Description
তাওহীদের সরল ব্যাখ্যা
তাওহীদের সরল ব্যাখ্যা
মুয়াত্তা মালিক ১২৪৩
আয়িশা ও হাফসা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রসূলুল্লাহ্ সাঃআঃ বলেছেন : আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে এমন স্ত্রীলোকের জন্য স্বামী ব্যতীত কোন মৃত ব্যক্তির জন্য তিন রাত্রির অতিরিক্ত শোক পালন করা হালাল নয়। {সহীহ, মুসলিম ১৪৯০} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ১৬৭০
আবু শুরাইহ আল কাবী {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রসূলুল্লাহ্ সাঃআঃ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্ ও কিয়ামতের উপর ঈমান এনেছে, সে যেন ভাল কথা বলে নতুবা নীরব থাকে। যে ব্যক্তি আল্লাহ্ ও কিয়ামত দিবসের উপর ঈমান এনেছে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। আর যে ব্যক্তি আল্লাহ্ ও কিয়ামত দিবসের উপর ঈমান এনেছে, সে যেন তার মেহমানের সম্মান করে। একদিন এক রাত ভাল মতো মেহমানদারী করিবে এবং তিন দিন পর্যন্ত যা আছে, তা দিয়েই মেহমানদারী করিবে। এর পরও মেহমানদারী করিতে পারলে সাদাকা করার সাওয়াব পাবে। আর মেহমানের জন্য এটা শোভনীয় নয় যে, মেযবানকে {যার কাছে মেহমান হয়েছে তাকে} কষ্ট দিয়ে বেশি দিন তার কাছে অবস্থান করিবে। {১} {বোখারি ৬০১৯, মুসলিম ৪৮} {১} অর্থাৎ মেহমান এলে তাকে হাসিমুখে স্বাগত জানাবে, তার আরামে থাকার ব্যবস্থা করিবে, সাধ্যমতো ভাল খাবার খাওয়াবে এবং কুশলবার্তা জিজ্ঞেস করিবে। তিনদিন পর্যন্ত মেহমানদারী করা সুন্নত। এর অধিক সওয়াবের কাজ বটে।
এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
মুয়াত্তা মালিক ১৭৭৪
আবু হুরায়রা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম} বলেছেন, যেই স্ত্রীলোক আল্লাহ্ ও শেষ বিচারের দিনের প্রতি ঈমান আনয়ন করেছে, তার জন্য মাহরাম {১} ব্যতীত একাকী একদিন ও একরাতের দূরত্ব পরিমাণ সফর করা হালাল নয়। {বোখারি ১০৮৮, মুসলিম ১৩৩৯} {১} যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এমন ব্যক্তিদেরকে মাহরাম বলা হয়।
এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ১৭৭৬
আবু হুরায়রা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম} বলেছেন, সফর হল আযাবের এক অংশ। ইহা মানুষকে পানাহার ও নিদ্রায় বাধা দান করে। তোমাদের কেউ যদি কোন প্রয়োজনে সফরে গমন করে, তবে কাজ হয়ে গেলেই যেন সে পরিবারের দিকে প্রত্যাবর্তন করে। {বোখারি ১৮০৪, মুসলিম ১৯২৭} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
তাওহীদের সরল ব্যাখ্যা
Reviews
There are no reviews yet.