Description
তাবলীগ জামা‘আত ও দেওবন্দিগণ
তাবলীগ জামা‘আত ও দেওবন্দিগণ
মুয়াত্তা মালিক ১৫৮২
সুফিয়ান ইব্নু আবু যুহায়র {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
আমি রাসূলুল্লাহ সাঃআঃকে বলিতে শুনিয়াছি, তিনি বলেছেন ইয়ামান বিজিত হইবে। তথা হইতে লোক সফর করে মদীনায় আগমন করিবে। তারা নিজেদের বাড়িঘর এবং যা তাদের ইচ্ছা হইবে মদীনা হইতে নিয়ে যাবে, অথচ মদীনা তাদের জন্য উত্তম ছিল, যদি তারা তা বুঝতে পারত! শাম বিজিত হইবে, তথা হইতে কিছু লোক মদীনায় আগমন করিবে এবং নিজেদের বাড়িঘর এবং যারা তাদের কথা মান্য করব্ তাদেরকে মদীনা হইতে নিয়ে যাবে, অথচ মদীনা তাদের জন্য উত্তম ছিল, যদি তারা তা বুঝতে পারত! ইরাক বিজিত হইবে। তথা হইতে কিছু সংখ্যক লোক সফর করে মদীনা আগমন করিবে এবং তাদের বাড়িঘর এবং যারা তাদের কথা মান্য করিবে তাদেরকে মদীনা হইতে নিয়ে যাবে, অথচ মদীনা তাদের জন্য উত্তম ছিল, যদি তারা জানতে পারত!
{ইয়ামেন, শাম ও ইরাক বিজিত হওয়ার পর অনেকে তথাকার সুন্দর আবহাওয়া ও জিনিসপত্র সস্তা দেখে নিজেদের বাড়িঘর এবং যারা তাদের সহিত যেতে ইচ্ছা করেছিল তাদেরকে মদীনা হইতে নিয়ে গেল এবং তথায় যেয়ে বসতি ঠিক করিল। অতঃপর নানা ফিত্না-ফাসাদে আক্রান্ত হল।} {সহীহ, বোখারি ১৮৭৫, মুসলিম ১৩৮৮} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ১৫৮৩
আবু হুরায়রা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ সাঃআঃ বলেছেন, অতি উত্তম অবস্থায় মদীনাকে ত্যাগ করা হইবে, এমন কি তথায় কুকুর ও ব্যাঘ্র আসবে এবং মসজিদের খুঁটি ও মিম্বরে পেশাব করিবে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রসূলাল্লাহ্! ঐ সময় মদীনার ফলমূল কে ভোগ করিবে? তিনি বলিলেন, ক্ষুধার্ত জন্তুরা ও পশু পাখিরা। {১} {বোখারি ১৮৭৪, মুসলিম ১৩৮৯} {১} এই অবস্থা কিয়ামতের নিকটবর্তী সময়ে হইবে, যখন ইসলামের নাম-নিশানা থাকিবে না, মদীনা উজাড় হয়ে যাবে।
এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ১৫৮৪
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
উমার ইব্নু আবদুল আযীয {রহমাতুল্লাহি আলাইহি} যখন মদীনা হইতে যাচ্ছিলেন, তখন মদীনার প্রতি লক্ষ্য করে স্বীয় দাস মুযাহিমকে বলছিলেন, হয়ত তুমি ও আমি যে সমস্ত লোকের মধ্যে গণ্য হব, যাদেরকে মদীনা বের করে দিবে। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন} এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
তাবলীগ জামা‘আত ও দেওবন্দিগণ
Reviews
There are no reviews yet.