Select Page

ছলাত সম্পাদনের পদ্ধতি

৳ 80.00

Description

ছলাত সম্পাদনের পদ্ধতি

ছলাত সম্পাদনের পদ্ধতি

লু লু ওয়াল মারজান ২২১
মুতার্রিফ ইবনি আবদুল্লাহ্ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
মুতার্রিফ ইবনি আবদুল্লাহ্ {রাজি.} হইতে বর্ণীত। তিনি বলেন, আমি এবং ইমরান ইবনি হুসাইন {রাজি.} আলী ইবনি তালিব {রাজি.}-এর পিছনে নামাজ আদায় করলাম। তিনি যখন সাজদাহ্য় গেলেন তখন তাক্বীর বলিলেন, সাজদাহ্ হইতে যখন মাথা উঠালেন তখনও তাক্বীর বলিলেন, আবার দু রাকআতের পর যখন দাঁড়ালেন তখনও তাক্বীর বলিলেন। তিনি যখন নামাজ শেষ করিলেন তখন ইমরান ইবনি হুসাইন {রাজি.} আমার হাত ধরে বলিলেন, ইনি {আলী রা.} আমাকে মুহাম্মদ {সাল্লাল্লাহু আঃ}-এর নামাজ স্মরণ করিয়ে দিয়েছেন বা তিনি বলেছিলেন, আমাদের নিয়ে মুহাম্মদ {সাল্লাল্লাহু আঃ}-এর নামাজের ন্যায় নামাজ আদায় করিয়াছেন।
{বোখারী : হাদিস পর্ব ১০ : /১১৬ হাঃ ৭৮৬, মুসলিম ৪/১০ হাঃ ৩৯৩} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস

প্রত্যেক রাকআতে সূরাহ ফাতিহা পাঠ করা ওয়াজিব এবং যে ব্যক্তি সূরাহ ফাতিহা সুন্দর করে পড়তে পারে না ও সেটা শেখাও সম্ভব না হলে অন্য যা সহজ তা পড়া।
লু লু ওয়াল মারজান ২২২
উবাদাহ ইবনি সামিত {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
উবাদাহ ইবনি সামিত {রাজি.} হইতে বর্ণীত। রাসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আঃ} বলেছেনঃ যে ব্যক্তি সলাতে সূরাহ আল-ফাতিহা পড়ল না তার নামাজ হলো না।*
{বোখারী : হাদিস পর্ব ১০ : /৯৫ হাঃ ৭৫৬, মুসলিম ৪/১১, হাঃ ৩৯৪} এই হাদীস খানার তাহকিকঃ হাসান হাদীস

সলাতে তাশাহ্হুদ পড়া।
লু লু ওয়াল মারজান ২২৬
আবদুল্লাহ ইবনি মাসউদ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আবদুল্লাহ ইবনি মাসউদ {রাজি.} হইতে বর্ণীত। তিনি বলেনঃ যখন আমরা নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর সঙ্গে নামাজ আদায় করলাম, তখন {আসা অবস্থায়} আমরা আল্লাহর প্রতি তাহাঁর বান্দাদের পক্ষ থেকে সালাম, জিব্রীল {আলাইহি ওয়া সাল্লাম}-এর প্রতি সালাম, মীকাঈল {আলাইহি ওয়া সাল্লাম}-এর প্রতি সালাম এবং অমুকের প্রতি সালাম দিলাম। নাবী {সাল্লাল্লাহু আঃ} যখন নামাজ শেষ করিলেন, তখন আমাদের দিকে চেহারা মুবারক ফিরিয়ে বললেনঃ আল্লাহ তাআলা নিজেই সালাম। অতএব যখন তোমাদের কেউ নামাজের মধ্যে বসবে, তখন বলবেঃ {আরবি} মুসল্লী যখন এ কথাটা বলবে, তখনই আসমান যমীনে সব নেক বান্দাদের নিকট এ সালাম পৌঁছে যাবে। অতঃপর বলবে {আরবি} অতঃপর সে তার পছন্দমত দুআ নির্বাচন করে নেবে।
{বোখারী : হাদিস পর্ব ৭৯ : /৩ হাঃ ৬২৩০, মুসলিম ৪/১৬ হাঃ ৪০২} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
ছলাত সম্পাদনের পদ্ধতি

Reviews

There are no reviews yet.

Be the first to review “ছলাত সম্পাদনের পদ্ধতি”

Your email address will not be published. Required fields are marked *