Description
তাওহীদের কিশতী
তাওহীদের কিশতী
শৌচকার্যের সময় কিবলাকে সামনে রাখার ব্যাপারে অনুমতি
মুয়াত্তা মালিক ৪৪২
ওয়াসি ইবন হাব্বান {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
আবদুল্লাহ ইবন উমার {রাজি.} বলিতেন, কিছুসংখ্যক লোক বলে থাকে তুমি যখন তোমার আবশ্যকের জন্য {প্রসাব ও পায়খানার জন্য} বস, তখন কিবলা ও বায়তুল মুকাদ্দাসকে সামনে করিবে না। আবদুল্লাহ ইবন উমার {রাজি.} বলেন, {একবার} আমি আমাদের গৃহের ছাদে চড়িলাম, তখন আমি রাসূলুল্লাহ সাঃআঃকে {তাঁর আবশ্যকের জন্য} দুটি ইটের উপর উপবিষ্ট দেখলাম, বায়তুল মুকাদ্দাসকে সামনে রেখে। অতঃপর তিনি বলেন, সম্ভবত তোমরা তোমাদের পাছার উপর নামাজ পড়। রাবী {ওয়াসি ইবন হাব্বান} বলেন, আমি বললামঃ আল্লাহর কসম, আমি জানি না ইহা দ্বারা কি বুঝিয়েছেন। তখন তিনি বলিলেন, অর্থাৎ যে জমির সাথে পাছা লাগিয়ে সিজদা করে {সে পাছার উপর নামাজ পড়ে}। {বোখারি ১৪৫, মুসলিম ২৬৬} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ১৫১
আবু হুরাইরা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
যেন সে আযানের শব্দ না শোনে। আযান শেষ হলে সে আবার আসে। ইকামত আরম্ভ হলে আবার পলায়ন করে। ইকামত বলা শেষ হলে পুনরায় উপস্থিত হয় এবং ওয়াস্ওয়াসা ঢেলে নামাযী ব্যক্তি ও তাঁর অভীষ্ট লক্ষের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে; যে সকল বিষয় তার স্মরণ ছিল না সে সবের প্রতি আকৃষ্ট করে সে বলিতে থাকে অমুক বিষয় স্মরণ কর, অমুক বিষয় স্মরণ কর। ফলে সে ব্যক্তি কত রাকাআত নামাজ আদায় করেছে তা পর্যন্ত ভুলে যায়। {বোখারি ৬০৮, মুসলিম ৩৮৯} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ১৫৩
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেছেন, তাঁর নিকট সংবাদ পৌঁছেছে যে, ফজরের নামাযের সংবাদ দেয়ার জন্য মুয়াযযিন উমার ইবন খাত্তাব {রাজি.}-এর কাছে আসলেন এবং তাহাকে ঘুমন্ত পেয়ে বলিলেন الصَّلَاةُ خَيْرٌ مِنْ النَّوْمِ.
উমার {রাজি.} শুনে বাক্যটিকে ফজরের আযানের অন্তর্ভূক্ত করবার নির্দেশ দিলেন। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন}
মালিক {রহমাতুল্লাহি আলাইহি}-এর চাচা আবু সুহায়ল ইবন মালিক {রহমাতুল্লাহি আলাইহি} তাঁর পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলেছেন, লোকদেরকে {পূর্বযুগে} যেরূপ পেয়েছি, এখন নামাযের আযান ব্যতীত আর অন্য কিছুই সেরূপ দেখছি না। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন} এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
তাওহীদের কিশতী
Reviews
There are no reviews yet.