Description
নিষিদ্ধ কর্মকান্ড
নিষিদ্ধ কর্মকান্ড
সুনান আবু দাউদ ২৪৮১
আমির {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
একদা আব্দুল্লাহ ইবন আমর {রাদি.} এর কাছে একটি লোক এলো। তখন কতিপয় লোক সেখানে উপস্থিত ছিল। লোকটি তার নিকটে বসে বললো, আপনি আমাকে এমন কিছু অবহিত করুন যা আপনি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} কে বলিতে শুনেছেন। তিনি বলিলেন, আমি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} কে বলিতে শূনেছি ঃ সে-ই প্রকৃত মুসলিম যার মুখ ও হাতের অনিষ্ট হইতে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর ঐ ব্যক্তি প্রকৃত মুহাজির যে আল্লাহর নিষিদ্ধ কাজ পরিত্যাগ করে। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২৭৩০
আবুল লাহমের আযাদকৃত গোলাম উমাইর {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আমার মনিবের সাথে খায়বারের যুদ্ধে গমন করি। তারা আমার ব্যাপারে রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} সাথে আলাপ করলে তাহাঁর নির্দেশ মোতাবেক আমার কোমরে তরবারি ঝুলানো হলো। তা আমি যমীনে হেঁচড়িয়ে চলতাম। তিনি পরে অবহিত হলেন যে, আমি মুক্তদাস। তিনি আমাকে কিছু জিনিসপত্র দেয়ার নির্দেশ দিলেন।
আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, এর অর্থ হলো, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তাহাকে গনীমাতের অংশ দেননি। আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} আরো বলেন, আবু উবাইদ {রহমাতুল্লাহি আলাইহি} বলিয়াছেন, তিনি তার জন্য গোশত ভক্ষণ নিষিদ্ধ করেন। সেজন্য তার নাম আবুল লাহম {গোশতের পিতা}। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
দূত সম্পর্কে
সুনান আবু দাউদ ২৭৬১
নুআইম {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-কে মুসাইলামা {ভন্ডনাবী} চিঠি লিখেন। অতঃপর চিঠি পড়া হলে তার উভয় দূতকে লক্ষ্য করে আমি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-কে বলিতে শুনিয়াছিঃ এ লোক সম্পর্কে তোমরা কি বলো? তারা বললো, আমরা তা-ই বলি যা সে বলে {অর্থাৎ তার নবুওয়াতের দাবী মানি}। নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃআল্লাহর শপথ! দূত হত্যা করা নিষিদ্ধ না হলে আমি তোমাদের উভয়ের গর্দান উড়িয়ে দিতাম। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২৮৭৫
উমাইর {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
যিনি সাহাবী ছিলেন। তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! কোনগুলি কবীরাহ গুনাহ? তিনি বলিলেনঃ এর সংখ্যা নয়টি। অতঃপর উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত। এতে আরো রয়েছেঃ মুসলিম পিতা-মাতাহাকে কষ্ট দেয়া এবং তোমদের জীবন-মরণের ক্বিবলাহ কাবা ঘরের চত্বরে নিষিদ্ধ কাজকে হালাল গণ্য করা। এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
নিষিদ্ধ কর্মকান্ড
Reviews
There are no reviews yet.