Description
ফাতাওয়া আরকানুল ইসলাম
ফাতাওয়া আরকানুল ইসলাম
মুয়াত্তা মালিক ৯১৬
আবদুল্লাহ্ ইবন উমার {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
উমার ইবন খাত্তাব {রাজি.} আরাফাতের ময়দানের সমবেত লোকদের উদ্দেশ্যে ভাষণ দেন। হজ্জের আরকান ও আহকাম সম্পর্কে তাদেরকে শিক্ষা দেন। অন্যান্য কথার মধ্যে তিনি এটাও বলেন যে, মিনা আগমন এবং কঙ্কর নিক্ষেপের পর স্ত্রীসহবাস এবং সুগন্ধি দ্রব্য ব্যতীত তোমাদের জন্য সবকিছুই হালাল হয়ে যাবে। বায়তুল্লাহ্ তাওয়াফ {তাওয়াফে যিয়ারত বা ইফাযা} না করা পর্যন্ত তোমাদের কেউ যেন সুগন্ধি দ্রব্য ও স্ত্রী স্পর্শ না করে। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন} এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ৪১১
তালহা ইবন উবায়দুল্লাহ {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
একজন নযদবাসী লোক এলোমেলো কেশে রসূলুল্লাহ্ সাঃআঃ-এর কাছে এলেন। আমরা তাঁর স্বরের গুঞ্জন শুনছিলাম। কিন্তু তিনি কি বলছিলেন তা বুঝা যাচ্ছিল না। আবশেষে তিনি নাবী সাঃআঃ-এর খুব কাছে এলেন। তখন তিনি ইসলাম সম্পর্কে প্রশ্ন করছিলেন। অতঃপর রসূলুল্লাহ্ সাঃআঃ {তাঁর প্রশ্নের উত্তরে} বলিলেন, দিন-রাতে পাঁচবার নামাজ। সে বলল, এটা ছাড়া আমার উপর আর কোন কিছু {নামাজ} আছে কি ? তিনি বলিলেন, না, অবশ্য তুমি যদি স্বেচ্ছায় {নফল} আদায় কর। রসূলুল্লাহ্ সাঃআঃ বলিলেন, এবং রমযান মাসের রোযা। সে বলল, এটা ছাড়া আমার উপর {আর কোন রোযা} আছে কি ? তিনি বলিলেন, না, তুমি যদি স্বেচ্ছায় রাখ। তালহা {রাজি.} বলেন, রসূলুল্লাহ্ সাঃআঃ যাকাতের উল্লেখ করেন। সে ব্যক্তি বলল, এটা ছাড়া আমার উপর আর কোন কিছু আছে কি ? রসূলুল্লাহ্ সাঃআঃ বলিলেন, না, তবে যদি তুমি নফলরূপে দাও। তালহা {রাজি.} বলেন, অতঃপর সে ব্যক্তি এই বলিতে বলিতে ফিরে গেল কসম আল্লাহর আমি এর উপর বেশিও করব না এবং এটা হইতে কমও করব না। তারপর রসূলুল্লাহ্ সাঃআঃ বলিলেন, এই ব্যক্তি সফলকাম হল, যদি সে সত্য বলে থাকে। {বোখারি ১১৪২, মুসলিম ৭৭৬} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ৪৯০
যায়দ ইবন ইসলাম {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
যে কোন ব্যক্তি দুআ করে, সে তিনটির একটি অবশ্যই পাবে; হয় তো তার দুআ কবুল করা হইবে, অথবা প্রার্থিত বস্তু তার জন্য সঞ্চিত রাখা হইবে, অথবা এই দুআ তার গুনাহের কাফফারা হইবে। {একই অর্থে ঈমাম তিরমিজী মারফু সনদে হাদীস বর্ণনা করিয়াছেন তিরমিজী ৩৯৫৭, এবং আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন {সহীহ আল জামে ৫৭১৪}। التكفير অংশটুকু ব্যতীত আর التكفير শব্দ সহ তিনি যয়ীফ বলেছেন {যয়ীফ আল-জামে} ৫১৭৭} এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
ফাতাওয়া আরকানুল ইসলাম
Reviews
There are no reviews yet.