Description
জামাতে নামায পড়া
জামাতে নামায পড়া
যে ব্যক্তি {রুকু অথবা সিজদা হইতে} ইমামের পূর্বে মাথা উত্তোলন করে তার কি করিতে হইবে
মুয়াত্তা মালিক ২০২
আবু হুরায়রা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
তিনি বলেছেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা তোলে অথবা ঝোঁকায় তার কপাল শয়তানের হাতে। {মাওকুফ, হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন}
ইয়াহ্ইয়া {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেছেন, যে ব্যক্তি ভুলবশত রুকূ-সিজদায় ইমামের পূর্বে মাথা উঠিয়েছে তার বিষয়ে সুন্নাহ বা নিয়ম হল, সে পুনরায় রুকূ অথবা সিজদায় ফিরে যাবে। এতে সে ইমামের অপেক্ষা করিবে না। কেননা যে ব্যক্তি এটা করেছে, সে ভুল করেছে। কারণ রাসূলুল্লাহ সাঃআঃ বলেছেন, অনুসরণের জন্যই ঈমাম নিযুক্ত করা হয়েছে। কাজেই তোমরা ইমামের বরখেলাফ করো না। আবু হুরায়রা {রাজি.} বলেছেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় অথবা ঝোঁকায় তার কপাল শয়তানের হাতে। {বোখারি ৭২২, মুসলিম ৪১৪} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
দুই রাকআত পড়ার পর ভুলবশত কেউ সালাম ফিরালে তার কি করা কর্তব্য
মুয়াত্তা মালিক ২০৩
আবু হুরাইরা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ সাঃআঃ {একবার} দুই রাকআত {পড়িয়া} নামাজ সমাপ্ত করলেন, তখন যুল-ইয়াদায়ন {১} {রাজি.} তাহাকে বলিলেন, হে আল্লাহর রসূল! নামাজ সংক্ষিপ্ত করা হয়েছে, না আপনার ভুল হয়েছে ? এটা শুনে রাসূলুল্লাহ সাঃআঃ উপস্থিত মুসল্লিদের সম্বোধন করে বলিলেন, যুল-ইয়াদায়ন ঠিক বলেছেন কি ? লোকেরা বলিলেন, হ্যাঁ। অতঃপর রাসূলুল্লাহ সাঃআঃ উঠলেন এবং শেষের দু রাকআত আদায় করলেন; তারপর {একদিকে} সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলে সিজদা করলেন, পূর্বের মত {সিজদা} অথবা তা হইতে দীর্ঘ সিজদা। অতঃপর {পবিত্র} শির উঠালেন, পুনরায় তাকবীর বলে সিজদায় গেলেন, পূর্বের {সিজদার} মত অথবা তা হইতে দীর্ঘ সিজদা, অতঃপর {পবিত্র} শির উঠালেন। {বোখারি ৭১৪, মুসলিম ৫৭৩} {১} যুল-ইয়াদায়ন সাহাবীর নাম খিরবাক {রাজি.}। তাঁর হাত কিছুটা লম্বা ছিল বলে তাহাকে যুল-ইয়াদায়ন {দুই হাতধারী} বলা হত অথবা তিনি নিজ হাতের শ্রম দ্বারা উপার্জন করিতেন বা দান খয়রাত করিতেন। তাই তিনি যুল-ইয়াদায়ন উপাধি লাভ করেছিলেন।
এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ২০৪
আবু আহমাদ {রহমাতুল্লাহি আলাইহি}-এর পুত্রের মাওলা আবু সুফইয়ান {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
তিনি আবু হুরায়রা {রাজি.}-কে বলিতে শুনেছেন রাসূলুল্লাহ সাঃআঃ {একদা} আসরের নামাজ আদায় করলেন, তিনি {উহাতে} দুই রাকআতের পর সালাম ফিরালেন। যুল-ইয়াদায়ন দাঁড়িয়ে বলিলেন, হে আল্লাহর রসূল! নামাজ কমিয়ে দেয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? রাসূলুল্লাহ সাঃআঃ ফরমালেন {আমার মনে হয়} দুজনের কোনটাই ঘটেনি। যুল-ইয়াদায়ন বলিলেন, হে আল্লাহর রসূল! একটা কিছু ঘটেছে। {এটা শোনার পর} রাসূলুল্লাহ সাঃআঃ পবিত্র মুখমণ্ডল সাহাবাদের দিকে করলেন এবং জিজ্ঞেস করলেন যুল-ইয়াদায়ন কি ঠিক বলিতেছেন?
উপস্থিত সাহাবা বলিলেন, হ্যাঁ। তারপর রাসূলুল্লাহ সাঃআঃ দাঁড়ালেন এবং অবশিষ্ট নামাজ পূর্ণ করলেন। তারপর {একদিকে} সালামের পর বসা অবস্থায় দুটি সিজদা করলেন। {সহীহ, মুসলিম ৫৭৩} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
জামাতে নামায পড়া
Reviews
There are no reviews yet.