Select Page

ফিতনার নীতিমালা

৳ 20.00

Description

ফিতনার নীতিমালা

ফিতনার নীতিমালা

নামাযে এরূপ কোন বস্তুর দিকে দেখা যা নামাজ হইতে মনোযোগ দূরে সরিয়ে দেয় অথবা অন্য দিকে ব্যস্ত রাখে
মুয়াত্তা মালিক ২১২
আলকামা ইবন আবি আলকামা {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
নাবী সাঃআঃ-এর সহধর্মিণী আয়েশা {রাজি.} বলেছেন, আবু জাহম ইবন হুযাইফা {রাজি.} রাসূলুল্লাহ সাঃআঃ-এর খেদমতে শামী চাদর উপহারস্বরূপ পেশ করলেন, যাতে ফুল, বুটা ইত্যাদি দ্বারা কারুকার্য করা ছিল। এটা পরিধান করে তিনি নামাজ আদায় করলেন। নামাজ হইতে ফিরে তিনি ফরমালেন এই চাদরখানা আবু জাহম-এর কাছে ফিরিয়ে দাও। কেননা এটার কারুকার্যের দিকে নামাযে আমার দৃষ্টি পতিত হয়েছে। এটা নামাযের একাগ্রতা নষ্ট করে আমাকে ফিতনায় লিপ্ত করেছে। {বোখারি ৩৭৩, মুসলিম ৫৫৬}এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস

মুয়াত্তা মালিক ২১৫
আবদুল্লাহ ইবন আবু বাকর {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
আনসারী এক ব্যক্তি মদীনা শরীফের উপত্যকাসমূহের মধ্যে এক উপত্যকায় তাঁর এক বাগানের উঁচু ভূমিতে নামাজ আদায় করিতেছিলেন, তখন ছিল {খেজুরের} মওসুম। খেজুরের গাছগুলি খেজুরের ভারে ঝুঁকে পড়ছিল। গাছগুলি যেন স্বীয় ফলগুচ্ছের হার পরিহিত। ফলের এ দৃশ্যটি তাঁর খুবই মনঃপুত হল। তাই সেদিকে চেয়ে রইলেন। অতঃপর নামাযের দিকে মনোযোগী হলেন। কিন্তু তাঁর আর স্মরণ হচ্ছিল না যে, তিনি কত রাকআত নামাজ আদায় করিয়াছেন। এটা দেখে তিনি বলিলেন, আমার এই সম্পত্তি আমার জন্য ফিতনারূপে উপস্থিত হয়েছে। তখন ছিল উসমান {রাজি.}-এর খিলাফতকাল। তিনি উসমান ইবন আফফান {রাজি.}-এর নিকট হাজির হলেন এবং তাঁর কাছে ঘটনা বর্ণনা করলেন। তারপর বলিলেন, উক্ত সম্পদ আল্লাহর পথে উৎসর্গ করা হল। এটাকে সৎকাজে ব্যয় করুন। উসমান {রাজি.} এটাকে পঞ্চাশ হাজার {দিরহাম} এর বিনিময়ে বিক্রি করলেন। {এই কারণে} উক্ত সম্পত্তির নাম রাখা হল {খমসিন} বা পঞ্চাশ হাজারী। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন}এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়

মুয়াত্তা মালিক ৪৮৭
আবদুল্লাহ ইবন আব্বাস {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ সাঃআঃ তাঁদেরকে {নিম্নে বর্ণিত} এই দুআটি কুরআনের সূরা যেরূপ শিক্ষা দিতেন সেরূপ শিক্ষা দিতেন। তিনি বলিতেন,
اَللّٰهُمَّ اِنِّىِ اَعْوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ. وَاَعُودُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ. وَاَعُوذُبِكَ مِنْ فِتْنَةِ الْمَسيِحِ الدَّجَّالِ. وَاَعُو ذُبِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ.
হে আল্লাহ্! আমি জাহান্নামের আযাব হইতে, কবরের আযাব হইতে, মসীহ দাজ্জালের ফিতনা হইতে, জীবিত এবং মৃতের ফিতনা হইতে আপনার শরণ নিচ্ছি। {সহীহ, মুসলিম ৫৮৮}এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস

ফিতনার নীতিমালা

Reviews

There are no reviews yet.

Be the first to review “ফিতনার নীতিমালা”

Your email address will not be published. Required fields are marked *