Description
জান্নাতী নারী
জান্নাতী নারী
মুয়াত্তা মালিক ৪৭২
আল-ই-যায়দ ইবন খাত্তাবের মাওলা ওবায়দ ইবন হুনায়ন {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
আমি আবু হুরায়রা {রাজি.}-কে বলিতে শুনিয়াছি আমি রাসূলুল্লাহ সাঃআঃ-এর সাথে আসলাম, তিনি এক ব্যক্তিকে قُلْ هُوَ اللهُ أَحَدٌ পড়তে শুনলেন। {এটা শুনে} তিনি বলিলেন, وَجَبَتْ {ওয়াজিব হয়েছে}। তখন আমি তাহাকে প্রশ্ন করলাম مَاذَا يَا رَسُولَ اللهِ {হে আল্লাহ্র রসূল, কি ওয়াজিব হয়েছে}। তিনি বলিলেন, জান্নাত। {রাবী} বলেন, আবু হুরায়রা {রাজি.} বলেছেন, {তারপর} আমি ইচ্ছা করলাম, সে ব্যক্তির কাছে যাই এবং তাহাকে শুভ সংবাদ শুনিয়ে দেই। কিন্তু আমার আশংকা হল, রাসূলুল্লাহ সাঃআঃ-এর সঙ্গে প্রাতঃকালীন আহার ছুটে যাবে। তাই আমি প্রাতঃকালীন আহার গ্রহণকে অগ্রাধিকার প্রদান করলাম। অতঃপর সে ব্যক্তির কাছে গেলাম, কিন্তু তখন তিনি {সে স্থান হইতে} প্রস্থান করেন। {সহীহ, তিরমিজী ২৮৯৭, আল্লামা আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন {আত-তারগীব ওয়াত তারহীব ১৪৭৮}} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
উমরা সম্পর্কীয় বিবিধ আহকাম
মুয়াত্তা মালিক ৭৬০
আবু হুরায়রা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম} বলেন, এক উমরা আরেক উমরার মধ্যবর্তী গুনাহসমূহের জন্য কাফফারাস্বরূপ। জান্নাতই মকবুল হজ্জের প্রতিবাদ। {বোখারি ১৭৭৩, মুসলিম ১৩৪৯} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ৭৬১
সুমাই {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
সুমাই {রহমাতুল্লাহি আলাইহি} আবু বক্র ইবন আবদুর রহমান {রহমাতুল্লাহি আলাইহি}-কে বলিতে শুনেছেন, এক মহিলা রসূলুল্লাহ্ {সাঃআঃ}-এর খিদমতে এসে আরয করিল হজ্জের সমস্ত প্রস্তুতি শেষ করা সত্ত্বেও একটি বাধার কারণে আমি হজ্জ করিতে পারিনি, এখন কি করব ? রসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম} বলিলেন, রমযান মাসে উমরা করে নাও। রমযান মাসের উমরাতে হজ্জের সমান সওয়াব রয়েছে। {আবু দাঊদ ১৯৮৮, আল বানী হাদীসটিকে সহীহ বলেছেন {সহীহ ও যয়ীফ সুনান আবু দাঊদ} আর ঈমাম মালেক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল} এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ৯৭৫
আবু হুরায়রা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
তিনি বলেন, খায়বরের বৎসর রাসূলুল্লাহ {সাঃআঃ}-এর সাথে আমরা রওয়ানা হয়েছিলাম। এ যুদ্ধে আমরা সোনা-রূপা হস্তগত করিতে পারিনি, তবে অনেক আসবাবপত্র ও কাপড় আমাদের হস্তগত হয়েছিল।
রিফাআ ইবন যাইদ {রাজি.} মিদআম নামের একজন দাস রাসূলুল্লাহ {সাঃআঃ}কে হাদিয়া দিয়েছিলেন। অতঃপর রাসূলুল্লাহ {সাঃআঃ} ওয়াদি-এ কুরার দিকে যাত্রা করেন। সেখানে পৌঁছার পর মিদআম রাসূলুল্লাহ {সাঃআঃ}-এর উটের হাওদা নামাচ্ছিল এমন সময় কোথা হইতে একটি তীর এসে তাঁর শরীরে বিদ্ধ হয় এবং সে মারা যায়। লোকেরা তখন বলাবলি করিতে লাগল : মিদআমের জন্য জান্নাত মুবারক হোক। রাসূলুল্লাহ {সাঃআঃ} বলিলেন, কখনো নয়। যাঁর হাতে আমার প্রাণ সেই সত্তার কসম, খায়বরের যুদ্ধে গনীমতের মাল বণ্টনের পূর্বে যে চাদর সে চুরি করে নিয়ে গিয়েছিল তা এখন তার গায়ে আগুন হয়ে জ্বলছে। এ কথা শুনে এক ব্যক্তি একটা কি দুটা ফিতা এনে হাযির করিল। রাসূলুল্লাহ {সাঃআঃ} তখন বলিলেন, এই একটি বা দুটি ফিতাও আগুনের ছিল। {বোখারি ৪২৩৪, মুসলিম ১১৫} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
জান্নাতী নারী
Reviews
There are no reviews yet.