Description
ছালাতুর রাসূল
ছালাতুর রাসূল
রক্তের অপবিত্রতা এবং তা ধৌত করার পদ্ধতি।
লু লু ওয়াল মারজান ১৬৬
আসমা {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আসমা {রাজি.} হইতে বর্ণীত। তিনি বলেন, জনৈকা মহিলা নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট এসে বললেনঃ হে আল্লাহর রসূল!} বলুন, আমাদের কারো কাপড়ে হায়যের রক্ত লেগে গেলে সে কী করিবে? তিনি বললেনঃ সে তা ঘষে ফেলবে, তারপর পানি দিয়ে রগড়াবে এবং ভাল করে ধুয়ে ফেলবে। অতঃপর সেই কাপড়ে নামাজ আদায় করিবে।
{বোখারী হাদিস পর্ব ৪ : /৬৩ হাঃ ২২৭, মুসলিম ২/৩৩, হাঃ ২৯১} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মারজান ১৯৭
উবাই ইবনি কাব {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
উবাই ইবনি কাব {রাজি.} হইতে বর্ণীত। তিনি আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ}-কে জিজ্ঞেস করলেনঃ ইয়া আল্লাহর রসূল! স্ত্রীর সাথে সংগত হলে যদি বীর্য বের না হয় {তার হুকুম কী?} তিনি বললেনঃ স্ত্রী থেকে যা লেগেছে তা ধুয়ে উযূ করিবে ও সালাত আদায় করিবে। আবু আব্দুল্লাহ (বোখারী {রহমাতুল্লাহি আ:}) বলেনঃ গোসল করাই শ্রেয়। আর তা-ই সর্বশেষ হুকুম। আমি এই শেষের হাদীসটি বর্ণনা করেছি মতভেদ থাকার কারণে। কিন্তু পানি {গোসল} অধিক পবিত্রকারী। {বোখারী হাদিস পর্ব ৫ : /২৯ হাঃ ২৯৩, মুসলিম ৩/২১, হাঃ ৩৪৬}
এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মারজান ২১৮
আবু কিলাবাহ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আবু কিলাবাহ {রাজি.} হইতে বর্ণীত। তিনি মালিক ইবনি হুওয়ায়রিস {রাজি.}-কে দেখেছেন, তিনি যখন নামাজ আদায় করিতেন তখন তাক্বীর বলিতেন এবং তাহাঁর দু হাত উঠাতেন। আর যখন রুকূ করার ইচ্ছে করিতেন তখনও তাহাঁর উভয় হাত উঠাতেন, আবার যখন রুকূ হইতে মাথা উঠাতেন তখনও তাহাঁর উভয় হাত উঠাতেন এবং তিনি বর্ণনা করেন যে, আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ} এরূপ করিয়াছেন।*
{বোখারী : হাদিস পর্ব ১০ : /৮৪ হাঃ ৭৩৭, মুসলিম ৪/৯ হাঃ ৩৯১}এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
নামাজের মধ্যে প্রত্যেক নিচু ও উঁচু হওয়ার সময় তাকবীর বলা শুধু রুকূ থেকে মাথা উঠানোর সময় ব্যতীত, কেননা তখন সামিআল্লাহু লিমান হামিদাহ বলবে।
লু লু ওয়াল মারজান ২১৯
আবু সালামা ও আবু হুরাইরা {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আবু সালামা ও আবু হুরাইরা {রাজি.} হইতে বর্ণীত যে, তিনি তাহাদের সঙ্গে নামাজ আদায় করিতেন এবং প্রতিবার উঠা বসার সময় তাক্বীর বলিতেন। নামাজ শেষ করে তিনি বলিলেন, তোমাদের মধ্যে আমার নামাজই আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ}-এর নামাজের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ।
{বোখারী : হাদিস পর্ব ১০ : /১১৫ হাঃ ৭৮৫, মুসলিম ৪/১০, হাঃ ৩৯২} ২১৯. আবু হুরাইরা {রাজি.} হইতে বর্ণীত। তিনি তাহাদের সঙ্গে নামাজ আদায় করিতেন এবং প্রতিবার উঠা বসার সময় তাক্বীর বলিতেন। নামাজ শেষ করে তিনি বলিলেন, তোমাদের মধ্যে আমার নামাজই আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ}-এর নামাজের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ।
{বোখারী : হাদিস পর্ব ১০ : /১১৫ হাঃ ৭৮৫, মুসলিম ৪/১০, হাঃ ৩৯২} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
ছালাতুর রাসূল
Reviews
There are no reviews yet.