Description
ফারায়েয শিক্ষা
ফারায়েয শিক্ষা
ভিন্ন ধর্মীয় লোকদের মীরাস
মুয়াত্তা মালিক ১০৭৬
উসামা ইবন যায়দ {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ সাঃআঃ বলেছেন, মুসলমান কাফিরের ওয়ারিস হইবে না। {আর কাফিরও মুসলমানের ওয়ারিস হইবে না। {বোখারি ৬৭৬৪, মুসলিম ১৬১৪}এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ১০৭৭
আলী ইবন আবি তালিব {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
যখন আবু তালিবের মৃত্যু হয়েছে তখন তার ছেলে আকীল ও তালিব তার ওয়ারিস হয়েছে। কিন্তু আলী তার ওয়ারিস হয়নি। এজন্য আমরা মক্কার ঘরের নিজের অংশ ছেড়ে দিয়েছে। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}
{কেননা এরা উভয়ে তখন কাফের ছিল, পরে আকীল মুসলমান হয়ে গিয়েছিল আর তালিব নিরুদ্দেশ হয়ে গিয়েছিল।}এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ১০৭৮
সুলায়মান ইবন ইয়াসার {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
মুহাম্মদ ইবন আশআসের এক ফুফু ছিল ইহুদী অথবা খৃস্টান। সে মৃত্যুবরণ করলে মুহাম্মাদ ইবন আশআস উমার {রাজি.}-এর নিকট তা বলিলেন এবং জিজ্ঞেস করলেন, কে তার ওয়ারিস হইবে? উমার {রাজি.} বলিলেন, তার স্বধর্মীয়গণ তার ওয়ারিস হইবে। অতঃপর যখন উসমান খলীফা হলেন, তখন তার নিকট জিজ্ঞেস করলেন, উসমান {রাজি.} বলিলেন, কেন উমার তোমাকে যা বলেছেন তা কি তোমার স্মরণ নাই? অতঃপর তিনি বলিলেন, তার স্বধর্মের লোকেরাই তার ওয়ারিস হইবে। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ১০৭৯
ইসমাঈল ইবন আবু হাকীম {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
উমার ইবন আবদীল আযীয {রহমাতুল্লাহি আলাইহি}-এর এক খৃস্টান গোলাম ছিল। তিনি তাকে মুক্ত করে দিয়েছিলেন।
তার মৃত্যুর পর উমার আমাকে বলিলেন, তার মাল বায়তুলমালে জমা দিয়ে দাও {কেননা মুসলমান কাফেরের ওয়ারিস হইবে না}। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ১০৮০
সাঈদ ইবন মুসায়্যাব {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
তিনি বলিতেন, উমার ইবন খাত্তাব {রাজি.} অনারব লোকদেরকে আরবের লোকের ওয়ারিস হইতে নিষেধ করিতেন। অবশ্য যে আরবে জন্মগ্রহণ করত সে মীরাস পেত। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন : কোন গর্ভবতী স্ত্রীলোক কাফেরদের দেখ হইতে এসে আরবে বসতি স্থির করিল, তথায় তার সন্তান জন্মাল, এখন সে সন্তানের এবং সন্তান তার ওয়ারিস হইবে।
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন : আমাদের নিকট এহা একটি সর্বসম্মত বিষয় যে, যে কোন আত্মীয়তার দরুনই হোক না কেন মুসলমান কাফেরের ওয়ারিস হইবে না, বংশগত আত্মীয়তা হোক বা অন্য প্রকারের আর সে অন্য কাউকেও তার মীরাস হইতে মাহরূম করিতে পারবে না।
যেমন কোন কাফের মৃত্যুবরণ করলে যার সন্তান মুসলমান, ভাই কাফের। এখন ছেলে মীরাস পাবে না ভাই পাবে। এই ছেলের জন্য ভাই মাহরূম হইবে না।
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন : এইরূপে যে মীরাস না পায় এবং সে ব্যতীত অন্য ওয়ারিস বর্তমান থাকে তবে সে অন্যকে মাহরূম করিতে পারে না। এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
ফারায়েয শিক্ষা
Reviews
There are no reviews yet.