Description
তাওহীদ ও ঈমানের আসল রূপ
তাওহীদ ও ঈমানের আসল রূপ
মুয়াত্তা মালিক ১৬২১
আবদুল্লাহ্ ইব্নু উমার {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রসূলুল্লাহ্ সাঃআঃ এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। সে তার ভাইকে বেশি লজ্জা না করার জন্য নসীহত করছিল। রসূলুল্লাহ্ সাঃআঃ বলিলেন, এই বিষয়ে তাকে নসীহত করা হইতে বিরত থাক। কেননা এই লজ্জা ঈমানের অঙ্গস্বরূপ। {১} {বোখারি ২৪, মুসলিম ৩৬} {১} যাকে নসীহত করা হচ্ছিল, সে ব্যক্তি ছিল খুবই লাজুক। ঐ ব্যক্তি তাকে তার লজ্জার জন্য তিরস্কার করছিল। রসূলুল্লাহ্ সাঃআঃ বলিলেন, এইরূপ নসীহত বন্ধ কর। তুমি তাকে লজ্জা হইতে বিরত থাকতে বলছ, অথচ উহা ঈমানের অঙ্গস্বরূপ।
এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
রুগ্ন ব্যক্তির সওয়াবের আশা করা প্রসঙ্গে
মুয়াত্তা মালিক ১৬৯২
আতা ইবন ইয়াসার {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
রসূলুল্লাহ্ সাঃআঃ বলেছেন, যখন কোন {আল্লাহর} বান্দা রোগাক্রান্ত হয় তখন আল্লাহ্ তাআলা তার কাছে দুইজন ফেরেশতা প্রেরণ করেন এবং বলেন, রোগাক্রান্ত ব্যক্তিকে যারা তাকে দেখিতে আসে, সেই সমস্ত লোককে রোগী কি বলে, দেখ। যদি সে আগন্তুকদের কাছে আল্লাহর প্রশংসা করে, তখন উক্ত দুইজন ফেরেশতা সেই প্রশংসা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়। {অতঃপর আল্লাহ্ তাআলা সেই ফেরেশতাদ্বয়ের কাছে জিজ্ঞেস করেন, সে কি বলেছে} অথচ তিনি উহা সবচাইতে বেশি অবগত আছেন। অতঃপর {ফেরেশতা যখন সেই প্রশংসার কথা বলেন তখন} আল্লাহ্ বলেন, যদি আমি আমার সেই {রুগ্ন} বান্দাকে {এই রোগের মাধ্যমে} ওফাত দান করি, তবে আমি তাকে বেহেশতে প্রবেশ করাব। আর যদি সুস্থ করে দেই, তবে আগের চাইতে অধিক গোশত ও রক্ত দান করব {অর্থাৎ ভাল স্বাস্থ্য দান করব} এবং তার গুনাহ মাফ করে দিব। {১} {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন} {১} সুতরাং যার উপর কোন মুসিবত আসে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যদি প্রকৃত ঈমানদার হয়, তবে বুঝতে হইবে যে, এই মুসিবত তার জন্য মঙ্গলময় হইবে।
এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
মুয়াত্তা মালিক ১৬৯৩
নবী-পত্নী আয়িশা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রসূলুল্লাহ্ সাঃআঃ ফরমাইয়াছেন, মুমিন যদি কোন মুসিবতে পতিত হয়, এমন কি যদি {সামান্য} একটি কাঁটাও বিঁধে, তবে তার গুনাহ মাফ করা হয়। {সহীহ, মুসলিম ২৫৭২} এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
মুয়াত্তা মালিক ১৬৯৪
আবু হুরায়রা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রসূলুল্লাহ্ সাঃআঃ বলেছেন, আল্লাহ্ তাআলা যার মঙ্গল চাহেন তার উপর মুসিবত ঢেলে দেন। {সহীহ, বোখারি ৫৬৪৫} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ১৬৯৫
ইয়াহ্ইয়া ইবন সাঈদ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
রসূলুল্লাহ্ সাঃআঃ-এর যুগে এক ব্যক্তি মারা গেল, তখন অপর এক ব্যক্তি বলল, বাহ্! কী চমৎকার মৃত্যুবরণ করিল! কোন রকম রোগে আক্রান্তও হল না! রসূলুল্লাহ্ সাঃআঃ বলিলেন, হতভাগা তুমি ইহা কি বলিতেছ ? তুমি কি জান, আল্লাহ্ তাআলা যদি তাকে কোন রোগে আক্রান্ত করিতেন, তবে তার গুনাহ মাফ হয়ে যেত ? {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
তাওহীদ ও ঈমানের আসল রূপ
Reviews
There are no reviews yet.