Description
ধর্ম পালনে ……. যা জানা অবশ্যই প্রয়োজনীয়
ধর্ম পালনে ……. যা জানা অবশ্যই প্রয়োজনীয়
লু লু ওয়াল মার্জান ১৬১
আবু হুরায়রাহ্ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আবু হুরায়রাহ্ {রাজি.} হইতে বর্ণীত। তিনি আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ} কে বলিতে শুনেছেন, তোমাদের কেউ যেন স্থির- যা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে। {সম্ভবত} পরে সে আবার তাতে গোসল করিবে।
{বোখারী হাদিস পর্ব ৪ : /৬৮ হাঃ ২৩৯, মুসলিম ২/২৮, হাঃ ২৮২} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস মাসজিদে পেশাব ও অন্যান্য অপবিত্র দ্রব্যাদি ধৌত করার অপরিহার্যতা এবং মাটি না খুঁড়ে পানির সাহায্যে পরিষ্কার হয়।
লু লু ওয়াল মার্জান ১৬২
আনাস ইবনি মালিক {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আনাস ইবনি মালিক {রাজি.} হইতে বর্ণীত। একদা এক বেদুঈন মাসজিদে প্রস্রাব করলো। লোকেরা উঠে {তাকে মারার জন্য} তার দিকে গেল। আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ} বললেনঃ তার প্রস্রাব করা বন্ধ করো না। অতঃপর তিনি এক বালতি পানি আনালেন এবং পানি প্রস্রাবের উপর ঢেলে দেয়া হলো।
{বোখারী হাদিস পর্ব ৭৮ : /৩৫ হাঃ ৬০২৫, মুসলিম ২/৩০, হাঃ ২৮৪} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
দুধপানকারী শিশুর পেশাবের বিধান এবং তা ধৌত করার পদ্ধতি।
লু লু ওয়াল মার্জান ১৬৩
আয়েশা {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আয়েশা {রাজি.} হইতে বর্ণীত। তিনি বলেন, নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর খিদমতে শিশুদের নিয়ে আসা হতো। তিনি তাঁদের জন্য দুআ করিতেন। একবার একটি শিশুকে আনা হলো। শিশুটি তাহাঁর কাপড়ের উপর পেশাব করে দিল। তিনি কিছু পানি আনালেন এবং তা তিনি কাপড়ের উপর ছিটিয়ে দিলেন আর তিনি কাপড় ধুলেন না।
{বোখারী হাদিস পর্ব ৮০ : /৩ হাঃ ৬৩৫৫, মুসলিম ২/৩১, হাঃ ২৮৬} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মার্জান ১৬৪
উম্মু কায়স বিনত মিহসান {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
উম্মু কায়স বিনত মিহসান {রাজি.} হইতে বর্ণীত। তিনি তাহাঁর এমন একটি ছোট ছেলেকে নিয়ে আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট এলেন যে তখনো খাবার খেতে শিখেনি। আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ} শিশুটিকে তাহাঁর কোলে বসালেন। তখন সে তাহাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনিয়ে এর উপর ছিটিয়ে দিলেন এবং তা ধৌত করিলেন না।*
{বোখারী হাদিস পর্ব ৪ : /৫৯ হাঃ ২২৩, মুসলিম ২/৩১, হাঃ ২৮৭} * পেশাব অপবিত্র। তবে পেশাব লেগে যাওয়া বস্তুকে পবিত্র করার পদ্ধতি দুরকম। একঃ প্রাপ্ত বয়স্ক ব্যক্তি অথবা দুগ্ধপোষ্য মেয়ে হলে তার পেশাব অবশ্যই ধুয়ে ফেলতে হইবে। দুইঃ যদি দুগ্ধপোষ্য ছেলে হয় তবে পানির ছিটা দিলে তা পবিত্র হয়ে যাবে।
এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
ধর্ম পালনে ……. যা জানা অবশ্যই প্রয়োজনীয়
Reviews
There are no reviews yet.