Description
তাওহীদ কৌমুদী
তাওহীদ কৌমুদী
সুনানে আবু দাউদ ১৫৮৩
উবাই ইবন কাব {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাকে যাকাত আদায়কারী হিসেবে পাঠালেন। অতঃপর আমি এক ব্যক্তির নিকট উপস্থিত হলে সে তার মাল {উট} একত্র করলো। আমি দেখলাম যে, তার উপর একটি বিনতু মাখাদ ফার্য হয়েছে। সুতরাং আমি তাহাকে বলিলাম, একটি বিনতু মাখাদ দিন। কেননা তোমার যাকাত সেটাই। সে বললো, এর এতে দুগ্ধও নেই এবং এটি বাহনের উপযোগীও নয়, বরং এর পরিবর্তে আমার এই বড় মোটতাজা যুবতী উটনী নিন। আমি বলিলাম, আমি এটা নিতে পারবো না, এরূপ নিতে আমাকে আদেশ করা হয়নি। তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তো তোমার নিকটেই আছেন। তুমি আমাকে যা বলেছো, তা ইচ্ছে হলে তাঁকে বলে দেখিতে পারো। তিনি এটা গ্রহণ করলে আমি নিবো, আর প্রতাখ্যান করলে আমিও প্রত্যাখ্যান করবো। সে বললো, আমি তাই করবো। অতঃপর সে আমাকে নিয়ে উক্ত উষ্ট্রী সহ রওয়ানা হলো। অবশেষে আমার রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এর সম্মুখে উপস্থিত হই। লোকটি বললো, হে আল্লাহর রসূল! আপনার প্রতিনিধি আমার কাছে আমার সম্পদের যাকাত নিতে এসেছে। আল্লাহর শপথ! এর পূর্বে রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} স্বয়ং কিংবা তাহাঁর প্রতিনিধি কখনো আমার সম্পদের যাকাত নিতে আসেননি। কাজেই আমি আমার সমস্ত মাল তাহাঁর সম্মুখে একত্র করেছি। কিন্তু তিনি বলেন, আমার মালের উপর নাকি একটি মাখাদ ফার্য। অথচ তাতে দুগ্ধও নেই বা আরোহণেরও অনুপযোগী। তাই আমি একটি বড় ও মোটতাজা যুবতী উষ্ট্রী পেশ করেছি। কিন্তু তিনি এটা গ্রহণ করিতে অস্বীকৃতি জানান। আর সেটি এটাই, আমি আপনার কাছে নিয়ে এসেছি। হে আল্লাহর রসূল! এটা গ্রহণ করুন। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তাহাকে বলিলেন, আদায়কারী যা বলেছে তাই তোমার উপর ফার্য। তবে তুমি স্বেচ্ছায় অতিরিক্তি দিলে আল্লাহ তোমাকে এর প্রতিদান দিবেন এবং আমরাও সেটা তোমার থেকে গ্রহন করলাম। সে বললো, এটাই সেই উষ্ট্রী হে আল্লাহর রসূল! আমি আপনার নিকট নিয়ে এসেছি, গ্রহণ করুন। উবাই ইবন কাব {রাদি.} বলেন, এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
যাকাত প্রদানকারীর জন্য যাকাত আদায়কারীর দুয়া করা
সুনানে আবু দাউদ ১৫৯০
আবদুল্লাহ ইবন আবু আওফা {রা.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমার পিতা ছিলেন গাছের নিচে বাইয়াতে রিদওয়ান গ্রহণকারীদের একজন। কোন সম্প্রদায় নাবী {সাল্লাল্লাহু আঃ} এর নিকট তাহাদের যাকাত নিয়ে এলে তিনি বলিতেন, হে আল্লাহ! অমুক পরিবারের উপর রহমাত বর্ষণ করুন। আবদুল্লাহ {রাদি.} বলেন, আমার পিতা তাহাঁর কাছে তার সদাক্বাহ নিয়ে এলে তিনি বলেন, হে আল্লাহ! আবু আওফার পরিবারের উপর রহমাত বর্ষণ করুন। সহীহঃ সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
তাওহীদ কৌমুদী
Reviews
There are no reviews yet.