Description
ছালাতুল ঈদাইন (সহীহ হাদীসের মানদণ্ডে)
ছালাতুল ঈদাইন (সহীহ হাদীসের মানদণ্ডে)
ঈদাইন বা দু ঈদের নামাজ
লু লু ওয়াল মারজান ৫০৫
ইবনি জুরাইজ {রহমাতুল্লাহি আ:} হইতে বর্ণীত আছেঃ
হাসান ইবনি মুসলিম {রহমাতুল্লাহি আ:} তাউস {রহমাতুল্লাহি আ:} এর মাধ্যমে ইবনি আববাস {রাজি.}বর্ণনা করিয়াছেন, আমি নাবী {সাল্লাল্লাহু আঃ}, আবু বাক্র, উমার ও উসমান {রাজি.}-এর সঙ্গে ঈদুল ফিত্রে উপস্থিত ছিলাম। তাঁরা খুত্বাহ্র পূর্বে নামাজ আদায় করিতেন, পরে খুত্বাহ দিতেন। নাবী {সাল্লাল্লাহু আঃ} বের হলেন, আমি যেন দেখিতে পাচ্ছি তিনি হাতের ইঙ্গিতে {লোকদের} বসিয়ে দিচ্ছেন। তখন নাবী {সাল্লাল্লাহু আঃ} কুরআনের এ আয়াত পাঠ করলেনঃ ………….. “হে নাবী! যখন ঈমানদার মহিলাগণ আপনার নিকট এ শর্তে বায়আত করিতে আসেন….. -{মুমতাহিনাঃ ১২}। এ আয়াত শেষ করে নাবী {সাল্লাল্লাহু আঃ} তাহাদের জিজ্ঞেস করিলেন, তোমরা এ বায়আতের উপর আছ? তাঁদের মধ্যে একজন মহিলা বলিল, হাঁ, সে ছাড়া আর কেউ এর জবাব দিল না। হাসান {রহমাতুল্লাহি আ:} জানেন না, সে মহিলা কে? অতঃপর নাবী {সাল্লাল্লাহু আঃ} বললেনঃ তোমরা সাদাকাহ কর। সে সময় বিলাল {রাজি.} তাহাঁর কাপড় প্রসারিত করে বলিলেন, আমার মা-বাপ আপনাদের জন্য কুরবান হোক, আসুন, আপনারা দান করুন। তখন নারীগণ তাঁদের ছোট-বড় আংটিগুলো বিলাল {রাজি.}-এর কাপড়ের মধ্যে ফেলতে লাগলেন। আবদুর রায্যাক {রহমাতুল্লাহি আ:} বলেন, ………….. হলো বড় আংটি যা জাহিলী যুগে ব্যবহৃত হতো। {বোখারী হাদিস পর্ব ১৩ : /১৯ হাঃ ৯৭৯, মুসলিম ৮/১, হাঃ ৮৮৪} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মারজান ৫০৬
জাবির ইবনি আবদুল্লাহ্ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী ঈদুল ফিত্রের দিন দাঁড়িয়ে নামাজ আদায় করিলেন, পরে খুত্বাহ দিলেন। খুত্বাহ শেষে নেমে নারীদের নিকট আসলেন এবং তাঁদের নসীহত করিলেন। তখন তিনি বিলাল {রাজি.}-এর হাতের উপর ভর দিয়ে ছিলেন এবং বিলাল {রাজি.} তাহাঁর কাপড় প্রসারিত করে ধরলেন। এতে নারীগণ দান সামগ্রী ফেলতে লাগলেন। {বোখারী হাদিস পর্ব ১৩ : /১৯ হাঃ ৯৭৮, মুসলিম হাদিস পর্ব ৮ হাঃ ৮৮৫} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মারজান ৫০৭
حديث ابْنِ عَبَّاسٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالاَ: لَمْ يَكُنْ يُؤَذَّنُ يَوْمَ الْفِطْرِ وَلاَ يَوْمَ الأَضْحَى
ইবনি আব্বাস {রাজি.} ও জাবির ইবনি আবদুল্লাহ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
ঈদুল ফিতরের সলাতে কিংবা ঈদুল আযহার সলাতে আযান দেয়া হত না। {বোখারী হাদিস পর্ব ১৩ : /৭ হাঃ ৯৬০, মুসলিম হাঃ ,} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মারজান ৫০৮
রাবী হইতে বর্ণীত আছেঃ
আমাকে আতা {রহমাতুল্লাহি আ:} বলেছেন যে, ইবনি যুবায়র {রাজি.} এর বায়আত গ্রহণের প্রথম দিকে ইবনি আব্বাস {রাজি.} এ বলে লোক পাঠালেন যে, ঈদুল ফিত্রের সলাতে আযান দেয়া হতো না। এবং খুত্বাহ দেয়া হতো নামাজের পরে। {বোখারী হাদিস পর্ব ১৩ : /৭ হাঃ ৯৫৯, মুসলিম হাঃ ,} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
ছালাতুল ঈদাইন (সহীহ হাদীসের মানদণ্ডে)
Reviews
There are no reviews yet.