Description
দীনের বিভিন্ন বিষয়ে বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত অতি গুরুত্বপূর্ণ একশ হাদীস
দীনের বিভিন্ন বিষয়ে বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত অতি গুরুত্বপূর্ণ একশ হাদীস
লু লু ওয়াল মার্জান ২
আনাস {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেনঃ এ কথাটি তোমাদের নিকট বহু হাদীস বর্ণনা করিতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যে, নাবী সাল্লাল্লাহু আঃ বলেছেনঃ যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। {বোখারী হাদিস পর্ব ৩ঃ /৩৮ হাঃ ১০৮, মুসলিম মুকাদ্দামাহ হাঃ ৩} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মার্জান ৩
আবু হুরাইরা {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী সাল্লাল্লাহু আঃ বলেছেনঃ আমার নামে তোমরা নাম রেখ; কিন্তু আমার উপনামে {কুনিয়াতে} তোমরা নাম রেখ না। আর যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে। কারণ শয়তান আমার আকৃতির ন্যায় আকৃতি ধারণ করিতে পারে না। যে ইচ্ছে করে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার আসন বানিয়ে নেয়। {বোখারী হাদিস পর্ব ৩ঃ /৩৮ হাঃ ১১০, মুসলিম মুকাদ্দামাহ, দ্বিতীয় অধ্যায়, হাঃ ৪} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মার্জান ৪
মুগীরাহ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আঃ কে বলিতে শুনিয়াছি যে, আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়। {বোখারী হাদিস পর্ব ২৩ঃ /৩৪ হাঃ ১২৯১, মুসলিম ১১/৯, হাঃ ৯৩৩} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মার্জান ১৩৮
আবু হুরাইরাহ্ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আবু হুরাইরাহ্ {রাজি.} সূত্রে নাবী {সাল্লাল্লাহু আঃ} হইতে বর্ণীত। তিনি বলেন, তোমাদের কেউ যখন ঘুম হইতে উঠল এবং উযূ করিল তখন তার উচিত নাক তিনবার ঝেড়ে ফেলা। কারণ, শয়তান তার নাকের ছিদ্রে রাত কাটিয়েছে। {বোখারী হাদিস পর্ব ৫৯ : /১১ হাঃ ৩২৯৫, মুসলিম ২/৮ হাঃ ২৩৮} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
পদদ্বয় পরিপূর্ণভাবে ধৌত করার আবশ্যকতা।
লু লু ওয়াল মার্জান ১৩৯
আবদুল্লাহ ইবনি আমর {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আবদুল্লাহ ইবনি আমর {রাজি.} হইতে বর্ণীত, তিনি বলেন, কোন এক সফরে আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ} আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন, এদিকে আমরা {আসরের} নামাজ আদায় করিতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা উযূ করছিলাম। আমরা আমাদের পা কোনমতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চৈস্বঃরে বললেনঃ পায়ের গোড়ালিগুলোর {শুকনো থাকার} জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি দুবার বা তিনবার এ কথা বলিলেন। {বোখারী হাদিস পর্ব ৩ : /৩ হাঃ ৯৬, মুসলিম ২/৯ হাঃ ২৪১} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মার্জান ১৪০
মুহাম্মদ ইবনি যিয়াদ {রহমাতুল্লাহি আ:} হইতে বর্ণীত আছেঃ
মুহাম্মদ ইবনি যিয়াদ {রহমাতুল্লাহি আ:} হইতে বর্ণীত, তিনি বলেন, আবু হুরাইরা {রাজি.} আমাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। লোকেরা সে সময় পাত্র থেকে উযূ করছিল। তখন তাঁকে বলিতে শুনিয়াছি, তোমরা উত্তমরূপে উযূ কর। কারণ আবুল কাসিম {সাল্লাল্লাহু আঃ} বলেছেনঃ পায়ের গোড়ালীগুলোর জন্য দোযখের আযাব রয়েছে। {বোখারী হাদিস পর্ব ৪ : /২৯ হাঃ ১৬৫, মুসলিম ২/৯, হাঃ ২৪২} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
দীনের বিভিন্ন বিষয়ে বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত অতি গুরুত্বপূর্ণ একশ হাদীস
Reviews
There are no reviews yet.