করবো? তিনি বলিলেনঃ না, বরং তুমি তোমার চুল ও নখ কাটবে, গোঁফ ছোট করিবে এবং নাভীর নীচের লোম কাটবে। এ কাজগুলোই আল্লাহর নিকট তোমার পূর্ণাঙ্গ কুরবানী।

দুর্বলঃ মিশকাত {১৪৭৯}, আল-জামিউস সাগীর {১২৬৫}, যয়ীফ সুনান নাসায়ী {২৯৪/৪৩৬৫}। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
মৃতের পক্ষ হইতে কুরবানী
সুনানে আবু দাউদ ২৭৯০
তাবিঈ হানাশ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আলী {রাদি.}-কে দুটি দুম্বা কুরবানী করিতে দেখে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি {দুটি কেন}? তিনি বলিলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাকে ওয়াসিয়্যাত করেছেন, আমি যেন তার পক্ষ হইতে কুরবানী করি। তাই তার পক্ষ হইতেও কুরবানী করছি।

দুর্বলঃ মিশকাত {১৫৪২}।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
যে কুরবানী করিতে চায়, সে যিলহাজ্জের দশ তারিখ পর্যন্ত তার চুল কাটবে না
সুনানে আবু দাউদ ২৭৯১
উম্মু সালামাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ যার কুরবানীর পশু রহিয়াছে, সে যেন যিলহাজ্জ মাসের নতুন চাঁদ উঠার পর থেকে কুরবানী করার পূর্ব পর্যন্ত তার চুল ও নখ না কাটে।

এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ

সুনানে আবু দাউদ ২৭৯৩
আনাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} নিজ হাতে সাতটি উটকে দাঁড়িয়ে থাকাবস্থায় কুরবানী করেন এবং মদীনাহইতে শিংযুক্ত দুটি ধূসর বর্ণের দুম্বা কুরবানী করেন। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

কুরবানীর বিধান

Reviews

There are no reviews yet.

Be the first to review “কুরবানীর বিধান”

Your email address will not be published. Required fields are marked *