Description
পৃথিবী ব্যাপী একই দিনে ঈদ প্রসঙ্গে
পৃথিবী ব্যাপী একই দিনে ঈদ প্রসঙ্গে
উভয় ঈদে গোসল করা এবং আযান ও ইকামত
মুয়াত্তা মালিক ৪১৩
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
তিনি অনেক আলিমকে বলিতে শুনেছেন যে, ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে রসূলুল্লাহ্ সাঃআঃ-এর যুগ হইতে বর্তমান যুগ পর্যন্ত আযান ও ইকামত ছিল না। {বোখারি ৯৬০, মুসলিম ৮৮৬, মারফু সনদে ইবন আব্বাস ও জাবের {রাজি.} থেকে বর্ণনা করেন} মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, এটা এমন একটি সুন্নত যাতে আমাদের মতে কারো দ্বিমত নেই।এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ৪১৪
নাফি {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
আবদুল্লাহ ইবন উমার {রাজি.} ঈদুল ফিতরের দিন সকালে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করিতেন। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন}এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
উভয় ঈদে খুত্বার পূর্বে নামাজ আদায়ের নির্দেশ
মুয়াত্তা মালিক ৪১৫
ইবন শিহাব {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
রসূলুল্লাহ্ সাঃআঃ ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে খুতবার পূর্বে নামাজ আদায় করিতেন। {বোখারি ৯৬৩, মুসলিম ৮৮৮, তিনি ইবন ওমর {রাজি.} থেকে বর্ণনা করেন, তবে ঈমাম মালেক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল} এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ৪১৬
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
আবু বাকর এবং উমার {রাজি.} তাঁরা দুজনেই এরূপ করিতেন। {মারফু, বোখারি ৯৬২, মুসলিম ৮৮৪, তিনি ইবন আব্বাস {রাজি.} থেকে বর্ণনা করেন তবে ঈমাম মালেক কর্তৃক বর্ণিত হাদীসটি মাওকুফ এবং মুনকাতে} এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ৪১৮
উরওয়াহ ইবন যুবায়র {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
ঈদুল ফিতরের দিন সকালে ঈদগাহে যাওয়ার পূর্বে আহার গ্রহণ করিতেন। {সহীহ মারফু, বোখারি ৯৫৩, আনাস {রাজি.} থেকে বর্ণিত} এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়।উভয় ঈদের নামাযে কিরাআত ও তাকবীরের বর্ণনা
মুয়াত্তা মালিক ৪২০
উমার ইবন খাত্তাব {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
আবু ওয়াকিদ লায়সী {রাজি.}-কে জিজ্ঞেস করলেন ঈদুর ফিত্র ও ঈদুল আযহাতে রসূলুল্লাহ্ সাঃআঃ কোন কোন সূরা পাঠ করিতেন? তিনি বলিলেন, রসূলুল্লাহ্ সাঃআঃ পাঠ করিতেন
ق وَالْقُرُ اَنِ الْمَجِيْدِ. ةَاقْتَرَبَتِ السَّعَةُ وَالنْشَقَّ الْقَمَرُ.
{সূরা কাফ্ ও ক্বামার}, এই দুই সূরা। {সহীহ, মুসলিম ৮৯১} এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়।
উভয় ঈদের আগে ও পরে নামাজ না পড়া
মুয়াত্তা মালিক ৪২২
নাফি {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
আবদুল্লাহ ইবন উমার {রাজি.} ঈদুল ফিতরের দিন নামাজ আদায় করিতেন না, ঈদের পূর্বেও না এবং পরেও না। {মারফু, ইবন আব্বাস {রাজি.} কর্তৃক বর্ণিত, বোখারি ৯৮৯, ৯৬৪, মুসলিম ৮৮৪} মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, তাঁর নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, সাঈদ ইবন মুসায়্যাব {রহমাতুল্লাহি আলাইহি} ফজরের নামাজ আদায়ের পর সূর্য উদয়ের পূর্বে প্রত্যুষে ঈদগাহে গমন করিতেন। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন} এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
পৃথিবী ব্যাপী একই দিনে ঈদ প্রসঙ্গে
Reviews
There are no reviews yet.