Description
জুযউ রফইল ইয়াদায়ন ফিস সালাত
জুযউ রফইল ইয়াদায়ন ফিস সালাত = ৬৩ টাকা
সুনান আবু দাউদ ১৮৭২
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} {মাদীনাহ থেকে} আগমন করে মক্কায় প্রবেশ করিলেন, এরপর হাজরে আসওয়াদের নিকটবর্তী হয়ে তাতে চুমু খেলেন এবং বায়তুল্লাহ তওয়াফ করিলেন। অতঃপর সাফা পাহাড়ের চুড়ায় উঠলেন এবং সেখান থেকে বায়তুল্লাহ দৃষ্টিগোচর হলেই তিনি দুই হাত উত্তলোন করে যতক্ষন ইচ্ছে মহান আল্লাহর যিকির করিলেন এবং দুআ করিলেন। আবু হুরাইরা {রাদি.} বলেন, এ সময় সিঁড়ির পাথর তার নীচে ছিলো। হাশিম {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, সেখানে তিনি আল্লাহর প্রশংসা করেন এবং তাহাঁর ইচ্ছেমত দুআ করেন। (১৮৭২)
সুনান আবু দাউদ ১৮৭০
আল–মুহাজির আল মাক্কী {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, জাবির ইবন আবদুল্লাহ {রাদি.}-কে এমন ব্যাক্তি সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, যে বায়তুল্লাহ দেখলে দুই হাত উত্তোলন করে। তিনি বলেন, ইয়াহুদী ছাড়া অন্য কাউকে আমি এরূপ করিতে দেখিনি। আমরা রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এর সাথে হাজ্জ করেছি, কিন্তু তিনি এরূপ করেননি। (১৮৭০) দুর্বল ঃ মিশকাত {২৫৭৪ }, যয়ীফ সুনান আত-তিরমিজি {১৫০/৮৬৩}, যয়ীফ সুনান নাসায়ী {১৮৫/২৮৯৫}।(১৮৭০) তিরমিজি, নাসাঈ, দারিমী। সনদের মুহাজির সম্পর্কে হাফিয বলেন ঃ মাকবুল। আবু হাতিম বলেন, তিনি মাশহুর নন। ঈমাম খাত্তাবী বলেন,তাহাকে সাওরী ,ইবনল মুবারক ও আহমাদ যয়ীফ বলিয়াছেন।কারন তাহাদের নিকট তিনি মাজহুল।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান আবু দাউদ ১৮৭১
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
মাক্কাহ বিজয়ের দিন নাবী {সাল্লাল্লাহু আঃ} মক্কায় প্রবেশ করে বায়তুল্লাহ তাওয়াফ করিলেন এবং মাকামে ইবরাহীমের পিছনে দুই রাকআত সলাত আদায় করিলেন। (১৮৭১)এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
হাজরে আসওয়াদ চুম্বন করা
সুনান আবু দাউদ ১৮৭৩
উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি হাজরে আসওয়াদের নিকটবর্তী হয়ে তাতে চুমা দিয়ে বলিলেন, আমি জানি, তুমি একটি পাথর মাত্র। তোমার মধ্যে উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। আমি যদি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-কে তোমায় চুমা দিতে না দেখতাম তাহলে আমি কখন তোমাকে চুমা দিতাম না। (১৮৭৩)
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
রুকুনগুলোকে চুম্বন করা
সুনান আবু দাউদ ১৮৭৪
ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-কে দুটি রুকনে ইয়ামানী ছাড়া বায়তুল্লাহর অন্য কিছুকে স্পর্শ করিতে দেখিনি। (১৮৭৪এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ১৮৭৫
ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি আয়িশাহ {রাদি.}-এর উক্তির উদ্বৃতি দিয়ে বলেন, হাতীমের কিছু অংশ বায়তুল্লাহর অন্তর্ভুক্ত। তাই ইবন উমার {রাদি.} বলিয়াছেন, আল্লাহর শপথ! আমার বিশ্বাস, এ কথা আয়িশাহ {রাদি.} রাসূলুল্লাহ্র {সাল্লাল্লাহু আঃ} কাছ থেকে শুনেছেন। সুতরাং আমার মনে হয়, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} হাজরে আসওয়াদের নিকটস্হ দুটি {শামী} রুকনে চুমা খাওয়া বর্জন করেছিলেন এজন্য যে, তা ঘরের মুল ভিটির অংশ ছিলো না। আর লোকেরাও এ কারণেই হাতীমের পিছন দিয়ে তাওয়াফ করেন। (১৮৭৫
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
জুযউ রফইল ইয়াদায়ন ফিস সালাত
Reviews
There are no reviews yet.