Description
দিগদর্শন
দিগদর্শন
সফর থেকে প্রত্যাবর্তন করে প্রথমে মাসজিদে দু রাকআত নামাজ আদায় করা মুস্তাহাব।
লু লু ওয়াল মার্জান ৪১৫
জাবির ইবনি আবদুল্লাহ {রাজি. হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, এক যুদ্ধে আমি নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর সঙ্গে ছিলাম। আমার উটটি অত্যন্ত ধীরে চলছিল বরং চলতে অক্ষম হয়ে পড়েছিল। এমতাবস্থায় নাবী {সাল্লাল্লাহু আঃ} আমার কাছে এলেন এবং বলিলেন, জাবির? আমি বললাম, জী। তিনি জিজ্ঞেস করিলেন, তোমার অবস্থা কী? আমি বললাম, আমার উট আমাকে নিয়ে অত্যন্ত ধীরে চলছে এবং অক্ষম হয়ে পড়ছে। আমি পরের দিন মাসজিদে নাববীতে গিয়ে তাঁকে দরজার সামনে পেলাম। তিনি জিজ্ঞেস করিলেন, এখন এলে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলিলেন, তোমার উটটি রাখ এবং মাসজিদে প্রবেশ করে দুরাকআত নামাজ আদায় কর। আমি মাসজিদে প্রবেশ করে নামাজ আদায় করলাম। {বোখারী হাদিস পর্ব ৩৪ : /৩৪ হাঃ ২০৯৭, মুসলিম ৬/১১, হাঃ ৭১৫} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
চাশতের নামাজ মুস্তাহাব এবং তার সর্বনিম্ন পরিমাণ দু রাকআত। সর্বোচ্চ পরিমাণ আট রাকআত, মধ্যম পরিমাণ চার বা ছয় রাকআত এবং এই নামাজ সংরক্ষণের প্রতি উৎসাহ প্রদান।
লু লু ওয়াল মার্জান ৪১৬
আয়িশাহ্ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ} যে আমাল করা পছন্দ করিতেন, সে আমাল কোন কোন সময় এ আশঙ্কায় ছেড়েও দিতেন যে, সে আমাল করিতে থাকিবে, ফলে তাহাদের উপর তা ফার্য হয়ে যাবে। আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ} চাশ্তের নামাজ আদায় করেননি। আমি সে নামাজ আদায় করি। {বোখারী হাদিস পর্ব ১৯ : /৫ হাঃ ১১২৮, মুসলিম ৬/১৩, হাঃ ৭১৮}
* আয়েশা {রাজি.} এ কথা তাহাঁর জানা অনুসারে বলেছেন। উম্মু হানী {রাজি.}-এর রিওয়ায়াতে রসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আঃ} -এর চাশ্ত আদায় প্রমাণিত আছে। এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মার্জান ৪১৭
ইবনি আবু লায়লা {রহমাতুল্লাহি আ:} হইতে বর্ণীত আছেঃ
উম্মু হানী {রাজি.} ব্যতীত অন্য কেউ নাবী {সাল্লাল্লাহু আঃ}-কে সলাতুয্ যুহা {পূর্বাহ্নের নামাজ} আদায় করিতে দেখেছেন বলে আমাদের জানাননি। তিনি (উম্মে হানী {রাজি.}) বলেন, নাবী {সাল্লাল্লাহু আঃ} মাক্কাহ্ বিজয়ের দিন তাহাঁর ঘরে গোসল করার পর আট রাকআত নামাজ আদায় করিয়াছেন। আমি তাঁকে এর থেকে সংক্ষিপ্ত কোন নামাজ আদায় করিতে দেখিনি, তবে তিনি রুকূ ও সাজদাহ্ পূর্ণভাবে আদায় করেছিলেন। {বোখারী হাদিস পর্ব ১৯ : /৩৩ হাঃ ৩৫৭, মুসলিম ৬/১৬, হাঃ ৩৩৬} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
দিগদর্শন
Reviews
There are no reviews yet.