Description
সুনান আবু দাউদ ২৪৭৩
আয়িশাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, ইতিকাফকারীর জন্য সুন্নাত হলোঃ সে কোন রোগী দেখিতে যাবে না, জানাযায় অংশগ্রহণ করিবে না, স্ত্রীকে স্পর্শ করিবে না, তার সাথে সহবাস করিবে না এবং অধিক প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, সওম না রেখে ইতিকাফ করিবে না এবং জামে মাসজিদে ইতিকাফ করিবে। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, উল্লিখিত বিষয়গুলোকে আয়িশাহ {রাদি.} সুন্নাত বলিয়াছেন এ কথাটি আবদুর রহমান ইবন ইসহাক্ব ব্যতীত অন্য কেউ বলেননি। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, তিনি একে আয়িশাহ {রাদি.} এর উক্তি হিসেবে চিহ্নিত করেছেন।
এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
সুনান আবু দাউদ ২৫২৪
উবাইদ ইবন খালিদ আস-সুলামী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} দুই ব্যক্তির মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। তাহাদের একজন {যুদ্ধে} নিহত হন এবং অন্যজন তার পরে কোন এক জুমআর দিন কিংবা তার কাছাকাছি কোন দিনে মারা যান। আমরা তার জানাযা আদায় করলাম। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} জিজ্ঞেস করলেনঃ তোমরা {দ্বিতীয় ব্যক্তির জন্য} কি দুআ করেছো? আমরা বলিলাম, আমরা তার জন্য দুআ করেছি এবং বলেছি, “হে আল্লাহ্! তাঁকে ক্ষমা করুন এবং তাঁকে তার সঙ্গীর সাথে মিলিত করুন”। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ তাহলে প্রথম ব্যক্তির সালাতের পর দ্বিতীয় ব্যক্তির , প্রথম ব্যক্তির সওমের পর দ্বিতীয় ব্যক্তির সওম ও অন্যান্য আমল কোথায় যাবে? এ দুই ব্যক্তির {মর্যাদার} মধ্যে আসমান-যমীনের ব্যবধান। উল্লেখ্য, এতে সওমের কথা উল্লেখ হয়েছিল কিনা এ বিষয়ে বর্ণনাকারী শুবাহ সন্দিহান।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২৫৩৯
আবিয়াহ ইবন আবু সাল্লাম {রহমাতুল্লাহি আলাইহি} হইতে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদা আবু সাল্লাম হইতে বর্ণীত আছেঃ
তিনি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর জনৈক সাহাবী সূত্রে বর্ননা করেন যে, আমরা {সাহাবীগণ} জুহাইনাহ বংশের এক উপ-গোত্রের বিরুদ্ধে আক্রমন চালালাম। মুসলিমদের এক ব্যক্তি কাফিরদের এক ব্যক্তিকে অনুসরন করে তার উপর আঘাত হানলো, কিন্তু আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে তরবারি ঘুরে এসে তার নিজের উপরই পড়লো। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেন, হে মুসলিম সম্প্রদায়! তোমাদের ভাই কোথায়, তার সংবাদ নাও। লোকজন তার খোঁজ নিতে দ্রুত বেরিয়ে পড়লো এবং তাহাকে মৃত অবস্থায় পেল। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তাহাকে তার রক্তমাখা পরিধেয় বস্ত্রেই জড়িয়ে নিলেন {কাফন দিলেন}, অতঃপর তার জানাযা পড়ে দাফন করিলেন। সাহাবীগণ বলিলেন, হে আল্লাহর রাসূল! সে কি শহীদ? তিনি বলিলেন, হাঁ, আমি তার সাক্ষী।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
বিনা ফাতিহায় জানাযা!
Reviews
There are no reviews yet.