Description
মুনাফিকী আচরণ
মুনাফিকী আচরণ বই
সুনান আবু দাউদ ৪২৪৩
আবদুল্লাহ ইবন উমর {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
একদা আমরা রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট বসা ছিলাম। তিনি ফিতনা সম্পর্কে দীর্ঘ আলোচনা করিলেন, এমন কি তিনি আহলাস ফিতনা সম্পর্কে বলিলেন। তখন একজন বললো, আহলাস ফিতনা কি? তিনি বলিলেন, পলায়ন ও লুটতরাজ। অতঃপর আসবে একটি ফিতনা, যা হইবে আনন্দদায়ক, এর অন্ধকারাচ্ছন্ন ধোঁয়া বের হইবে আমার পরিবারের জনৈক ব্যক্তির দুপায়ের নিচ হইতে। সে ধারণা করিবে যে, সে আমার অন্তর্ভুক্ত, অথচ সে আমার অন্তর্ভুক্ত নয়। কারণ আমার বন্ধু হচ্ছে আল্লাহুভীরু ব্যক্তিগণ। তারপর জনগণ এমন এক ব্যক্তির অধীনে একতাবদ্ধ হইবে। সে যেন পাঁজরের উপর কোমরের হার সদৃশ। অতঃপর তিনি দুহায়মা বা ঘন অন্ধকারময় ফিতনা প্রসঙ্গে বলেন, সেই ফিতনা এই উম্মতের কোন লোককেই একটি চপেটাঘাত না করে ছারবে না। অতঃপর যখন বলা হইবে যে, তা শেষ হয়ে গেছে, তখনই তা আরো প্রসারিত হইবে। এ সময় যে লোকটি সকালে মুমিন ছিল, সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে। অবশেষে সব মানুষ দুটি শিবিরে বিভক্ত হইবে। একটি হইবে ঈমানের শিবির, যেখানে মুনাফিকী থাকিবে না। আর একটি মুনাফিকীর শিবির, যেখানে ঈমান থাকিবে না। যখন তোমাদের এ অবস্থা হইবে, তখন দাজ্জালের আত্মপ্রকাশের অপেক্ষা করিবে ঐদিন বা তার পরের দিন থেকে।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৪২৪৪
সুবাই ইবন খালিদ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, তুসতার বিজয় হওয়ার পর কিছু খচ্চর ক্রয় করার জন্য আমি কূফায় আসি। আমি একটি মাসজিদে প্রবেশ করে কয়েক জন লোক দেখিতে পেলাম এবং মাঝখানে জনৈক ব্যক্তি বসে আছেন। তুমি তাহাকে দেখেই চিনতে পারবে যে, তিনি হিজাযের অধিবাসী। বর্ণনাকারী বলেন, আমি বলিলাম, তিনি কে? উপস্থিত জনতা আমার প্রতি অসন্তোষের দৃষ্টিতে তাকিয়ে বললো, তুমি কি তাঁকে চেনো না? তিনি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এর সাহাবী হুযাইফাহ ইবনল ইয়ামান {রাদি.}। অতঃপর হুযাইফাহ {রাদি.} বলেন, লোকেরা রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} কে কল্যাণ সম্পর্কে প্রশ্ন করতো। আর আমি তাঁকে অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতাম। একথা শুনে জনতা তা অপছন্দ করতো। নিশ্চয়ই আমি প্রশ্ন করেছি, হে আল্লাহর রাসূল! আপনি কি ধারনা করেন যে, মহান আল্লাহ যে কল্যাণ আমাদের দিয়েছেন, এর পরে কি কোন অকল্যাণ আসবে? তিনি বলিলেন, হ্যাঁ। আমি বলিলাম, তাহলে তা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? তিনি বলিলেন, তলোয়ার। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! তারপর কি হইবে? তিনি বলিলেনঃ পৃথিবীতে যদি কোন আল্লাহর খলীফাহ থাকে, আর সে যদি তোমার পিঠে আঘাত করে এবং তোমার সম্পদ ছিনিয়ে নেয়, তবুও তার আনুগত্য করো, অন্যথায় তুমি বৃক্ষের কাণ্ড সুদৃরভাবে আকড়ে ধরে মৃত্যুবরণ করো। আমি বলিলাম, তারপর কি হইবে? তিনি বলিলেন, অতঃপর আগুন ও পানির নহর নিয়ে দাজ্জাল আত্মপ্রকাশ করিবে। যে ব্যক্তি তার আগুনে পতিত হইবে, সে তার প্রতিদান অবশ্যই পাবে এবং তার গুনাহ মাফ করা হইবে। আর যে তার নহর এ পতিত হইবে, তার অপরাধের শাস্তি অবধারিত হইবে এবং সওয়াব বরবাদ হইবে। তিনি বলেন, আমি বলিলাম, তারপর কি হইবে? তিনি বলিলেনঃ অতঃপর ক্বিয়ামত সংঘটিত হইবে।
এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
মুনাফিকী আচরণ
Reviews
There are no reviews yet.