Description
জিজ্ঞাসা ও জবাব (৩ খণ্ড)
জিজ্ঞাসা ও জবাব (৩ খণ্ড) বই
মুয়াত্তা মালিক ৯৮৪
যাইদ ইবন আসলাম {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
উমার ইবন খাত্তাব {রাজি.} বলিতেন, হে আল্লাহ্! তোমার রাহে শাহাদত আর তোমার রাসূলের এই নগরে {মদীনা শরীফে} আমার মৃত্যু তোমার কাছে আমি প্রার্থনা করি। {১} {সহীহ, বোখারি ১৮৯০, তবে ঈমাম মালেক কর্তৃক বর্ণিত সনদের ==== তথা বিচ্ছিন্নতা রয়েছে।}
{১} আল্লাহ্ তাঁর এই দুআ ক্ববূল করেছিলেন। শহীদও হয়েছিলেন আর মদীনা শরীফেই তাঁর মৃত্যু হয়েছিল। যিলহজ্জ, ২৩ হিজরী সনে তিনি শহীদ হন।
এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ৯৮৮
ইয়াহইয়া ইবন সাঈদ {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
মুজাহিদগণের আরোহণের জন্য উমার ইবন খাত্তাব {রাজি.} প্রতি বৎসর চল্লিশ হাজার উট প্রদান করিতেন। তিনি সিরিয়াগামী সৈন্যদলের প্রতিজনকে একটি করে এবং ইরাকগামীদের প্রতি দুজনকে একটি করে উট দিতেন। একদিন জনৈক ইরাকী এসে তাহাকে বলল, আমাকে এবং সুহাইমকে একটি উট দিন। উমার ইবন খাত্তাব {রাজি.} বলিলেন, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলিতেছি, সুহাইম বলিতে কি তুমি তোমারি পানির মশকটিকেই বুঝাচ্ছ? সে বলল, হ্যাঁ। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ৯৮৯
আনাস ইবন মালিক {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ {সাঃআঃ} যখন কোবায় তশরীফ নিয়ে যেতেন তখন উম্মে হারাম বিনত মিলহান {রাজি.}-এর বাড়িতে যেতেন। উম্মে হারাম {রাজি.} তাহাকে সেখানে আহার করাতেন। উম্মে হারাম {রাজি.} ছিলেন উবাদা ইবন সামেত {রাজি.}-এর স্ত্রী। একদিন রাসূলুল্লাহ {সাঃআঃ} তাঁর বাড়িতে গেলেন। উম্মে হারাম তাহাকে আহার করিয়ে মাথার চুল বাছতে বসে গেলেন। রাসূলুল্লাহ {সাঃআঃ} ঘুমিয়ে পড়লেন, হঠাৎ হাসতে হাসতে তিনি জাগ্রত হলেন। উম্মে হারাম {রাজি.} বলিলেন, হে আল্লাহর রসূল! হাসছেন কেন? রাসূলুল্লাহ সাঃআঃ বলিলেন, আমার উম্মতের কিছু সংখ্যক আমাকে দেখানো হল বাদশাহগণ যেমন সিংহাসনে আসীন হন তদ্রূপ তারা জিহাদ করার জন্য সমুদ্রের বুকে আরোহণ করিতেছে। উম্মে হারাম {রাজি.} তখন আরয করলেন, হে আল্লাহর রসূল! দুআ করে দিন আমাকেও যেন আল্লাহ্ তাআলা এদের মধ্যে শামিল করে নেন। রাসূলুল্লাহ {সাঃআঃ} দুআ করলেন এবং আবার ঘুমিয়ে পড়লেন। পুনরায় তিনি হেসে জাগ্রত হয়ে উঠলেন। উম্মে হারাম {রাজি.} বলিলেন, হে আল্লাহর রসূল! হাসছেন কেন? তিনি বলিলেন, আমাকে দেখানো হল আমার উম্মতের কিছু সংখ্যক লোক বাদশাহদের সিংহাসনারোহী হওয়ার মতো জিহাদের উদ্দেশ্যে সমুদ্রের বুকে বিচরণ করিতেছে। উম্মে হারাম {রাজি.} আরয করলেন, হে আল্লাহর রসূল! দুআ করে দিন, আল্লাহ্ যেন আমাকে এদের অন্তুর্ভুক্ত করে দেন। রাসূলুল্লাহ {সাঃআঃ} বলিলেন; তুমি তো প্রথম দলের অন্তর্ভুক্ত হয়ে পড়েছ। পরে এই উম্মে হারাম {রাজি.} মুআবিয়া ইবন আবু সুফিয়ান {রাজি.}-এর সাথে জিহাদে সমুদ্রযাত্রায় শরীক হয়েছিলেন। ফিরবার পথে জাহাজ হইতে অবতরণ করার পর সওয়ারী হইতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। {বোখারি ২৭৮৯, ২৮০০, মুসলিম ১৯১২}এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
জিজ্ঞাসা ও জবাব (৩ খণ্ড)
Reviews
There are no reviews yet.