Description
নাবী (সা)-এর অনুসরণের গুরুত্ব/ ঈমান বিদ্ধংসী দশটি কর্ম
নাবী (সা)-এর অনুসরণের গুরুত্ব/ ঈমান বিদ্ধংসী দশটি কর্ম
মুয়াত্তা মালিক ১০১১
নাফি {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
আবদুল্লাহ ইবন উমার {রাজি.} বলিতেন : যদি কেউ কসম করে ইনশাআল্লাহ {যদি আল্লাহ চাহেন} বলে তবে কসমকৃত কাজটি না করলে এই কসম ভঙ্গ হইবে না। {১} {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন : ইনশাআল্লাহ কসমের সঙ্গে সঙ্গে এবং কথার ধারাবাহিকতা বজায় থাকতে বলিতে হইবে। কেউ কসম করে কিছুক্ষণ চুপ থাকার পর যদি ইনশাআল্লাহ বলে তবে আর উহা ধর্তব্য হইবে না।
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন : কেউ বলল, আমি যদি এই কাজ করি তবে আমি কাফের বা মুশরিক। পরে যদি ঐ ব্যক্তি কাজটি করে ফেলে তবে তার কাফ্ফারা ওয়াজিব হইবে। কিন্তু অন্তরে শিরক কুফরীর আকীদা না হলে এতে কাফের বা মুশরিক হয়ে যাবে না। তবে গুনাহগার হইবে। ভবিষ্যতে এই ধরনের কিছু করিবে না বলে তাকে তাওবা করিতে হইবে। এই ধরনের কসম অতি নিন্দনীয়। {১} তা কসম বলে গণ্য হয় না এবং এতে কাফফারাও ওয়াজিব হয় না।
এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ১৩৫৭
মুজাহিদ {রহঃ} হইতে বর্ণিত আছেঃ
আবদুল্লাহ্ ইবন উমার {রাজি.} এক ব্যক্তির নিকট হইতে কিছু দিরহাম কর্জ নিলেন। অতঃপর আদায় করবার সময় যে দিরহাম ঋণস্বরূপ নিয়েছিলেন উহা হইতে উৎকৃষ্ট দিরহাম দিলেন। ঐ ব্যক্তি বলল, হে আবু আবদুর রহমান! এই দিরহাম আমার দিরহাম হইতে উৎকৃষ্ট যা আমি আপনাকে ধার দিয়েছিলাম। আবদুল্লাহ্ ইবন উমার বলিলেন, আমার তা জানা আছে তবুও আমি খুশী হয়ে উহা দিয়েছি। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}
মালিক {রহঃ} বলেনঃ যে ব্যক্তি কাউকেও স্বর্ণরৌপ্য বা কোন খাদ্যদ্রব্য ধার দেয় তবে ফেরত নেবার সময় যাকে ধার দিয়েছিল তা হইতে উৎকৃষ্ট বস্তু গ্রহণ করাতে কোন দোষ নেই, যদি এইরূপ কোন শর্ত করে না থাকে বা ইহা নিয়মে পরিণত না হয়; যদি শর্ত করে বা এইরূপ দেওয়ার নিয়ম থাকে তবে উহা মাকরূহ্।
মালিক {রহঃ} বলেনঃ ইহা এইজন্য যে, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের বাচ্চা ধার নিয়ে বড় বয়স্ক উট দিয়েছিলেন আর আবদুল্লাহ্ ইবন উমার {রাজি.} দিরহাম নিয়ে উহা হইতে উৎকৃষ্ট দিরহাম দিয়েছিলেন। যদি এটা খাতকের সন্তুষ্ট মনে হয়ে থাকে আর এটার জন্য কোন শর্ত বা রীতি না থাকে তবে এটা হালাল, এতে কোন ক্ষতি নেই। এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
নাবী (সা)-এর অনুসরণের গুরুত্ব/ ঈমান বিদ্ধংসী দশটি কর্ম
Reviews
There are no reviews yet.